কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
শামসুল হুদা রোডের বাসিন্দা, একাদশ শ্রেণির এক ছাত্র এবং ধাপা এলাকার একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীর দাবি, বৃষ্টি হলেই এলাকায় জল জমে। তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি গুরুত্ব সহকারে নজরদারি করা হচ্ছে বলে তাঁদের আশ্বস্ত করেন মেয়র। এক ছাত্র এলাকার পুর-স্বাস্থ্যকেন্দ্রে মহিলা রোগ বিশেষজ্ঞ রাখার দাবি জানায়। আরেকজনের দাবি, পুরসভা সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করে দিক। এই দাবি মেটানোর আশ্বাসও দিয়েছেন মেয়র। গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ নিয়ে দাবি জানালে তাদের অভিনন্দন জানান মেয়র। শ্রবণ প্রতিবন্ধীরা যাতে শহরের বিভিন্ন জায়গায় সহজে যাতায়াত করতে পারে এবং পরিষেবা পায়, সেই দাবিও ওঠে। কেউ কেউ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সুন্দর করে সাজানোর দাবি তোলে। তারা একগুচ্ছ লিখিত দাবিও এদিন তুলে দেয় ‘মেয়র আঙ্কেল’ ফিরহাদের হাতে। আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বলা হয়, শিশুরা তাদের পছন্দ মতো দাবি মেয়রের কাছে রেখেছেন। মেয়র উত্তর দিয়েছেন। কিছু দাবি মেটানোর আশ্বাসও দিয়েছেন।