সম্পাদকীয়

বজ্র আঁটুনি ফসকা গেরো

পিস্তলটা একঝলক দেখামাত্রই চকিতে ঝাঁপিয়ে পড়েছিলেন পুলিসকর্মী যশবীর সিং। সিদ্ধান্ত নিতে বিশেষ সময়ও নেননি তিনি। আর একটু দেরি হলেই শিরোমণি অকালি দল প্রধান এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের শরীর ঝাঁঝরাই হয়ে যেত খালিস্তানি বুলেটে—আর তাও একেবারে স্বর্ণমন্দিরের ভিতরে। আগ্নেয়াস্ত্র ধরা হাতটা ঠেলে উপরের দিকে তুলে দেন যশবীর। তাতেই ব্যর্থ হয় একজন ভিভিআইপিকে হত্যার চক্রান্ত। তারপর খালিস্তানি জঙ্গি নারায়ণ সিং চৌরাকে কাবু করতে বেশি সময় লাগেনি সদাসতর্ক খাকি উর্দিধারীটির। সেখানে উপস্থিত ছিলেন আরও দুই পুলিসকর্মী। এছাড়া ছিলেন ‘সেবাদার’ এবং অকালি দলের কিছু কর্মী-সমর্থকও। সকলে একসঙ্গেই ঝাঁপিয়ে পড়েন ওই আততায়ীর উপর। পাকড়াও করার পর গ্রেপ্তারও করা হয় দুর্বৃত্তটিকে। স্বাধীন ‘খালিস্তান’ গঠনের ষড়যন্ত্রের সূচনা থেকে অমৃতসরের জগৎবিখ্যাত স্বর্ণমন্দির বহু ঝড়ঝাপটা সয়েছে। একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী পাঞ্জাবের এই পবিত্র ধর্মস্থান। এদিন যে-কাণ্ড ঘটাবার প্ল্যান হয়েছিল, তাতে ফিরতে পারত কংগ্রেসি মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং হত্যাকাণ্ডের দুঃস্বপ্ন। তিনদশক আগে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ গিয়েছিল বিয়ন্তের। ওই নৃশংসতার নিখুঁত প্ল্যান ছিল খালিস্তানি জঙ্গিদের। স্বভাবতই তখন প্রশ্ন উঠেছিল গোয়েন্দা ‘ইনপুট’ নিয়ে।
ফিরে এল এতকাল পরে সেই পুরনো প্রশ্নটাই। তখন দায় চেপেছিল বব্বর খালসার উপর। অভিযোগের তির এবারও তাদের দিকে। কারণ, বুধবারের কাণ্ডে বন্দুকবাজটি খালিস্তানি জঙ্গি এবং সে একাধিক গুরুতর অভিযোগে জেলবন্দি ছিল। মুক্তি পাওয়ার পরও সে এতটুকু বদলায়নি। নারায়ণ এখনও উগ্র খালিস্তানি নষ্টামির খুল্লাম খুল্লা সাপোর্টার! খালিস্তানি জঙ্গিদের বেলাগাম সন্ত্রাসকে কেন্দ্র করে কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব, প্রকাশ্য সংঘাতের পর্যায়ে চলে গিয়েছে। কোনও পশ্চিমা রাষ্ট্রের সঙ্গে বৎসরাধিককাল যাবৎ ভারতের এমন দ্বৈরথ স্মরণকালের ভিতরে অভূতপূর্ব। স্বভাবতই বিস্ময় জেগেছে, খালিস্তানি জঙ্গিবাদের এপিসেন্টার যে পাঞ্জাব, সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের বুদ্ধি-বিবেচনা, তৎপরতা এত নিম্নমানের! একজন চেনা জঙ্গি আগ্নেয়াস্ত্র নিয়ে সটান ঢুকে পড়ল স্বর্ণমন্দিরের মতো অত্যন্ত সুরক্ষিত স্থানে। এমনকী ওই দুর্বৃত্ত পৌঁছেও যেতে পারল সুখবীর সিং বাদলের কাছে পর্যন্ত, যাঁর বিশেষ নিরাপত্তা (জেড প্লাস ক্যাটিগরি) রয়েছে! কিন্তু ওই কেন্দ্রীয় বজ্র আঁটুনি কতটা পলকা তা নিমেষে প্রমাণ করে দিল খালিস্তানি জঙ্গি চৌরা।
কানাডা এবং আমেরিকা থেকে বব্বর খালসার তরফে যখন ভারতে হামলার হুমকি চলছে লাগাতার, তখন সেই সংগঠনের প্রাক্তন সক্রিয় সদস্য চৌরার গতিবিধি কেন্দ্রীয় গোয়েন্দাদের র‍্যাডারের বাইরে গেল কী করে? স্বরাষ্ট্র মন্ত্রক পাঞ্জাব পুলিসকে প্রতিমাসেই নাকি নির্দেশিকা এবং ইনপুট পাঠিয়েছে, ‘খালিস্তানি জঙ্গিরা স্লিপার সেলের মাধ্যমে ফের চাঙ্গা। তাদের মদত করছে সেই আদি ও অকৃত্রিম আইএসআই।’ শুধুমাত্র এই কথা মাথায় রেখেই গুরুদাসপুরে সীমান্ত সুরক্ষা অনেকখানি বাড়ানো হয়েছে। অতএব প্রশ্ন, তার সঙ্গে নজরদারির সংগতও যে সমান জরুরি সেটা কে মনে করিয়ে দেবে, পাকিস্তান! সত্যিই বিস্মিত করেছে বুধবারের ঘটনা। সীমান্তে নজরদারি ব্যবস্থা যে অতিশয় দুর্বল, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল চৌরার হিম্মত। কেননা, লোকটি ২০০৪ সালের জেল ভাঙা আসামি। পরবর্তীকালে আরডিএক্স রাখার মতো গুরুতর অপরাধেও জড়িয়েছে তার নাম। এহেন ভয়ঙ্কর জঙ্গি অন্তত পাঞ্জাবের মাটিতে বুক চিতিয়ে ঘুরে বেড়াতে পারে কোন ভরসায়? ২০১৫ সালে ক্ষমতার অপব্যবহার করে ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে ‘সুবিধা’ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বাদলের বিরুদ্ধে। সেজন্য ‘অকাল তখত’ তৎকালীন উপ মুখ্যমন্ত্রীকে স্বর্ণমন্দির সাফাই করার সাজা দেয়। ‘সেবাদার’ ওই উপলক্ষ্যেই পর পর দু’দিন স্বর্ণমন্দিরে যান। কুখ্যাত জঙ্গিটি তখনই বাদলকে তাক করে। শ্যেনদৃষ্টির অধিকারী পুলিসকর্মী যশবীর সিংয়ের মাধ্যমে বাদল দৈবক্রমেই প্রাণ বাঁচাতে পেরেছেন। বিপদটি ঘটে গেলে অশান্তির আগুন কী আকার নিতে পারত, ভাবতেই শিউরে উঠেছেন সবাই। অকাল তখতসহ শান্তিকামী সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে। এ কোনও বাড়তি চাহিদা নয়। মোদ্দা দাবি হল, নিরাপত্তার ক্ষেত্রে যাবতীয় গলদ দূর করতে হবে। বিশেষ নিরাপত্তার অধিকারী এক নেতার অবস্থা যদি এই হয়, তবে অনুমান করা শক্ত নয় যে—নাগরিক সুরক্ষা কোন তলানিতে এদেশে! কেন কাশ্মীরি, খালিস্তানি, মাওবাদী এবং উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে মোদি সরকার পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। গোটা ব্যবস্থার সঙ্গে মোদি-শাহের আস্ফালনের কোনও মিল নেই।
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা