নিজস্ব প্রতিনিধি, বারাসত: সঠিক সময়ে স্কুলের দরজা খোলে না। পড়ুয়ারা মিড ডে মিলে পায় না পর্যাপ্ত খাবার। এমন একাধিক অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্বরূপনগর থানার গোবিন্দপুর পূর্বপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। পরে বিডিও ও ব্লক প্রশাসনের আধিকারিকরা গিয়ে সমস্যা দূর করার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গোবিন্দপুর পূর্বপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন আগে তৈরি হয়েছিল। এখানে পড়ুয়ার সংখ্যা ভালোই। অভিযোগ, প্রধান শিক্ষকের ব্যবহার ভালো নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে গাফিলতি রয়েছে তাঁর। এ নিয়ে শিক্ষাদপ্তরে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তারপরেও শোধরাননি প্রধান শিক্ষক সন্দীপ পালিত। এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। ফলে অচলাবস্থা তৈরি হয়েছে স্কুলে। এই অবস্থার অবসানে এবং দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে পথে নামেন অভিভাবক ও এলাকার বাসিন্দারা। শিক্ষক-শিক্ষিকারা স্কুলে থাকাকালীন গেটে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। তাতে শামিল হয় পড়ুয়ারাও। বিক্ষোভকারী সিরাজ সর্দার ও মকবুল হোসেন বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই অচলাবস্থা তৈরি করে রেখেছেন। পর্যাপ্ত মিড ডে মিল দেওয়া হয় না। তাহলে এত টাকা যাচ্ছে কোথায়? তাছাড়া স্কুলের উন্নয়নে তিনি কোনও ব্যবস্থা নেননি। তাঁকে অপসারণের দাবিতে আমরা বিক্ষোভ দেখিয়েছি। এর আগে শিক্ষাদপ্তরেও নালিশ জানানো হয়েছে।
যদিও অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সন্দীপ পালিত। তিনি বলেন, আমার বিরুদ্ধে কেন এই ধরনের অভিযোগ করা হচ্ছে, জানি না। সব অভিযোগই মিথ্যা। সরকারি নিয়ম মেনেই আমি সব কাজ করি। -নিজস্ব চিত্র