কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
অভিশপ্ত রায়চৌধুরী পরিবার। এই পরিবারের রাজমাতা চন্দ্রলেখা। এই চরিত্রে দেখা যাবে তনুকা চট্টোপাধ্যায়কে। তান্ত্রিক মহাকালের অভিশাপ রয়েছে এই পরিবারের উপর। তৃতীয় প্রজন্মের কোনও পুত্রসন্তান ১৩ বছরের বেশি বাঁচবে না। চন্দ্রলেখার নাতি সূর্যদেব। তাহলে কি মহাকালের অভিশাপ ফলবে? আবার এই বাড়ির মালি নকুলের মেয়ে লগ্না। গল্পে গোদের উপর বিষ ফোঁড়ার মতো প্রতিশোধ নেওয়ার জন্য রয়েছে মহাকালের স্ত্রী অবন্তিকা। সব মিলিয়ে প্রেম, বন্ধুত্ব, কালাজাদু সবই থাকছে।
ধারাবাহিকটির গল্পকার সায়ন্তনী পূততুণ্ড। ‘সিংহলগ্না’র মাধ্যমেই ডেলি সোপের গল্পকার হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।