কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ
ছোট্ট বক্তৃতায় তাঁকে সমর্থন করার জন্য বৌদ্ধ ধর্মগুরুদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন সিংহলীদেরও। নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমি জানতাম, সিংহলী সংখ্যাগরিষ্ঠ এলাকার সমর্থন পেলেই আমি জিততে পারব। সংখ্যালঘুদের কাছেও সমর্থন চেয়েছিলাম। কিন্তু, তারা আমাকে সমর্থন করেনি। তবে, আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে, রাষ্ট্রপতি হিসেবে আমি সকলের জন্য কাজ করব।
রাজাপাকসেই প্রথম রাষ্ট্রপতি, যিনি কলম্বোর বাইরে শপথ নিলেন। সোমবার, তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অনুরাধাপুরা শহরের রুওয়ানওয়েলি স্তুপে। গোটা বিশ্বের বৌদ্ধদের কাছে এই স্তুপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, সংখ্যাগরিষ্ঠ সিংহলী এলাকাগুলি থেকে তিনি বিপুল জনসমর্থন পেয়েছেন। সেকথা মাথায় রেখেই এই জায়গাটি নির্বাচন করা হয়েছে। এদিকে, বৌদ্ধধর্মকেই অগ্রাধিকার দেওয়ার কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গোতাবায়া। তিনি জানান, দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি সমস্ত ধর্মকে রক্ষা করবেন। তার মধ্যে সর্বাগ্রে থাকবে বৌদ্ধধর্ম। প্রসঙ্গত, গোতাবায়া হলেন প্রাক্তন রাষ্ট্রপতি মহিন্দ্রা রাজাপাকসের ভাই।