মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
বিশ্বের সেরা বডি ট্রান্সফরমেশন কোচ ক্রিস গেথিন এবং ফিজিক গ্লোবাল-এর প্রাক্তন সিইও জ্যাগ চিমা-র যৌথ প্রচেষ্টায় ২০১৫ সালে কেজিজি তৈরি হয়।
মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, জলন্ধর ও মোহালিতে কে জি জি-র প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কলকাতায় এর ষষ্ঠতম কেন্দ্রের উদ্বোধন হল। খুব তাড়াতাড়ি রায়পুর এবং ভোপাল সহ ভারতের প্রায় ১৪ টি শহরে ফিটনেস সেন্টার খুলবে কে জি জি। দেশে ১৫০টি প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।