কয়েক দশকের ঐতিহ্য অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারের ডিক্সভিল নচ দিয়েই এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়। যেখানে ভোট দেন ৬ জন ভোটার। গণনার শেষে দেখা গিয়েছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৩টি ভোট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩টি। অর্থাৎ প্রথম ভোটগ্রহণ পর্বেই উভয় প্রার্থীর মধ্যে টাই হয়েছে। বিগত কয়েকমাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হওয়া সমীক্ষায় দেখা যাচ্ছিল ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। নিউ হ্যাম্পসায়ারের ডিক্সভিল নচের ভোটের ফলাফল সেই দিকেই ইঙ্গিত করছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম টেস্টে দলে থাকছেন না রোহিত শর্মা ! এমনটাই জল্পনা চলছে দিনভোর। পারফরম্যান্সের জেরে নাকি, বিশ্রাম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই নিয়েই চর্চায় ক্রিকেট মহল। পাশাপাশি উঠছে তাঁর অবসরের প্রসঙ্গও। এই টেস্টে রোহিত না খেললে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন বুমরাহ। এখনও পর্যন্ত সেরকমই ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে।
2025-01-02 21:20:26ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৮০ টাকা | ৮৬.৫৪ টাকা |
পাউন্ড | ১০৫.৩৬ টাকা | ১০৯.০৯ টাকা |
ইউরো | ৮৭.০০ টাকা | ৯০.৩৫ টাকা |