Bartaman Patrika
বিকিকিনি
 

রং খেলুন সাবধানে

‘আজ সবার রঙে রং মিশাতে হবে’। তবে এই মেলামেশা রাঙা নেশায় সতর্ক থাকুন। রং বা আবির যেন ত্বক, চোখ ও চুলের ক্ষতি করতে না পারে।  উপায় জানাচ্ছেন বিশেষজ্ঞরা। লিখেছেন মনীষা মুখোপাধ্যায়।

খেলব হোলি, রং দেব না তাই কখনও হয়?
না হয় না। বিশেষ করে ‘একান্ত আপন’ ছবিতে এই গানের সঙ্গে অপর্ণা সেন ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রসায়ন চাক্ষুষ করলে তো আরওই হয় না! তবে রং খেলার সময়ে কিছু সাবধানতা অবলম্বন না করলে দোল খেলাটাই মাটি হয়ে যেতে পারে। রং হোক বা আবির, তাতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশে থাকে। দোলের রঙে মূলত ব্যবহার করা হয় শিল্পের কাজে প্রয়োজনীয় রং। আরও ভেঙে বললে ‘ইন্ডাস্ট্রিয়াল কালার’। আবিরে মেশে মার্কারি সালফাইড। বিভিন্ন রকমের মেটাল অক্সাইডও। তাই রং খেলার আগে ভেষজ রং, ভেষজ আবির জোগাড় করে রাখাই বুদ্ধিমানের কাজ।

‘ভেষজ’ লেখা মানেই কি ভালো?
বিপদ রয়েছে এখানেও। ইদানীং বাজার ছেয়ে গিয়েছে ভেষজ রং ও আবিরে। সেখানেও কে নকল, কে আসল, চেনা বড় বালাই! তার মধ্যেই জহুরির চোখে চিনে নিতে হবে খাঁটি ভেষজকে। খেয়াল করবেন, রাসায়নিক রং মানেই তার উজ্জ্বলতা বেশি। খুব চকচকে ও গা‌ঢ় দেখতে রং ও আবিরকে তাই প্রথমেই বাদ দিন। ফুলের পাপড়ি, গাছের পাতা ও বিভিন্ন শস্যদানা থেকে যে জৈব রং হয়, তা অনেকটা ম্যাট রঙের মতো। তাতে আলগা চটক বা চকচকে ভাব নেই। গন্ধও উগ্র নয়। হাতে নিলে মিহি পাউডারের মতো হয় না, খানিক রুক্ষভাব থাকে। তাই ‘ভেষজ’ লেখা থাকলেই তা ‘ভেষজ’ নয়। 

সাধারণ রঙে ভয় কেন?
দোল খেলবেন, হাতের কাছে হয়তো ভেষজ রং বা আবির নেই। তাহলে উপায়? প্রথমেই মেনে নেওয়া ভালো, ক্ষতি তাতে অল্পবিস্তর হবেই। তবে কিছু কিছু রঙে ক্ষতির মাত্রা বেশি। সেক্ষেত্রে সেসব রং এড়িয়ে চলুন। ত্বকবিশেষজ্ঞ ডাঃ বাসুদেব সরকারের মতে, সেই অর্থে দেখতে গেলে, ভেষজ বাদে কোনও রংই ভালো নয়। এমনকী, সাদা রং, যাকে অনেকে নিরাপদ বলে মনে করেন, সেই সাদা রঙেও কিন্তু রয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটি ত্বকের নানা অ্যালার্জি, টোপিক ডার্মাটাইটিস এবং এগজিমার ঝুঁকি বাড়িয়ে দেয়। লাল রংও ত্বকের জন্য খুব ক্ষতিকর। মারকিউরিক সালফাইড, যা ত্বকের ক্যান্সার তৈরি করতে পারে, তা মিশে থাকে লাল রঙের মধ্যে। লেড অক্সাইডের মতো কিডনির শত্রু ঘাপটি মেরে থাকে কালো রঙে। প্রুসিয়ান ব্লুয়ের মতো বিষ দিয়ে তৈরি হয় নীল বা আকাশি রং। তবে সবচেয়ে বেশি ক্ষতিকর রং বাঁদুরে ও উজ্জ্বল হলুদ রং। সীসা ছাড়া এই দুই রং তৈরি হতে পারে না। সীসার অতিরিক্ত ব্যবহারে শিশুর শ্বাসযন্ত্রে যেমন ক্ষতি হয়, তেমনই শিশু বিকলাঙ্গ হতে পারে। বেগুনি ও সবুজ রঙে থাকে সিলিকা, টোলুইন জাতীয় ক্ষতিকর উপাদান। এছাড়া সব রঙেই ক্রোমিয়াম, নিকেল, জাইলিন, মিথেলিন, ক্যাডমিয়াম, জিঙ্ক ইত্যাদি মিশে থাকে। এর  প্রভাবে ফুসফুস মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। 

দোলের রঙে চোখের ক্ষতি
বেলুনে রং ভরে ছোড়া দোলের বাড়তি আমোদ। বিশেষ করে শিশুরা এই খেলায় বেশি মজা পায়। তবে খেয়াল রাখতে হবে, এই রং ভরা বেলুন যেন কারও চোখে গিয়ে আঘাত না করে। সাধারণ রং হোক বা ভেষজ রং, আচমকা কোনও রং ভর্তি বেলুন কারও চোখে পড়লে কর্নিয়া সরে যেতে পারে। চিকিৎসা পরিভাষায় যাকে বলে ‘কর্নিয়া ডিসলোকেশন’  চক্ষুবিশেষজ্ঞ হিমাদ্রি দত্তর মতে, ‘রঙে থাকা ক্ষতিকর রাসায়নিক থেকে কেরাটিসিস, কনজাংটিভাইটিস যেমন হয়, তেমনই চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধত্বও নেমে আসতে পারে। তাই চোখ বাঁচাতেও সাবধানতা অবলম্বন করতে হবে বইকি!’ তাঁর কথায় রং ও আবির চোখে ঢুকে গেলে পিঙ্ক আই, কেমিক্যাল বার্ন, কর্নিয়াল অ্যাবারেসন, ব্লান্ট আই ইনজুরিও দেখা যায়। 

রঙে ত্বকের ক্ষতি
রং ও আবিরের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ত্বক। যেহেতু হাত, পা ও ত্বকের খোলা জায়গা রং ও আবিরের সরাসরি সংস্পর্শে আসে, তাই ক্ষতিও তাদের বেশি হয়। ত্বকের র‌্যাশ, চুলকানি, এগজিমা, সোরিয়াসিস সহ নানা রোগের প্রভাব রঙের সংস্পর্শে এলে বাড়ে। এছাড়া কনট্যাক্ট ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। যাঁদের এগজিমা ও সোরিয়াসিস রয়েছে,তাঁদের ভেষজ রঙেও খেলা উচিত নয়। সাধারণ রঙের রাসায়নিক ব্রণর সমস্যা বাড়ায়। আবির চকচকে করতে অনেক সময় অভ্র ও কাচগুঁড়ো মেশানো হয়। এর প্রভাবও পড়ে ত্বকে। রং ও আবির তোলার সময়ে অতিরিক্ত সাবানের ব্যবহারও ত্বকের নানা ক্ষতি করে। 

রঙে চুলের ক্ষতি
মাথা ঢেকে রং না খেললে রং ও আবিরে থাকা রাসায়নিক চুলের ত্বকেও পৌঁছে যাওয়ার সুযোগ পায়। চুল পড়া থেকে শুরু করে পেকে যাওয়া, মাথার ত্বকে নানা চর্মরোগ হওয়া এমনকী, রাসায়নিকের প্রভাবে অ্যালোপেশিয়া অবধি হতে পারে।

তাহলে উপায়?
দোলের দিন রং না খেলা কোনও সমাধান হতে পারে না। বাড়ির খুদেটিও এসব ক্ষতির ইতিবৃত্ত শুনেই যে রং খেলা থেকে নিরস্ত হবে এমনটা মোটেই নয়। তাই রং খেলুন তবে কিছু সাবধানতা নিতেই হবে।
• কোনওভাবেই ভেষজ রং বা আবির ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না। আপনার শিশু যাদের সঙ্গে রং খেলছে, তারা যদি হার্বাল বা ভেষজ রং ব্যবহার না করে, তাহলে কিন্তু কোনও লাভ নেই। তাই এমন সঙ্গীদের সঙ্গে বাচ্চাকে রং খেলতে দিন যেখানে সকলেই ভেষজ রং ব্যবহার করছে। তেমন দল না পেলেও নিজেই সঙ্গ দিন শিশুকে।
• আট থেকে আশি, নারী-পুরুষ নির্বিশেষ রং খেলার সময় সানগ্লাস, টুপি ও মাস্ক পরুন। এতে চোখ, মুখগহ্বর ও চুল রঙের হাত থেকে অনেকটা বাঁচবে।
• বাঁদুরে রং কোনওভাবেই ব্যবহার করবেন না। কোনও ভেষজ পদ্ধতিতে এই রং তৈরি করাও যায় না। 
• রং খেলার আগে ভালো করে খাঁটি নারকেল তেল বা গায়ে মাখার অলিভ অয়েল মেখে নিন শরীরের খোলা অংশে। চুলে কন্ডিশনার মেখে নিন। এতে রং ত্বকের সঙ্গে আটকে থাকবে না। একবার ধুলেই সহজে পরিষ্কার হবে।
• পুরো হাতা সুতির পোশাক পরে রং খেলুন। এতে গরমের মধ্যে রং খেলতেও সুবিধা হবে।  সারা শরীরে রঙের আধিক্যও হবে না।
• কোনওভাবে চোখে রং গেলে খুব দ্রুত ঠান্ডা জলের ঝাপটা দিয়ে তা ধুয়ে ফেলতে হবে। কনট্যাক্ট লেন্স যাঁরা পরেন, তাঁরা আরও সতর্ক হোন।
• শিশু যেন রং বা আবিরের হাতে কোনও খাবার না খায় বা মুখে হাত না দেয়, সেদিকে খেয়াল রাখুন। 
• রং তুলতে ত্বক বেশি ঘষবেন না। অল্প ক্ষারযুক্ত সাবান ব্যবহার করুন। 
04th  March, 2023
যত্নে থাকুক  কাঠের আসবাব

সে এক সময় ছিল বটে! সেগুন কাঠের খাট-পালঙ্ক, মেহগনির ড্রয়ার আর ড্রেসিং টেবিলে সাজত বাঙালির অন্দরসাজ। আজকাল মহার্ঘ হয়েছে কাঠ। তাই শাল-সেগুনের আসবাবের খরচ মধ্যবিত্তের পকেটসই নয়। জায়গা দখল করেছে নানারকম ইঞ্জিনিয়ারিং উড বা প্রসেসড উডে তৈরি আসবাব।
বিশদ

ভ্রমণে ভোজনে ইষ্টিকুটুম

শীত ভোরের কুয়াশা রিসর্টের ফুল-ফল বসত-বাগিচা সব একান্নবর্তী করে তুলেছিল। সঙ্গে ভোরের শিফটে কোয়েল-দোয়েল ছাতারে চন্দনার অর্কেস্ট্রা ফ্রি গিফট। সেই কুয়াশার সিঁদ কেটে চলেছি অভ্র আর আমি। জানি, সামনেই কালজানি
বিশদ

 টুকরো  খবর

মোবাইল স্টোরেজ ‘অপ্টিমাইজার প্লাস’ নিয়ে হাজির গোদরেজ ইন্টিরিও। ছোট জায়গায় প্রযুক্তিগতভাবে উন্নত ও সহজে ব্যবহার করা যাবে এমন স্টোরেজ এল এবার। অফিস হিসেবে বা গ্রাহকদের পছন্দমতো ছোট জায়গার অনুপাতে ব্যবহার করা যাবে এই মোবাইল স্টোরেজটি
বিশদ

পায়ে হেঁটে তুঙ্গনাথ

পঞ্চকেদারের সর্বোচ্চ তুঙ্গনাথ। পায়ে হেঁটে সেই পথে ভ্রমণ ও দেবদর্শনের অভিজ্ঞতার কথা লিখেছেন কমলিনী চক্রবর্তী
বিশদ

18th  March, 2023
গয়নার নকশায়
বাংলার কথাশিল্প

বাংলার প্রতিটা গলির বাঁকে নতুন নতুন গল্প। সেই গল্পের অনুষঙ্গ এবার গয়নাতেও। সেনকো গোল্ড ও ডায়মন্ডস-এর প্রয়াসের কথা লিখছেন মনীষা মুখোপাধ্যায়
বিশদ

18th  March, 2023
টুকরো খবর

‘গ্রিন আর্কিটেক্ট ২০২৩’ আয়োজন করল হুলাডেক রিসাইক্লিং। বাস্তুতন্ত্রের ভারসাম্য রেখে ও পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বিভিন্ন দ্রব্যাদি প্রস্তুত করে এমন কয়েকটি সংস্থাকে সঙ্গে নিয়ে হুলাডেক আলোচনাসভার আয়োজন করেছিল।
বিশদ

18th  March, 2023
বার্ষিক শিল্পসম্ভার নিয়ে
সেজেছে রাজ্য আকাদেমি

শিল্পীদের পাশে থাকতে এবং তাদের প্রতিভাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বরাবরই অঙ্গীকারবদ্ধ পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা আকাদেমি। প্রতি বছরের মতো এবছরও আইসিসিআর-এর নন্দলাল বসু ও যামিনী রায় আর্ট গ্যালারিতে ‘বার্ষিক শিল্প প্রদর্শনী ২০২৩’-এর আয়োজন করেছে তারা।
বিশদ

18th  March, 2023
মডিউলার কিচেনের দেখভাল

রান্নাঘরের ভোল বদলেছে কালের নিয়মে। এসেছে আধুনিক সরঞ্জামে সমৃদ্ধ মডিউলার কিচেন। কিন্তু তা যত্নে না রাখলে আভিজাত্য হারাবে দ্রুত। কীভাবে সাফসুতরো রাখবেন? লিখেছেন ঈপ্সিতা সেনগুপ্ত। বিশদ

11th  March, 2023
শিবের আলয় শিবখৌড়ি  

পুরাণে আছে এই গুহায় নাকি সপরিবার শিবঠাকুরের বাস। কাটরার সেই গুহা, শিবখৌড়ির স্থানমাহাত্ম্যের কথায় তনুশ্রী কাঞ্জিলাল মাশ্চরক। বিশদ

11th  March, 2023
 টু  ক  রো  খ ব র

ভারতের জনপ্রিয় বিস্কুট ও বেকারি ব্র্যান্ড বিস্ক ফার্ম একটি  নতুন  বিজ্ঞাপনী  প্রচারছবি  টেলিভিশনে চালু  করল। বিস্ক ফার্ম মেরির ৩০০ গ্রাম প্যাকের সঙ্গে ১০ গ্রাম সোনার কয়েন জেতার সুযোগ দিচ্ছে সংস্থা। সেই উপলক্ষে তৈরি এই বিজ্ঞাপনী প্রচার। প্রচারছবিতে অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশদ

11th  March, 2023
দারিংবাড়ির উদাসী পথে

দারিংবাড়িকে নাকি ‘ওড়িশার কাশ্মীর’ বলা হয়। পাথুরে প্রকৃতির মাঝে কয়েকদিনের ছুটিতে নিজেকে উজার করে দিন। বর্ণনায় অরিন্দম ঘোষ। বিশদ

04th  March, 2023
 টু  ক  রো  খ ব র

লতা মঙ্গেশকরের ব্যক্তিগত যাপন ও তাঁর কর্মজীবন উদ্‌যাপিত হল তুলির টানে। প্রখ্যাত সঙ্গীতশিল্পীর অন্যতম প্রিয় শহর কলকাতার বুকে সম্প্রতি অনুষ্ঠিত হল রামকৃপাল নামদেওয়ের একক চিত্র প্রদর্শনী। বিশদ

04th  March, 2023
হবু বাবা-মায়ের
একান্ত অবসর

নতুন মা-বাবা হতে চলেছেন? সন্তানের দায়িত্ব নেওয়ার আগে ঘুরে আসুন ‘বেবিমুন’-এ। এই প্রজন্মের পছন্দের তালিকায় ইদানীং ঢুকে পড়েছে বেবিমুন। সেটা কী? বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
বিশদ

25th  February, 2023
লাদাখে ক্যাম্পিং

লাদাখের চারপাশ ঘিরে রয়েছে জাঁসকার, লাদাখ ও কারাকোরাম— এই তিন গিরিশ্রেণি। দিল্লি থেকে নিয়মিত বিমান যাচ্ছে লাদাখের প্রধান শহর লেহ্‌-তে।এই দুই সড়কপথই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।  স্বপ্নমাখা সেই দুনিয়া ঘুরে এসে লিখছেন অয়ন গঙ্গোপাধ্যায়।
বিশদ

25th  February, 2023
একনজরে
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে খুন হতে হল স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জের নাককাটিগছ পঞ্চায়েতে। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গলার নলি কেটে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে। পুলিস জানিয়েছে, মৃতার বয়স ৪১ বছর। ...

হরিপাল থানার অন্তর্গত নালিকুল পশ্চিম পঞ্চায়েত অফিসে চুরির ঘটনাকে ঘিরে উত্তেজনা ছাড়াল শুক্রবার। শাসক দলের দাবি, পঞ্চায়েতকে বদনাম করতে চক্রান্ত করছে বিরোধীরা। শুক্রবার সকালে পঞ্চায়েতের এক কর্মী অফিস খুলতে এসে দেখেন জানালা ভাঙা। ...

২০১৫ সালের জুলাইয়ে দুই বছরের জন্য আইপিএলে খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছিল চেন্নাই সুপার কিংসের উপর। যার ফলে ২০১৬ ও ২০১৭ সালে তারা অংশ নিতে পারেনি কোটিপতি লিগে। ...

শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালদীঘি এলাকার একটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, ওই বাড়িতে থাকেন ওয়ারেশ মিঞা।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৫৭০: পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত হন
১৫৮৬: সম্রাট আকবরের সভাসদ বীরবলের মৃত্যু
১৭৫৪: ইংরেজ কবি উইলিয়াম হ্যামিলটনের মৃত্যু
১৮৪৩: টেমস নদীর বিখ্যাত সুড়ঙ্গ খোলা হয়
১৮৬২: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়
১৮৯৬: আধুনিক অলিম্পিক ক্রীড়ার প্রথম স্বর্ণপদক প্রদান করা হয়
১৮৯৮: স্বামী বিবেকানন্দ মার্গারেট এলিজাবেথ নোবেলকে দীক্ষান্তে নিবেদিতা নামকরণ করেন
১৯২৭: হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াসের জন্ম
১৯৪৮: অভিনেতা ফারুক শেখের জন্ম
১৯৮৪: ক্রিকেটার অশোক দিন্দার জন্ম
২০১০: ভারতীয় বাঙালি আলোকচিত্রী নিমাই ঘোষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৪৮ টাকা ৮৩.২২ টাকা
পাউন্ড ৯৯.৩৬ টাকা ১০২.৮০ টাকা
ইউরো ৮৭.৫৯ টাকা ৯০.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৭,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭০,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭০,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ চৈত্র, ১৪২৯, শনিবার, ২৫ মার্চ ২০২৩। চতুর্থী ২৬/৪৮ অপরাহ্ন ৪/২৪। ভরণী নক্ষত্র ১৯/৬ দিবা ১/১৯। সূর্যোদয় ৫/৪০/২৩, সূর্যাস্ত ৫/৪৫/২৯। অমৃতযোগ দিবা ৯/৪১ গতে ১২/৫৫ মধ্যে। রাত্রি ৮/৮ গতে ১০/৩১ মধ্যে পুনঃ পুনঃ ১২/৬ গতে ১/৪১ মধ্যে পুনঃ ২/২৯ গতে ৪/৪ মধ্যে। বারবেলা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৩ গতে ২/৪৪ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/১৪ মধ্যে পুনঃ ৪/১১ গতে উদয়াবধি। 
১০ চৈত্র, ১৪২৯, শনিবার, ২৫ মার্চ ২০২৩। চতুর্থী রাত্রি ৭/৩। ভরণী নক্ষত্র দিবা ৩/৫৯। সূর্যোদয় ৫/৪২, সূর্যাস্ত ৫/৪৬। অমৃতযোগ দিবা ৯/৩৫ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৮/১০ গতে ১০/২৯ মধ্যে ও ১২/২ গতে ১/৩৫ মধ্যে ও ২/২১ গতে ৩/৫৪ মধ্যে। কালবেলা ৭/১২ মধ্যে ও ১/১৪ গতে ২/৪৫ মধ্যে ও ৪/১৫ গতে ৫/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/১৫ মধ্যে ও ৪/১২ গতে ৫/৪১ মধ্যে। 
২ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মল্লারপুরে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা, ধৃত ১
বীরভূমের মল্লারপুর থানার জুবুনি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ...বিশদ

03:05:16 PM

সিভিক ভলান্টিয়ারদের এক্তিয়ার নিয়ে জারি হল নির্দেশিকা
রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব কী! প্রশাসনিক ও আইনগত দিক দিয়ে ...বিশদ

02:37:00 PM

প্রশ্ন করা থামাব না, সাংবাদিক বৈঠকে বললেন রাহুল
গতকাল সাংসদ পদ খারিজের পর আজ সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস ...বিশদ

01:29:00 PM

আদালতে ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত বিধায়ক-সাংসদদের সদস্যপদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা
কোনও অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর দু’বছর বা তার ...বিশদ

12:56:34 PM

দিল্লির ইডি অফিসে হাজিরা দিলেন সিউড়ির ইনস্পেক্টর মহম্মদ আলি

12:48:16 PM

আজ সাংবাদিক বৈঠক করবেন রাহুল গান্ধী
সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি ...বিশদ

12:10:06 PM