কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ
এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই মঞ্চের অপর প্রান্ত থেকে উঠে এলেন ডাঃ মীরা কাপুর (রসিকা দুগ্গল)। আকর্ষের স্ত্রী। তাঁর দৃপ্ত কণ্ঠে ভেসে এল, ভালোবেসে বিয়ে করেছিলাম দু’জনে। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু হঠাৎই সব বদলে গেল। বুঝতে পারলাম আকর্ষ অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি প্রতারণার স্বীকার হলাম। আকর্ষ আমার বা আমাদের পরিবারের কথা বিন্দুমাত্র চিন্তা করল না। এবার আমার কী করা উচিত? আমি সবকিছু ভুলে যাব? ঝামেলা করব? নাকি ক্ষমা করে দেব? হট স্টার ভিআইপি-র নতুন ওয়েব সিরিজ ‘আউট অব লাভ’-এর মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে চোখের সামনে এমনই নাটকীয় লাইভ পারফরম্যান্সের সাক্ষী হওয়া গেল।
নতুন এই ওয়েব সিরিজটির মূল চরিত্রে অভিনয় করছেন রাসিকা দুগ্গল এবং পূরব কোহলি। অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোনি রাজদান, হর্ষ ছায়া, অঞ্জন শ্রীবাস্তব, সংঘমিত্র হিতৈষীর মতো অভিনেতাকে। পরিচালক তিগমাংশু ঢুলিয়া এবং আইজাজ খান। ওয়েব সিরিজটির প্রযোজনা করছে বিবিসি স্টুডিও। আগামী ২২ নভেম্বর থেকে স্ট্রিমিং হবে ‘আউট অব লাভ’।
ওয়েব সিরিজটির ট্রেলার যাঁরা দেখেছেন বা এতক্ষণ লেখাটা পড়লে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরকীয়া, সন্দেহ, পারিবারিক কলহ ইত্যাদি বিষয়গুলিকে মূলধন করেই বেড়েছে এই সিরিজের কাহিনী। আজন্মকাল ধরে বিভিন্ন নাটক, ছবি, সাহিত্যে উঠে এসেছে এই ভাবধারা। তবে ফের কেন? নির্মাতাদের কথায়, আগে এমন বিষয় নিয়ে কাজ হলেও এমনভাবে এই বিষয়টিকে মানুষের সামনে আনা হয়নি। এই ওয়েব সিরিজটিকে থ্রিলার ড্রামা বলা যেতে পারে। এরমধ্যে সম্পর্কের দ্বন্দ্বকে খুব যত্ন করে তুলে ধরা হয়েছে। এখানে দর্শকরা সম্পূর্ণ নতুন স্বাদ পাবেন।
বিবিসি-র জনপ্রিয় অনুষ্ঠান ‘ডঃ ফস্টার’-এর অবলম্বনে তৈরি ‘আউট অব লাভ’। স্টার ইন্ডিয়া হিন্দির প্রধান গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা কোনওভাবেই অন্ধ অনুকরণ নয়। ডঃ ফস্টার-এর গল্পটিকে কাঠামো বানিয়ে গোটা অনুষ্ঠানটির ভারতীয়করণ হয়েছে। ভীষণ পরিশ্রম করেছেন সকলে। আশা করছি ভালো লাগবে।’
সিরিজটির অন্যতম পরিচালক আইজাজ খান এই প্রথম ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বললেন, আমি মানুষের সম্পর্ক, অভ্যন্তরীণ দ্বন্দ্বকে পর্দায় ফুটিয়ে তুলতে ভালোবাসি। এখানেও সেই চেষ্টাই করেছি।
মির্জাপুর, দিল্লি ক্রাইমের মতো জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে অনেকেরই নয়নের মণি হয়ে উঠেছেন অভিনেত্রী রাসিকা দুগ্গল। তাই দর্শকের প্রত্যাশার চাপ সবসময়ই তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। তাঁর কথায়,‘আমি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চেষ্টা করি। মীরা চরিত্রটিও একেবারে অন্যরকম। আমার কাজ করতে খুব ভালো লেগেছে।’ নিজের কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে পূরব বললেন, ‘এটা থ্রিলার ড্রামা। এখানে প্রতিটি চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে। প্রতিটি চরিত্রকে সাদা-কালোর মতো সহজ-সরল ভঙ্গিমায় না সাজিয়ে ধূসর রং দেওয়া হয়েছে।’
দেখা যাক ‘আউট অব লাভ’ শুধুই রিপু সর্বস্ব হয়ে দাঁড়ায় নাকি সম্পর্কের দ্বন্দ্বের এক সার্থক উত্তরণ! তবে দর্শকের নজর কাড়বে এই ওয়েব সিরিজ, সেই ব্যাপারে সন্দেহ নেই। কারণ সকলেরই একটা বারান্দা থাকে!