Bartaman Patrika
হ য ব র ল
 

বারাকপুরেই এশিয়ার 
প্রথম চিড়িয়াখানা
সঞ্জয় চট্টোপাধ্যায়

গরমের ছুটি শেষ হয়ে গেল। কিন্তু ছুটি মানেই দেদার মজা। সময়, সুযোগ বুঝে দলবেঁধে বেরিয়ে পড়া। দূরে না হলেও কাছেপিঠে কোথাও। আর, শহরের মধ্যে সারাদিন হইচই করার মতো জায়গারও তো অভাব নেই। যেমন, আলিপুরের চিড়িয়াখানা বা ইকো পার্ক। তবে, নিত্যনতুন পার্ক আর শপিং মলের রমরমার যুগেও চিড়িয়াখানার আকর্ষণই যেন একটু আলাদা। দশকের পর দশক ধরে আবালবৃদ্ধবনিতার মন জয় করে রেখেছে কলকাতার কেন্দ্রস্থলের এই শতাব্দী প্রাচীন পশুশালা। কিন্তু, তোমরা কি জানো? আলিপুর চিড়িয়াখানা নয়, এশিয়ার মধ্যে প্রাচীনতম হল বারাকপুরের চিড়িয়াখানা। যদিও বর্তমানে এটির কোনও অস্তিত্ব নেই। ঘন জঙ্গলের আড়ালে ঢাকা পড়েছে অতীতের সেই স্মৃতি। লন্ডনের চিড়িয়াখানা চালু হয়েছিল ১৮২৮ সালে। আর, বারাকপুর চিড়িয়াখানা তৈরি হয় তারও অনেক আগে— ঊনবিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে। বিশ্বের চিড়িয়াখানাগুলির মধ্যে তখন এটিই ছিল চতুর্থ। প্রখ্যাত ইতিহাসবিদ অমিতাভ কারাকুনের বই থেকে এই চিড়িয়াখানা সম্বন্ধে বিশদে জানা যায়।
১৭৯৮ থেকে ১৮০৫ সাল পর্যন্ত লর্ড ওয়েলেসলি ছিলেন ভারতের গভর্নর জেনারেল। সেই সময় তাঁর উদ্যোগেই বারাকপুরে গঙ্গার ধারে ছবির মতো সাজানো বাগানের ১ হাজার ৬ বিঘা জমিতে চিড়িয়াখানা গড়ে তোলার কাজ শুরু হয়। বর্তমানে যার পরিচয় লাট বাগান বা মঙ্গল পাণ্ডে পার্ক হিসেবে। এই বাগানের পাশেই তাঁর থাকার জন্য তৈরি হয় প্রাসাদোপম বাড়ি। পরে এই বাড়িটির নামকরণ হয় বারাকপুর গভর্নমেন্ট হাউস। ১৮০২-’০৩ সালে শুরু হয় বাগানবাড়ি তৈরির কাজ। কিন্তু, খরচের বহর দেখে ওয়েলেসলিকে বড়লাট পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 
কেন এই চিড়িয়াখানা গড়ার পরিকল্পনা নিয়েছিলেন ওয়েলেসলি? জানা যায়, ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের জন্য তিনি একটি ন্যাচারাল রিসার্চ সেন্টার (‘ন্যাশনাল হেরিটেজ অব ইন্ডিয়া’) গড়তে চেয়েছিলেন তিনি। যেমন ভাবা, তেমন কাজ। গার্ডেনরিচে যে পশু সংগ্রহশালা গড়েছিলেন (১৮০০-১৮০৪), সেটাই তিনি তুলে আনলেন বারাকপুরে। গঙ্গার মনোরম পরিবেশে গড়ে ওঠে চিড়িয়াখানা। কোম্পানির কর্মচারীদের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জীবজন্তু সংগ্রহ শুরু হয়। খাঁচার গায়ে প্রত্যেক প্রজাতির প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা থাকত ইংরেজি, উর্দু ও বাংলা ভাষায়। যাতে সবার বুঝতে সুবিধা হয়। বিশিষ্ট স্কটিশ চিকিৎসক তথা প্রাণীতত্ত্ববিদ ফ্রান্সিস বুকানন হ্যামিলটনের উপর পড়ে চিড়িয়াখানার পশু-পাখিগুলির রক্ষণাবেক্ষণের ভার। জীবজন্তুর ছবি আঁকার জন্য নিয়োগ করা হয় এক চিত্রকরকেও। জানা যায়, চার্লস ডি’ওইলি জল রং ব্যবহার করে এই চিড়িয়াখানার ছবি এঁকেছিলেন। শুধু তাই নয়, বিশিষ্ট ফরাসি উদ্ভিদতত্ত্ববিদ ভিক্টর জ্যাকমেঁ এই উদ্যান পরিদর্শন করেছিলেন। স্যার স্ট্যামফোর্ড রাফেল ১৮১০ সালে এখানে এসে প্রথম টাপির শিকার করেন। বারাকপুরের এই চিড়িয়াখানার ব্যবস্থাপনা দেখে লন্ডনের চিড়িয়াখানার কর্তৃপক্ষও অনুপ্রাণিত  হয়েছিলেন। 
ওয়েলেসলি দেশে ফিরে (১৮০৫) যাওয়ার পরের বছরই ছুটি নেন বুকানন। এরপর ১৮০৮ সাল পর্যন্ত এই চিড়িয়াখানার দায়িত্ব সামলান ডাঃ ফ্লেমিং এবং এশিয়াটিক সোসাইটির তৎকালীন সদস্য উইলিয়াম লয়েড গিরনিস। এরপরও আরও প্রায় ৬০ বছর এই চিড়িয়াখানার অস্তিত্ব ছিল। ১৮১০ সালে মারিয়া গ্রাহাম বারাকপুরে বেড়াতে এসেছিলেন। তাঁর লেখায় পেলিকান, ফ্লেমিংগো সহ একাধিক পশু-পাখির উল্লেখ রয়েছে। ১৮১২ সালে লর্ড মিন্টো তাঁর বিবাহবার্ষিকী পালন করেছিলেন এই চিড়িয়াখানায়। ১৮১৪-তে লেডি নুজেন্টের বর্ণনাতেও রয়েছে কালোচিতা, উটপাখির কথা। ১৮১৭-’১৮ সালে ফ্রান্সিস রডন হেস্টিংস এখানে নতুন পক্ষীশালা তৈরি করেন। এরপর ১৮২২ সালে নতুন খাঁচা তৈরি করে আরও জীবজন্তু এনে সাজিয়ে তোলেন এই চিড়িয়াখানাকে। তখন এর আয়তন বেড়ে হয় ৩০০ একর। লর্ড আমহার্স্ট বড়লাট হয়ে আসার পরও এই চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণে প্রথমদিকে কোনও সমস্যা হয়নি। কিন্তু, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর বিপুল খরচ নিয়ে প্রশ্ন তোলে। তখন বাধ্য হয়েই আফ্রিকার সিংহ এবং একাধিক বাঘ বিলিয়ে দিতে হয় দেশীয় রাজাদের মধ্যে। বড়লাট লর্ড বেন্টিঙ্কের এই চিড়িয়াখানা সম্বন্ধে কোনও উৎসাহ না থাকলেও লর্ড ক্যানিং চেষ্টা করেছিলেন এটির হাল ফেরানোর। কিন্তু, তাঁর আমলের পর থেকেই এই চিড়িয়াখানার হাল দ্রুত খারাপ হতে থাকে। 
বিশ্বের বিভিন্ন শহরের চিড়িয়াখানা দেখে উৎসাহিত হয়ে কলকাতার ব্রিটিশ সম্প্রদায়ও একটি চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগী হন। ১৮৪১ সালের জুলাইয়ে ‘ক্যালকাটা জার্নাল অব ন্যাচারাল হিস্ট্রি’ পত্রিকায় কলকাতায় একটি চিড়িয়াখানা স্থাপনের দাবি তোলা হয়। শেষপর্যন্ত ১৮৭৩ সালে লেফটেন্যান্ট গভর্নর স্যর রিচার্ড টেম্পল কলকাতায় চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব দেন। এশিয়াটিক সোসাইটি ও এগ্রি হর্টিকালচার সোসাইটিকে যৌথভাবে জমি দেওয়া হয় আলিপুর চিড়িয়াখানাটি গড়ে তোলার জন্য। ১৮৭৬ সালের ১ জানুয়ারি (মতান্তরে ২৭ ডিসেম্বর, ১৮৭৫) প্রিন্স অব ওয়েলস সপ্তম এডওয়ার্ড কলকাতার আলিপুর অঞ্চলে আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানার উদ্বোধন করেন। ১৮৭৬ সালের ৬ মে চিড়িয়াখানাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় ভারতীয় রেল স্টেশনগুলির বৈদ্যুতিকরণের দায়িত্বে ছিলেন জার্মান ইলেকট্রিসিয়ান কার্ল লুইস সোয়েন্ডলার। তাঁর ব্যক্তিগত উদ্যানের পশুপাখি এই চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। ব্রিটিশ ও ভারতীয় অভিজাত ব্যক্তি, সাধারণ মানুষের কাছ থেকেও উপহার গ্রহণ করা হয়। পরে ১৮৮৬ সালে বারাকপুরের চিড়িয়াখানার জীবজন্তুগুলিও এখানে আনা হয়। নবকলেবরে পথ চলা শুরু হয় আলিপুর ঩চিড়িয়াখানার। ক্রমে বাড়তে থাকে এর আকর্ষণ, জনপ্রিয়তা। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে বারাকপুরের চিড়িয়াখানা। তবে বারাকপুরের ‘চিড়িয়া মোড়’ এখনও সেই স্মৃতি বহন করে চলেছে।
26th  June, 2022
বিজ্ঞানীদের বিজ্ঞানী

মুখভর্তি সাদা দাড়ি। শেপ করা বলতে যা বোঝায় তার ছিটেফোঁটা চিহ্ন মাত্র নেই। কাঁচা পাকা উস্কো খুস্কো চুল। মুখমণ্ডলের শান্ত স্বভাব। চেহারায় আগাগোড়া বাঙালিয়ানা।
বিশদ

07th  August, 2022
বর্ষার মজা
 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের শান্তিপুর। বর্ষায় নদী-নালা-খাল-বিল জলে ভরে ওঠে। পড়ার ফাঁকে ছুটির দিনে ছিপ নিয়ে চলে মাছ ধরা। আর বর্ষার জলে টইটম্বুর পুকুরে বন্ধুদের সঙ্গে চলে দাপাদাপি
বিশদ

07th  August, 2022
প্রধান শিক্ষকের কলমে
শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল 

 শান্তিপুর। এক প্রাচীন জনপদ। পুরাতত্ত্বের পাশাপাশি ধর্মচর্চার অজস্র নিদর্শন ছড়িয়ে রয়েছে নদীয়া জেলার এই মফস্‌সল শহরে। সেই শান্তিপুরকে আরও সমৃদ্ধ করেছে ‘শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল’।
বিশদ

07th  August, 2022
রাখি বন্ধন

১৯০৫ সালে রাখিবন্ধন উৎসব পালনের উদ্দেশ্যে এই বিখ্যাত গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে, সেই রাখিবন্ধন উৎসবটি পালিত হয়েছিল সম্পূর্ণ এক অন্য উদ্দেশ্যে।
বিশদ

07th  August, 2022
ব্রহ্মাণ্ডের অজানা অতীতের খোঁজে

যে যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুকে স্পষ্ট দেখা যায়, তাকে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র বলে। এটি দূরবর্তী বস্তু থেকে নির্গত বিকিরণ সংগ্রহ, পরিমাপ ও বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। টেলিস্কোপ সাধারণত লেন্স ও দর্পণ অর্থাৎ আয়নার সাহায্যে তৈরি করা হয়। বিশদ

24th  July, 2022
রকমারি   হবি
রংবেরঙের  পাখির  মেলা

ক্লাস এইটের পল্টুর আজ ভারী মজা। গোটা বাড়ি জুড়ে একপ্রকার নেচেই বেড়াচ্ছে সে। কোথা থেকে একটা পাখি তাদের বাড়ি উড়ে এসেছে। গায়ের রং কচি কলাপাতার মতো সবুজ। পিঠের দিকে, ডানার কাছে কালো রঙের ছিট ছিট দাগ। মনে হচ্ছে কেউ যেন নিব পেন থেকে তার গায়ে কালি ছিটিয়ে দিয়েছে। বিশদ

24th  July, 2022
হেঁটে চলে বেড়ানো গাছ

ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই জীবনবিজ্ঞানে প্রাণী ও উদ্ভিদের পার্থক্য পড়েছে। সেখানে পরিষ্কার লেখা রয়েছে, উদ্ভিদ স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে না। কিন্তু প্রাণী গমনে সক্ষম। অর্থাত্ গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের ইচ্ছা মতো ঘুরে ফিরে বেড়াতে পারে না। বিশদ

24th  July, 2022
দাদুদের 
ছেলেবেলা
তপনকুমার দাস

হইহই করে বড়দাদুর ঘরে ঢোকে শুভমরা। শুভম, রনি, সৌম্য, সৌরভ, রাহুল, সৃজা আর বরেণ্যা। সবাই জেঠতুতো, খুড়তুতো ভাই-বোন। বরেণ্যাই শুধু বড়পিসির মেয়ে। গরমের ছুটি কাটাতে আরামবাগ থেকে কলকাতায় এসেছে সে মামার বাড়িতে।  বিশদ

17th  July, 2022
চলমান পাওয়ার হাউস
দেবজ্যোতি রায়

তোর মোবাইল ফোনটা তো দারুণ। এতক্ষণ পাবজি, ফ্রি ফায়ার খেলার পরেও এইটুকু চার্জ ফুরাল মাত্র। ৭০০০ মিলিআম্পায়ার বুঝি? পড়ার ফাঁকে বা অবসর সময়ে আজকের জেন ওয়াই প্রজন্মের কচিকাঁচাদের আড্ডায় এই কথাগুলোই উঠে আসে। বিশদ

17th  July, 2022
যন্ত্র  যখন  পোষ্য
সোমা চক্রবর্তী

সভ্যতার চাকা এগিয়ে চলেছে মানুষের স্পর্শে। নির্দিষ্ট করে বলতে গেলে মানুষের বুদ্ধির জোরে। সবার উপরে তার অনুভূতি। সে ভালোবাসতে জানে, সে কাঁদতে জানে, সে আপন করে নিতে জানে— তার সর্বোত্তম গুণ মনুষ্যত্ব। মানুষ পারে অন্য প্রাণীকে পোষ্য করে তুলতে। বিশদ

17th  July, 2022
স্টিকারের রংচঙে সফর
শৌণক সুর

ছোট্ট বন্ধুরা, তোমাদের নানা ধরনের হবি। কেউ তোমরা ডাকটিকিট জমাও তো কেউ আবার কয়েন। একসময় পড়ুয়াদের মধ্যে একটা কমন হবি দেখা যেত। যা অবশ্য কালের ফেরে এখন বেশ কিছুটা ফিকে হয়ে এসেছে। সেটা হল স্টিকার বা জলছবি জমানো। স্কুলের সামনে স্টিকার বিক্রির একাধিক দোকান থাকত।​​​​​​ 
বিশদ

10th  July, 2022
ভার্চুয়াল রিয়েলিটির দেশে

ছোট্ট বন্ধুরা, এতদিনে তোমরা সবাই নিশ্চয়ই ‘লগান’ ছবিটা দেখে ফেলেছ। ক্যাপ্টেন রাসেলের টিমকে ক্রিকেট মাঠে হারিয়ে ভুবন ও তার দলবলের লগান মকুব করার বিজয়কাহিনি। ব্রিটিশ শাসন ব্যবস্থায় গরিব ভারতীয় চাষিদের অজন্মার বছরেও খাজনা দিতে হতো।  বিশদ

10th  July, 2022
স্কুলের হুল্লোড়
বেলগাছিয়া মনোহর একাডেমি

আমাদের স্কুলে যখন গরমের ছুটি এগিয়ে এল, তখন অন্যদের মতো আমিও খুব খুশি হয়েছিলাম। কিন্তু কিছুদিন পর থেকে আর ভালো লাগছিল না। খালি মনে হচ্ছিল কবে স্কুল খুলবে।
বিশদ

03rd  July, 2022
হ্যাপি হ্যাপি

ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন, ‘অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে।’
বিশদ

03rd  July, 2022
একনজরে
স্ত্রী’র প্রেমিক সন্দেহে এক ব্যক্তিকে কাটারি দিয়ে কোপালেন ওই বধূর স্বামী। এতে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বাঁশবেড়িয়া গড়পাড়ে। সুব্রত মণ্ডল নামে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ...

মারা গেলেন চীনে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত উ মিয়ো থান্ট পে। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। শনিবারই ইউনান প্রদেশের স্থানীয় এক আধিকারিকের সঙ্গে বৈঠকে দেখা গিয়েছিল থান্ট পে-কে। এই নিয়ে গত এক বছরে চীনে নিযুক্ত চার বিদেশি দূতের মৃত্যু হল। ...

স্কুলে মিড ডে মিল প্রকল্প ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে  খাদ্য সরবরাহ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক এব্যাপারে চিঠি দিয়েছে শিক্ষা, মহিলা এবং ...

দীর্ঘ টালবাহানার পর মহারাষ্ট্রে সরকার গঠন করেছেন একনাথ সিন্ধে ও দেবেন্দ্র ফড়নবিশ জুটি। মন্ত্রিসভা তৈরির পর ২৪ ঘণ্টাও কাটেনি। এরইমধ্যে তিনমন্ত্রীকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শাসক জোটের গুরুত্বপূর্ণ নেতারাই একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বিদ্যায় শুভ। যে কোনও কর্মে উপার্জন বাড়বে। ব্যবসার গতি ও আয় বাড়বে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬০- বিশিষ্ট সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ ভাতখন্ডের জন্ম
১৮৯৪- ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ভিভি গিরির জন্ম
১৯৩৬-  বিশিষ্ট  সঙ্গীতশিল্পী ইলা বসুর জন্ম
১৯৬৩- ‘ডাকাত রানি’ ফুলন দেবীর জন্ম
১৯৮০- পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৭.৬৯ টাকা ৮১.২০ টাকা
পাউন্ড ৯৩.৬৯ টাকা ৯৮.২৬ টাকা
ইউরো ৭৯.০১ টাকা ৮২.৮৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
09th  August, 2022
পাকা সোনা (১০ গ্রাম) ৫৩,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫০,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫১,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৯,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৯,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ শ্রাবণ, ১৪২৯, বুধবার, ১০ আগস্ট ২০২২। ত্রয়োদশী ২২/৩২ দিবা ২/১৬। পূর্বাষাঢ়া নক্ষত্র ১১/১ দিবা ৯/৪০। সূর্যোদয় ৫/১৫/১১, সূর্যাস্ত ৬/৮/৫৩। অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে পুনঃ ৯/৩২ গতে ১১/১৬ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে ৫/১৭ মধ্যে। রাত্রি ৬/৫৪ গতে ৯/৬ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৫০ গতে ৩/৩৪ মধ্যে। রাত্রি ৯/৬ গতে ১০/৩৫ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ১/১৯ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৩/৫১ মধ্যে। 
২৪ শ্রাবণ, ১৪২৯, বুধবার, ১০ আগস্ট ২০২২। ত্রয়োদশী দিবা ১২/২১। পূর্বাষাঢ়া নক্ষত্র দিবা ৮/৩৮। সূর্যোদয় ৫/১৪, সূর্যাস্ত ৬/১২। অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে ও ৯/৩২ গতে ১১/১৪ মধ্যে ও ৩/২৮ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/১ মধ্যে ও ১/৩২ গতে ৫/১৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৬ গতে ৩/২৮ মধ্যে এবং রাত্রি ৯/১ গতে ১০/৩১ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ১০/৬ মধ্যে ও ১১/৪৩ গতে ১/২০ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৩/৫১ মধ্যে। 
১১ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাখি পূর্ণিমায় কম চলবে মেট্রো
আগামীকাল রাখি পূর্ণিমা উপলক্ষে কমবে মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে ...বিশদ

06:57:59 PM

বীরভূমের রাইপুরে বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু

06:47:00 PM

এসএসসি মামলা: এস পি সিনহা, অশোক সাহাকে গ্রেপ্তার করল সিবিআই

06:13:01 PM

বাংলার পর্যবেক্ষকের পদ থেকে সরানো হল কৈলাসকে
বাংলার পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কৈলাস বিজয়বর্গীয়কে। তার ...বিশদ

04:59:38 PM

মোহন বাগান ক্লাবের নতুন টেন্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

04:40:14 PM

নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্ব

02:39:00 PM