মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
এবারও ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইট (ডবলুবিসিপিসিআর) বইমেলায় ছোটদের জন্য একটি স্টল দিয়েছে। স্টলটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। উপস্থিত ছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, সঙ্গীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। স্টলটিতে শিশু অধিকার সংক্রান্ত বিভিন্ন প্রকাশনা এবং ছোটদের ত্রৈমাসিক পত্রিকা ‘হুল্লোড়’ পাওয়া যাচ্ছে। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, ক্যানভাসে ছোটদের ছবি আঁকা, কর্মশালা, কুইজ, খেলাধুলো প্রভৃতি। এবার ডবলুবিসিপিসিআর-এর ভাবনা ‘মুক্ত কর ভয়।’ বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন লেখক প্রচেত গুপ্ত, কবি বীথি চট্টোপাধ্যায়, পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত, গানের ব্যান্ড দোহার, বিশ্বনাথ বসু প্রমুখ।
টাইফু’র নতুন অর্গানিক চা
এপিজে কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল ২০২০-তে টাইফু টি’জ অ্যান্ড ইনফিউশনস তাদের নতুন অর্গানিক চায়ের উদ্বোধন করেছে। সংস্থার মতে, পিউরিফাইং সুপার গ্রিনস, ডাইজেস্টিভ পাওয়ার সিডস এবং ইমিউনিটি বুস্টার থ্রি তুলসি নামের এই অর্গানিক চা স্বাস্থ্যকর। স্বাদে গন্ধে ভরপুর এই চা পান করলে শরীর হবে চনমনে। নতুন তিনটি অর্গানিক চা ছাড়াও এদের স্লিম টি, রুট রেমিডি, নাইট টাইম, ক্যামোমাইল, পিপারমেন্ট নামে ৫টি সুস্বাদু চা রয়েছে।
ড্রিম ডেয়ার ডেলিভার
বইমেলায় একটি আকর্ষণীয় আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘ড্রিম ডেয়ার ডেলিভার’। দেশের অন্যতম ক্যুরিয়ার সংস্থা ডিটিডিসি এক্সপ্রেস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা সুভাশিস চক্রবর্তীর কর্মকাণ্ড সবিস্তারে বইতে তুলে ধরা হয়েছে। বইমেলায় প্রকাশিত বইটি ইংরেজি ভাষায় লেখা ‘ড্রিম ডেয়ার ডেলিভার’-এর বাংলা সংস্করণ। ইংরেজিতে বইটি লিখেছেন প্রিয়া কুমার। গত ৫ ফেব্রুয়ারি বুধবার বইমেলায় এই বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিটিডিসি এক্সপ্রেস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা সুভাশিস চক্রবর্তী, রহড়া রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ মহারাজ, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক চিন্ময় চট্টোপাধ্যায়, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার মিহির বোস, বর্ণপরিচয় সাহিত্য সম্মান প্রাপক সবুজবরণ বসু।
কালচার ভালচারের আর্ট ওয়ার্কশপ
সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া শিশুদের জন্য একটি ‘আর্ট ওয়ার্কশপ’-এর আয়োজন করেছিল ‘কালচার ভালচার’ সংস্থা। শিশুদের মনে কল্পনার রং ধরানো এবং এই সমাজে বেঁচে থাকার উপযুক্ত হয়ে উঠতে একটু সাহায্য করাই ছিল এই আর্ট ওয়ার্কশপের উদ্দেশ্য। চিত্রশিল্পী দেবিকা বসু এবং তাঁর শিক্ষক সঞ্জীব সেন মিলে কচিকাঁচাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছিলেন।
স্বস্তিনাথ শাস্ত্রী, স্নেহাশিস সাউ
ছবি: সুফল ভট্টাচার্য