সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
অন্যদিকে, ২০১৩ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন সুদীপ্তা। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার দপ্তরকে ইমেল মারফৎ তা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সঙ্গে ফিরিয়ে দিতে চেয়েছেন প্রাপ্ত ২৫ হাজার টাকাও। অভিনেত্রী বলেন, ‘যখন পুরস্কার পেয়েছিলাম, ভেবেছিলাম যোগ্যতা অনুযায়ী দেওয়া হল। তবে পুরস্কার নেওয়ার অর্থ যদি চুপ করে থাকা হয়, তাহলে তাতে আমি রাজি নই। মাননীয় বিধায়ক যখন এই পরিস্থিতিতে রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার কথা জানান, সিদ্ধান্ত তখনই নিয়েছিলাম।’
পাশাপাশি চলতি বছরই ‘দায় আমাদেরও’ নাটকের জন্য সেরা নির্দেশক হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার পান বিপ্লব। তিনিও সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিপ্লব বলেন, ‘আর জি কর কাণ্ডে সরকার ও পুলিসের কাজে আমি লজ্জিত। আমার একসময়ের নাটকের বন্ধু, এখনকার বিধায়ক কাঞ্চনের সরকারি পুরস্কার সংক্রান্ত বক্তব্য শোনার পর আমার কাছে এই পুরস্কার বোঝা বলে মনে হচ্ছে।’ তিনি আরও জানান, সরকার পুরস্কারের বিনিময়ে তাঁর কাছে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল। সেই চাহিদা এবং প্রাপ্ত পুরস্কার দুটোই প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন। পুরস্কারের সঙ্গে প্রাপ্ত ৩০ হাজার টাকাও অবিলম্বে ফিরিয়ে দিতে চান তিনি।