Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

ভয় থেকেই কি সিআইডি তদন্তে বাধা
তন্ময় মল্লিক

‘এমন সুযোগ আর আসবে না কোনো দিন/ বাছবাছাই না করে হাতের কাছে যা পাস/ তাই দিয়ে পোঁটলাপুঁটলি বেঁধে নে হুট করে।/ বেরিয়ে পড়,/দেরি করলেই পস্তাতে হবে/’ অচিন্ত্যকুমার সেনগুপ্তের ‘উদ্বাস্তু’ কবিতার ভূষণ পাল এভাবেই গোটা পরিবারটাকে নাড়িয়ে দিয়েছিলেন। কারণ তাঁর গ্রাম ছাড়ার বড় তাড়া ছিল। কিন্তু বিজেপির? তাদের কীসের এত তাড়া? হেমন্ত সোরেনের জেএমএম-কংগ্রেসের জোট সরকারের বয়স দু’বছর। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকার সবে এক বছর পেরল। 
তাও তাদের ভাঙার জন্য কেন এত ছটফটানি? ২০২৪ সাল এগিয়ে আসছে। অগ্নিমূল্যে দগ্ধ হচ্ছে 
দেশবাসী। সেই জন্যই কি বাছবিচার না করেই পুঁটলিতে ভরার আয়োজন? প্রশ্নটা জোরালো হচ্ছে। অনেকে বলছেন, মহারাষ্ট্রের কায়দায় ঝাড়খণ্ডের দখল নিতে চাইছে বিজেপি। তাই ‘ঘোড়া’ কিনতে মরিয়া। তবে বায়নাপর্বেই পর্দা ফাঁস। তাই তাকে আড়ালের এত চেষ্টা। 
মহারাষ্ট্রের পর উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তারপর বাংলা। বিজেপি নেতৃত্বের এই হুঁশিয়ারিকে অনেকে রাজনৈতিক কৌশল মনে করেছিলেন। ভেবেছিলেন, ঝিমিয়ে পড়া বঙ্গ বিজেপিকে চাঙ্গা করার ‘নতুন টনিক’। কিন্তু লক্ষ লক্ষ টাকা সহ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক ধরা পড়ায় এখন আর তা হুমকির পর্যায়ে নেই। বরং বলা ভালো, এটা বিজেপির গেমপ্ল্যান। কারণ ধৃতদের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। বৈঠকের উদ্দেশ্য স্পষ্ট হয়েছে ঝাড়খণ্ডের বিধায়ক কুমার মঙ্গলমের কথায়।
কুমার মঙ্গলম কেবল মৌখিক অভিযোগ করেই থামেননি। রাঁচির এক থানায় এফআইআর করে জানিয়েছেন, ঝাড়খণ্ড সরকারকে ফেলার জন্য বিধায়কপিছু ১০ কোটি টাকার অফার দিয়েছে বিজেপি। ১০জন কংগ্রেস বিধায়ক অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কুমার মঙ্গলমের এই দাবি গুরুত্ব পাওয়ার কারণ বিজেপি নেতৃত্ব আগেই ঝাড়খণ্ড সরকার দখলের হুঁশিয়ারি দিয়েছিল। সেই অঙ্কেই সাজানো হচ্ছে ঘুঁটি।
বিধায়করা ধরা না পড়লে? কোনও একদিন কংগ্রেসের ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কিছু বিধায়ক হেমন্ত সোরেনের বিরুদ্ধে তোপ দাগতেন। তারপর একদিন তাঁরাও শিবসেনা নেতা একনাথ সিন্ধের মতো দলবল নিয়ে অসমের কোনও পাঁচ অথবা সাততারা হোটেলে উঠতেন। তাঁদের আশ্রয় এবং আতিথেয়তার ত্রুটি হতো না। কেননা হিমন্ত বিশ্বশর্মা সবর্দা বিরোধী দলের বিক্ষুব্ধ বিধায়ক ও সাংসদদের ‘অতিথি দেব ভবঃ’ জ্ঞানে আপ্যায়ন করেন। ‘অপারেশন মহারাষ্ট্র’ সফল হওয়ায় ভাঙাগড়ার খেলায় তাঁর বেশ নামডাক হয়েছে। তাঁর অপারেশন স্টাইল দেখে গেরুয়া শিবিরের অনেকেই বলছেন, আর কেউ নয়, হিমন্ত বিশ্বশর্মাই হলেন অমিত শাহের যোগ্য উত্তরসূরি।
কংগ্রেসের বিধায়করা টাকা সহ ধরা পড়ায় বিজেপির ‘অপারেশন ঝাড়খণ্ড’ কিঞ্চিৎ বাধাপ্রাপ্ত হয়েছে। তবে, হিমন্ত বিশ্বশর্মা হাল ছাড়বেন না। ঝাড়খণ্ড নরেন্দ্র মোদির হাতে তুলে দিতে না পারলে তাঁর দল ভাঙানোর ক্যারিশমা ধাক্কা খাবে। তাই কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেননি। তবে, বেমক্কা ফেঁসে গিয়েছেন বুঝে বিজেপির ‘নয়া চাণক্য’ বিষয়টাকে হাল্কা করে দেওয়ার কৌশল নিয়েছেন। টেনে এনেছেন কংগ্রেসের সঙ্গে তাঁর ২২ বছরের সম্পর্কের ইতিহাস। বৈঠকের কথা প্রকারান্তরে মেনে নিলেও সরকার ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন।
এটাই তো হওয়া উচিত। মুখ্যমন্ত্রী পদমর্যাদার কোনও ব্যক্তিত্বের এ ধরনের কাজ শোভা পায় না। তাতে পদের গরিমা ক্ষুণ্ণ হয়। কিন্তু প্রশ্নটা উঠেছে তদন্তকারী সিআইডি অফিসারদের কাজ করতে বাধা দেওয়ায়। তদন্তকারী অফিসাররা ধৃতদের জেরা করে জেনেছেন, দিল্লির এক ব্যবসায়ী এই ডিলের মধ্যস্থতা করেছেন। ওই ব্যবসায়ী কার নির্দেশে এই কাজে নেমেছেন, সেটাই তদন্তকারীরা জানতে চাইছেন। আর তাতেই বিজেপির আপত্তি। 
দিল্লি ও অসমে যাওয়া এরাজ্যের সিআইডির দু’টি টিমকে নানাভাবে হেনস্তা করেছে সিআইএসএফ ও বিজেপির পুলিস। বাধা দেওয়ার কারণ কী? অনেকে বলছেন, দিল্লির ওই ব্যবসায়ীকে ধরলেই সরকার ফেলার মাস্টার মাইন্ডের সন্ধান পাওয়া যাবে। কে বা কারা তাঁকে এজেন্ট হিসেবে নিয়োগ করেছে, সেটাও স্পষ্ট হয়ে যাবে। তাই দিল্লিতে যাওয়া সিআইডি অফিসারদের আটকে সুযোগ করে দেওয়া হল ‘পাখি’কে উড়ে যাওয়ার। 
অসমের কেসটা আরও মারাত্মক। বিমান বন্দরের সিসি টিভির ফুটেজ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি অফিসারদের আটকে রাখার মারাত্মক অভিযোগ উঠেছে। কারণ সিআইডি দেখতে চাইছিল, কংগ্রেস বিধায়করা বিমান বন্দর থেকে অসম সরকারের গাড়িতে গিয়েছিলেন কি না! আর তাঁদের কেউ নিতে এসেছিলেন কি না! কিন্তু বিজেপি চাইছে না, সত্যিটা সামনে আসুক।
ধৃত কংগ্রেস বিধায়করাও প্রবল চাপে আছেন। কারণ সিআইডি ‘টাকা কাণ্ডে’ দ্রুত তথ্য প্রমাণ জোগাড় করছে। তাই তাঁরা সিআইডি তদন্ত থেকে মুক্তি পেতে চাইছেন। সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁরা হয়তো মনে করছেন, সিবিআইয়ের হাতে কেসটা গেলে এসে যাবে ‘ওয়াশিং মেসিনে’ পরিষ্কার হওয়ার সুযোগ। তাঁদের এই পদক্ষেপ ও উৎকণ্ঠা বুঝিয়ে দিয়েছে, পেট না ভরলেও তাঁরা ‘জাত’ খুইয়ে বসে আছেন। তাই তাঁদের কাছে সিবিআই এখন অনেক নিরাপদ। 
কথায় বলে, সকাল দেখেই বোঝা যায়, দিনটা কেমন যাবে? বিধায়ক কাণ্ডে সিআইডি অফিসারদের তদন্তে বাধাদানে স্পষ্ট হয়েছে, গেরুয়া শিবির চাইছে না, সত্য উদ্ঘাটিত হোক। আগামী দিনে সিআইডিকে আরও বাধার সম্মুখীন হতে হবে। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কথায় মিলেছে তারই স্পষ্ট ইঙ্গিত। সংবাদমাধ্যমে বলেছেন, ‘রাজীব কুমারের বাড়িতে যাওয়ার সময় সিবিআইয়ের সঙ্গে কী ব্যবহার করা হয়েছিল? ওরা বলে খেলা হবে। কিন্তু খেলা তো একপাক্ষিক হয় না।’ সুকান্তবাবুর কথার অর্থ ভেঙে বলা নিষ্প্রয়োজন।
মহারাষ্ট্রের উদ্ধব থ্যাকারের সরকারকে ফেলার জন্য দু’বার চেষ্টা করেও বিজেপি ব্যর্থ হয়েছিল। ভোররাতে রাজ্যপালকে ঘুম থেকে তুলে সরকার গড়েও টিকিয়ে রাখতে পারেনি। তখন অনেকে ভেবেছিলেন, বিজেপি আর সরকার ফেলার চেষ্টা করবে না। অন্য দল হলে হয়তো আর ওই রাস্তায় 
যেত না। কিন্তু নরেন্দ্র মোদি-অমিত শাহের 
বিজেপির একটাই লক্ষ্য, ছলে-বলে-কৌশলে 
ক্ষমতা দখল। তারজন্য শিবসেনা বিধায়ক একনাথ সিন্ধের মুখ্যমন্ত্রিত্বের দাবি পর্যন্ত মেনে নিয়েছে। দেবেন্দ্র ফড়নবীশের বুক ফাটলেও বিজেপির 
মহারাষ্ট্র দখলের স্বপ্ন পূরণ হয়েছে। একেই বলে, দুধের স্বাদ ঘোলে মেটানো। 
‘মহারাষ্ট্র মডেল’কে সামনে রেখেই গেরুয়া শিবির দেশের অবিজেপি সরকারগুলির দখল নিতে চাইছে। তাই ঝাড়খণ্ড দখলের গেমপ্ল্যান ফাঁস হয়ে গিয়েছে মানেই হেমন্ত সোরেন সরকারের বিপদ কেটে গিয়েছে ভাবার কারণ নেই। কিছুদিন চুপচাপ থাকলেও বিজেপি হাল ছাড়বে না।
ঠাকুরের নামে মানতের পাঁঠা এককোপে বলি দেওয়াই নিয়ম। এক কোপে শিরচ্ছেদ না হলে 
চলতি কথায় তা হয়ে যায় ‘দাগি’। তখন আর সেটা ঠাকুরের বলির কাজে লাগে না। তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ‘রাজনীতির ঘোড়া’ কখনও ‘দাগি’ হয় না। উল্টে গায়ে বিক্রয়যোগ্য ছাপ পড়ে গেলে দাম চড় চড় করে বেড়ে যায়। 
কেন্দ্রের বিজেপি সরকারের হাতে আছে সিবিআই, ইডি। আর আছে প্রচুর অর্থ। তার জেরে হয়তো একের পর এক সরকার ভেঙে দিতে পারবে বিজেপি, দখল করে নিতে পারবে রাজ্যও। কিন্তু মানুষের মন কি জিততে পারবে? পারবে না। কারণ বিজেপি শাসনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে পুড়ছে আম জনতা। তার থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। যোগীরাজ্যের কনৌজের ছোট্ট কৃতী দুবের মনেও দাম বৃদ্ধির প্রভাব। তাই সে মোদিজির কাছে জানতে চেয়ে লিখেছে চিঠি, কেন বাড়ছে তার পেন্সিল, রাবার, ম্যাগির দাম? নিমেষে ভাইরাল হয়েছে সেই চিঠি।
মোদিজি, সিবিআই, ইডির ভয় দেখিয়ে নেতাদের চুপ করিয়ে দিতে পারবেন, কিন্তু ‘কৃতী’দের মুখ বন্ধ করতে পারবেন না। তাই কান পেতে কৃতীদের ‘মন কি বাত’ শোনার চেষ্টা করুন। তাহলেই টের পাবেন, আপনার ‘আচ্ছে দিনে’র রাজত্বে কত সুখে আছে দেশের মানুষ!
06th  August, 2022
পূর্বসূরিদের কলঙ্ক মুছতে প্রয়াসী বিজেপি
সন্দীপন বিশ্বাস

বেলাগাম হয়ে ছুটছে মূল্যবৃদ্ধির অশ্বমেধের ঘোড়া। মানুষকে দলিত করে, আহত করে সে ছুটছে আপন খেয়ালে। তাকে রোখার ক্ষমতা নেই রাজাধিরাজের।
বিশদ

ধন্যি রাজনৈতিক অধ্যাবসায়
শান্তনু দত্তগুপ্ত

শ্রদ্ধেয় নীতীশবাবু, রাষ্ট্রপতি আর উপ রাষ্ট্রপতি নির্বাচনের সৌজন্যে বিরোধী জোট রাজনীতির উনুনটা কেমন যেন নিবু নিবু হয়ে পড়েছিল। আচমকা আপনি তাতে জোরদার একটা ফুঁ মেরেছেন।
বিশদ

09th  August, 2022
আমি যে বক্তব্য
রাখতে পারতাম
পি চিদম্বরম

এই বিতর্ক কয়েকদিন আগে হওয়া উচিত ছিল। বিধি ২৬৭-র অধীনে আলোচনা এবং অন্যকোনও নিয়মের মধ্যে ‘বাস্তবিক’ পার্থক্য বুঝতে আমি ব্যর্থ হয়েছি। সরকার একগুঁয়ে, জনগণ এজন্য তার হামবড়া ভাবকে দায়ী করে।
বিশদ

08th  August, 2022
সোনিয়া গান্ধী কি গ্রেপ্তার হবেন?
হিমাংশু সিংহ

পরতে পরতে নাটক দেখছে দেশের জনগণ। যার স্ক্রিপ্ট রচিত হয়েছে সাততারা দীনদয়াল উপাধ্যায় মার্গের ঝাঁ চকচকে অফিসের কনফারেন্স রুমে। তারই প্রতিফলন আজ দিল্লির রাজপথ থেকে রাজ্যে রাজ্যে অলিগলি তস্য গলিতে। মঞ্চস্থ নাটকের নাম ‘বিরোধী ধরো জেল ভরো’। বিশদ

07th  August, 2022
মাননীয় অর্থমন্ত্রী, মূল্যবৃদ্ধি কাকে বলে?
সমৃদ্ধ দত্ত

মূল্যবৃদ্ধিকে ঠিক কেমন দেখতে? জিডিপির মতো? পেট্রল ডিজেলের দামের মতো? ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো? ডলার ও টাকার বিনিময় মূল্যের মতো? আমদানি রপ্তানি শুল্কের কঠিন অঙ্কের মতো? রেপো রেটের মতো? কেমন হয় মূল্যবৃদ্ধি? সরকার কী বলে আমাদের? বিশদ

05th  August, 2022
বিজেপি কি ধোয়া তুলসী পাতা!
মৃণালকান্তি দাস

গত বছর কর্ণাটকের স্টেট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীর দপ্তরকে একটি চিঠি পাঠিয়েছিল। চিঠিতে অভিযোগ তোলা হয়েছিল, বেঙ্গালুরুতে যে কোনও নির্মাণকাজ শুরু করতে গেলে আগে টেন্ডারের মূল্যের ২৫ থেকে ৩০ শতাংশ নির্বাচিত জনপ্রতিনিধিদের দিতে হয়, এর সঙ্গে যুক্ত হয় বিল ক্লিয়ার করার জন্য উপরি ৫ শতাংশ।
বিশদ

04th  August, 2022
এই দুর্দিনে সোনার
ছেলেমেয়েরাই প্রেরণা

হারাধন চৌধুরী

বরং আমাদের প্রেরণা হয়ে উঠুন মীরাবাঈ চানু, জেরেমি লালরিনুঙ্গা, অচিন্ত্য শিউলিরা। তাঁরাই প্রকৃত সোনার মেয়ে ও সোনার ছেলে। আলোচনা চলুক কমনওয়েলথ গেমসে, আন্তর্জাতিক পরিসরে তাঁদের উজ্জ্বল উপস্থিতি নিয়ে। রাজনীতিকরা রোজই কোনও-না-কোনওভাবে আমাদের আশাহত করছেন, মুখ কালো করে দিচ্ছেন। সেই কালো মুখে এইটুকু আশার আলোর মূল্য মোটেই ন্যূন নয়।‌
বিশদ

03rd  August, 2022
পাকিস্তান নয়, আসল বিপদ চীন
পি চিদম্বরম

গত ২৬ জুলাই জাতি ২৩তম কার্গিল বিজয় দিবস উদযাপন করল। বীরযোদ্ধা, বিশেষ করে শহিদদের স্মরণ করার উদ্দেশ্যে দিনটি পালন করার সিদ্ধান্ত সরকার নিয়েছে।
বিশদ

01st  August, 2022
শুধু পার্থকে সরালেই হবে
না, দিতে হবে চাকরি
হিমাংশু সিংহ

কেলেঙ্কারি এই প্রথম দেখছে না দেশের মানুষ। টাকা উদ্ধারও নতুন নয়। কোনও নেতা মন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতি এবং বিচ্যুতি বাম ডান সব জমানাতেই সমান দস্তুর। কিন্তু যে দ্রুততায় মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক সেই পাঁক সরাতে উদ্যোগী হয়েছেন, সেটাও কিন্তু নিঃসন্দেহে একটা দৃষ্টান্ত।
বিশদ

31st  July, 2022
অগ্নিশুদ্ধ হওয়াই অঙ্গীকার হোক তৃণমূলের
তন্ময় মল্লিক

অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেই ‘দোষী’কে আড়ালের চেষ্টা, আর কড়া পদক্ষেপ করলেই ‘বলির পাঁঠা’। এটাই বিরোধী রাজনীতির বাঁধা গত। ইডি তল্লাশি চালিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ বান্ধবী’র ফ্ল্যাট থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়াটাই ছিল বিরোধীদের মূল দাবি। বিশদ

30th  July, 2022
ইডির সক্রিয়তা ও তদন্তের ভবিষ্যৎ
সমৃদ্ধ দত্ত

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চাকরি দিয়ে টাকা জমানোর অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এখন থেকেই তাদেরও খুঁজে খুঁজে চিহ্নিত করা দরকার যে, কারা সেইসব চাকরি পেল! কারণ, তারা যে চাকরি করছে, সেই চাকরি আসলে পাওয়ার কথা ছিল কোনও যোগ্য কর্মপ্রার্থীর। তৃণমূল আমল শুধু নয়, বামফ্রন্ট আমলে পার্টিকর্মীর স্ত্রী অথবা কর্মী হওয়ার সুবাদে এ পর্যন্ত কতজন চাকরি পেয়েছেন? সেই অভিযোগও তো নতুন নয়! ৪৪ বছরের তদন্ত করা হোক।
বিশদ

29th  July, 2022
মহোৎসবে অমৃত কোথায়?
মৃণালকান্তি দাস

ভারতের তেরঙা জাতীয় পতাকা কখনওই হিন্দুদের আপন, শ্রদ্ধার হয়ে উঠতে পারে না। লিখেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতা মাধব সদাশিব গোলওয়ালকর।
বিশদ

28th  July, 2022
একনজরে
আগামী মঙ্গলবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়ার মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং। তার আগে বুধবার আরও এক অনুশীলন ম্যাচে মাঠে নামছে সাদা-কালো ব্রিগেড। ...

দীর্ঘ টালবাহানার পর মহারাষ্ট্রে সরকার গঠন করেছেন একনাথ সিন্ধে ও দেবেন্দ্র ফড়নবিশ জুটি। মন্ত্রিসভা তৈরির পর ২৪ ঘণ্টাও কাটেনি। এরইমধ্যে তিনমন্ত্রীকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শাসক জোটের গুরুত্বপূর্ণ নেতারাই একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন। ...

স্ত্রী’র প্রেমিক সন্দেহে এক ব্যক্তিকে কাটারি দিয়ে কোপালেন ওই বধূর স্বামী। এতে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বাঁশবেড়িয়া গড়পাড়ে। সুব্রত মণ্ডল নামে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ...

তুফানগঞ্জ-২ ব্লকের বাকলাবাজার উপস্বাস্থ্য কেন্দ্র সংস্কারের দাবিতে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই সরব। ভেঙেপড়া পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা মঙ্গলবার উপস্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখান। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বিদ্যায় শুভ। যে কোনও কর্মে উপার্জন বাড়বে। ব্যবসার গতি ও আয় বাড়বে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬০- বিশিষ্ট সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ ভাতখন্ডের জন্ম
১৮৯৪- ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ভিভি গিরির জন্ম
১৯৩৬-  বিশিষ্ট  সঙ্গীতশিল্পী ইলা বসুর জন্ম
১৯৬৩- ‘ডাকাত রানি’ ফুলন দেবীর জন্ম
১৯৮০- পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৭.৬৯ টাকা ৮১.২০ টাকা
পাউন্ড ৯৩.৬৯ টাকা ৯৮.২৬ টাকা
ইউরো ৭৯.০১ টাকা ৮২.৮৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
09th  August, 2022
পাকা সোনা (১০ গ্রাম) ৫৩,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫০,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫১,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫৯,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫৯,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ শ্রাবণ, ১৪২৯, বুধবার, ১০ আগস্ট ২০২২। ত্রয়োদশী ২২/৩২ দিবা ২/১৬। পূর্বাষাঢ়া নক্ষত্র ১১/১ দিবা ৯/৪০। সূর্যোদয় ৫/১৫/১১, সূর্যাস্ত ৬/৮/৫৩। অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে পুনঃ ৯/৩২ গতে ১১/১৬ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে ৫/১৭ মধ্যে। রাত্রি ৬/৫৪ গতে ৯/৬ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৫০ গতে ৩/৩৪ মধ্যে। রাত্রি ৯/৬ গতে ১০/৩৫ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ১/১৯ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৩/৫১ মধ্যে। 
২৪ শ্রাবণ, ১৪২৯, বুধবার, ১০ আগস্ট ২০২২। ত্রয়োদশী দিবা ১২/২১। পূর্বাষাঢ়া নক্ষত্র দিবা ৮/৩৮। সূর্যোদয় ৫/১৪, সূর্যাস্ত ৬/১২। অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে ও ৯/৩২ গতে ১১/১৪ মধ্যে ও ৩/২৮ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/১ মধ্যে ও ১/৩২ গতে ৫/১৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৬ গতে ৩/২৮ মধ্যে এবং রাত্রি ৯/১ গতে ১০/৩১ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ১০/৬ মধ্যে ও ১১/৪৩ গতে ১/২০ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৩/৫১ মধ্যে। 
১১ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাখি পূর্ণিমায় কম চলবে মেট্রো
আগামীকাল রাখি পূর্ণিমা উপলক্ষে কমবে মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে ...বিশদ

06:57:59 PM

বীরভূমের রাইপুরে বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু

06:47:00 PM

এসএসসি মামলা: এস পি সিনহা, অশোক সাহাকে গ্রেপ্তার করল সিবিআই

06:13:01 PM

বাংলার পর্যবেক্ষকের পদ থেকে সরানো হল কৈলাসকে
বাংলার পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কৈলাস বিজয়বর্গীয়কে। তার ...বিশদ

04:59:38 PM

মোহন বাগান ক্লাবের নতুন টেন্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

04:40:14 PM

নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্ব

02:39:00 PM