যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
জানা গিয়েছে, এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে, ২০২৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য। সেই তালিকায় রয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটিও। যা একমাত্র বাংলা গান তো বটেই, দেশের তরফেও একমাত্র গান যেটি ২০২৫-এর অস্কারের দৌড়ে রয়েছে।
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত ছবি ‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবস উপলক্ষ্যে গত ১৪ নভেম্বরই মুক্তি পেয়েছিল গানটি। আর ডিসেম্বরের শুরুতেই সামনে এল এই সুখবর। এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারাও।
এই বিষয়ে বর্তমানের তরফে সঙ্গীতশিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘সকাল থেকেই প্রচুর শুভেচ্ছাবার্তা পাচ্ছি। কিন্তু আমার এখনও বিশ্বাসই হচ্ছে না যে, বাংলা গান অস্কারের মঞ্চে মনোনীত হয়েছে। এটাই সবথেকে আনন্দের। তিনি আরও জানান, গানটি তৈরি করেছেন সায়ন চক্রবর্তী। ও কিন্তু প্রথম থেকেই বলছিল, দেখো গানটি অস্কারে যাবে। তবে আমি সেই কথায় বিশেষ আমল দিইনি। তবে এই অস্কারে মনোনয়নের জন্য আমি পরিচালক ইন্দিরাদি ও সায়নকেই কৃতিত্ব দেব। এবার কিছুটা আবেগ তাড়িত হয়ে শিল্পী জানান, অস্কারে মনোনয়ন পাওয়াটাই তাঁর কাছে অনেক। এতে তাঁর দায়িত্ব আরও অনেকটা বেড়ে গেল। বিশ্বমঞ্চে বাংলা গান যে পৌঁছেছে এটাই সাফল্য বলে মনে করছেন ইমন।