কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ
মালদহের ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক এবং আইন-শৃঙ্খলা) শুভতোষ সরকার বলেন, আদিবাসী সংগঠনের ডাকে আদিবাসী অধ্যুষিত ব্লকে ৩৪ জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে অবরোধ করা হয়েছিল। তাঁদের দাবি-দাওয়া গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়ে আমরা অবরোধ তুলে দিয়েছি। ট্রাফিক জ্যাম ছাড়া কোথাও কোনোওরকম বিশৃঙ্খলা হয়নি। শান্তিপূর্ণভাবেই অবরোধ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায় ।
এ বিষয়ে রাজ্য ঝাড়খন্ড দিশম পার্টির ভাইস প্রেসিডেন্ট মোহন হাঁসদা বলেন, আমাদের বেশ কিছু ইস্যু রয়েছে। কিন্তু জেলা প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ সফরে আসছেন শুনেই আমরা পথ অবরোধ করেছি। আমরা আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাইছি। আমাদের মূল দাবি হচ্ছে, সাঁওতালি ভাষায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠনপাঠন শুরু করতে হবে কিন্তু সেটি এখন ও হয়নি।এছাড়াও সারনা ধর্মের স্বীকৃতি এবং অনেকে গরিব মানুষ চাকরি না পেয়ে টোটো চালাচ্ছেন,কিন্তু স্থানীয় প্রশাসন শহরের চলাচলের অনুমতি দিচ্ছে না। সেবিষয়টিও গুরুত্ব দিয়ে প্রশাসন দেখুক। এদিন প্রশাসন লিখিত আশ্বাস দিয়েছে । সমস্যা সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাঁটব ।
ঝাড়খন্ড দিশম পার্টির হবিবপুর ব্লক সভাপতি দিলীপ টুডু বলেন, অন্যান্য ধর্মীয় ক্ষেত্রে ভাতা দেওয়া হয় । আমাদের মাঝি বাবারা ভাতা পান না। তাঁদের ভাতার দাবি সহ একাধিক ইস্যুতে আন্দোলন হয়েছে এদিন। প্রশাসন আমাদের দাবি মেটাক, এটাই আমরা চাইব।
এদিন সকাল ১১ টা নাগাদ গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুড়ি মাইল এলাকায় পথ অবরোধ হয়। সেখানে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তার কিছুক্ষণ পর ৩৪ নম্বর জাতীয় সড়ক চিনিদানা মোড় এবং গাজলের আলমপুরে পথ অবরোধ করা হয়। আলমপুর গাড়ি ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ। সেখানে সেনাবাহিনীর একটি স্কুল বাস আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। পরে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গাজোলের বামনগোলা মোড়েও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় জেডিপি। পুরাতন মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়কে পৌনে বারোটা নাগাদ অবরোধ শুরু হয়। সেখানে রাস্তায় প্ল্যাকার্ড হাতে মহিলা ও পুরুষরা বিক্ষোভ দেখান। একই সময়ে বামনগোলা ব্লকের কারসো মোড়ে ৪০ জন আদিবাসী বিক্ষোভ প্রদর্শন করেন। তার ফলে মালদহ -নালাগোলা রাজ্য সড়কে যানজট তৈরি হয়। হবিবপুরের ১১ মাইলে সশস্ত্র বিক্ষোভ দেখানো হয়। অস্ত্র হাতে রাস্তার উপর দাঁড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তির, ধনুক, হাঁসুয়া নিয়ে পথ অবরোধ সফল করতে তাঁরা নেমে পড়েন। বিক্ষোভকারীদের হাতে অস্ত্র দেখে এলাকা থমথমে হয়ে যায়। আদিবাসীদের আন্দোলন এদিন ১১টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলে। তাতে জেলাজুড়ে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।