যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
শিলিগুড়ি ঘেঁষেই বাংলাদেশ সীমান্ত। এবার সেখানেই প্রতিবাদ শুরু হতে শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। জনবহুল জায়গাগুলির মধ্যে পুরসভা এলাকা অন্যতম। রাস্তায় এদিন বেশকিছু পোস্টার ছড়ানো ছিল। তাতে প্রতিবেশী রাষ্ট্রের প্রধান উপদেষ্টার ছবি। সেখানে অনেকে পানের পিক, থুথু ছেটান। কেউ আবার ছেঁড়া জুতোও ফেলেন। পোস্টারগুলি কারা লাগিয়েছে, তা অবশ্য কারও জানা নেই।
টানা প্রায় চারমাস বাংলাদেশ অভ্যন্তরীণ গোলামালে জেরবার। অবরোধ, বিক্ষোভ, অগ্নিসংযোগ, লুটের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরিবর্তে শান্তির জন্য নোবেলজয়ী ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অর্ন্তবর্তী সরকার গঠন করা হয়েছে। এরপরও অশান্তি কমেনি। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর অশান্তির পারদ আরও চড়েছে। হিন্দুদের ঘরবাড়ি, অফিস, মন্দিরে ভাঙচুর, লুটপাট চলছে। এজন্য অনেক অসহায় হিন্দু পরিবার পালিয়ে উত্তরবঙ্গে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এই অবস্থাতেই এদিন ইউনুসের বিরুদ্ধে শিলিগুড়িতে পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয়দের একাংশ বলেন, ভারতের সহযোগিতাতেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। কিন্তু ওই দেশের একাংশ তা ভুলে গিয়েছেন। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে তারা ভারত বিরোধী অপপ্রচার করছে। শুধু তাই নয়, সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচারও চলছে। এসব কোনওমতেই মেনে নেওয়া যায় না। এজন্যই পাল্টা প্রতিবাদ দানা বেঁধেছে। বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকার অবমাননার দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই পরিস্থিতিতে শিলিগুড়ির এক চিকিৎসক নিজের চেম্বারের সামনে জাতীয় পতাকা টাঙিয়েছেন। তিনি জানান, তাঁর কাছে রোগী দেখাতে এলে জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে। তা না হলে রোগী দেখবেন না। এই অবস্থায় উত্তরবঙ্গের সীমান্তবর্তী গ্রামে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। পাশাপাশি, অশান্তির ধাক্কায় বাংলাদেশের সঙ্গে ভারতের বৈদেশিক বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফুলবাড়ি, চ্যাংরাবান্ধা, হিলি ও মহদিপুর স্থলবন্দরে পণ্যবোঝাই ট্রাকের সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে বলে জানান পশ্চিমবঙ্গ এক্সপোর্টার কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা।