জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলা। আজ, রবিবার দুপুরে শ্রীনগরের বাজারে এই হামলায় আহত হয়েছেন অন্তত ৬ জন। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
2024-11-03 15:29:00অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম টেস্টে দলে থাকছেন না রোহিত শর্মা ! এমনটাই জল্পনা চলছে দিনভোর। পারফরম্যান্সের জেরে নাকি, বিশ্রাম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই নিয়েই চর্চায় ক্রিকেট মহল। পাশাপাশি উঠছে তাঁর অবসরের প্রসঙ্গও। এই টেস্টে রোহিত না খেললে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন বুমরাহ। এখনও পর্যন্ত সেরকমই ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে।
2025-01-02 21:20:26ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৮০ টাকা | ৮৬.৫৪ টাকা |
পাউন্ড | ১০৫.৩৬ টাকা | ১০৯.০৯ টাকা |
ইউরো | ৮৭.০০ টাকা | ৯০.৩৫ টাকা |