৫০তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তিনজন জাতীয় পুরস্কার প্রাপ্ত কস্টিউম ডিজাইনার আলোচনা করবেন। তাঁদের আলোচনার বিষয় হল চলচ্চিত্রে পোশাক তৈরি করার ধরন। একটা চরিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তোলার জন্য পোশাকের বিরাট ভূমিকা থাকে। সেই পোশাক তৈরি করার সময়, কত ধরনের গবেষণা করতে হয়, এই বিষয়টিও তাঁদের আলোচনায় উঠে আসবে। এই আলোচনাসভায় থাকবেন ডলি আলুওয়ালিয়া। তিনি ‘ব্যান্ডেড কুইন’ এবং ‘হায়দার’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। থাকছেন আনা সিং। ‘তাজমহল: অ্যান ইটারনাল লাভ স্টোরি’ এবং ‘উমরাওজান’-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ইনি। এছাড়াও থাকবেন ইন্দ্রাক্ষী পট্টনায়েক মালিক। এই ডিজাইনার তেলুগু ছবি ‘মহানতি’র জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
ডলি বললেন, ‘এই আলোচনাসভায় আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কথা বলব। আমার জীবনের অভিজ্ঞতা, কেমনভাবে একটা চরিত্রকে ফুটিয়ে তুলি সেসব নিয়ে আলোচনা হবে। যেহেতু আমি একজন অভিনেতা, তাই পুরো বিষয়টার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি। ১৬ বছর বয়স থেকে কাজ করছি, আজ ৬০ বছর বয়সে এসে পুরো কেরিয়ারের কথা বলব।’