বহরমপুর শহরে শ্লীলতাহানির ঘটনায় চরম উত্তেজনা। শুক্রবার গভীর রাতে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন ব্যারাক স্কোয়ার ময়দানে যুবতীর গায়ে হাত দেওয়ার অভিযোগে এক যুবককে মারধর করে উত্তেজিত জনতা। মিঠুন সরকার নামে অভিযুক্ত ওই মদ্যপ যুবককে পুলিস গ্রেপ্তার করেছে।
2024-11-02 11:57:17অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম টেস্টে দলে থাকছেন না রোহিত শর্মা ! এমনটাই জল্পনা চলছে দিনভোর। পারফরম্যান্সের জেরে নাকি, বিশ্রাম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই নিয়েই চর্চায় ক্রিকেট মহল। পাশাপাশি উঠছে তাঁর অবসরের প্রসঙ্গও। এই টেস্টে রোহিত না খেললে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন বুমরাহ। এখনও পর্যন্ত সেরকমই ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে।
2025-01-02 21:20:26ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৮০ টাকা | ৮৬.৫৪ টাকা |
পাউন্ড | ১০৫.৩৬ টাকা | ১০৯.০৯ টাকা |
ইউরো | ৮৭.০০ টাকা | ৯০.৩৫ টাকা |