জেআইএস গ্রুপের প্রতিষ্ঠাতা সর্দার যোধ সিংয়ের জন্মশতবর্ষ উপলক্ষে পশ্চিমঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল একটি বিশেষ স্ট্যাম্পের উদ্বোধন করেন। গত ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাতার জন্মদিনে সোদপুরের গুরু নানক কলেজ ক্যাম্পাসে তাঁর স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে শুধু স্ট্যাম্পের উদ্বোধন নয়, এই ক্যাম্পাসে সর্দার যোগ সিং-এর মূর্তির ভিত্তি প্রস্তরও স্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মানস মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী তাপস রায়, জেআইএস গ্রুপের চেয়ারপার্সন সতনম কউর, পশ্চিমবাংলা সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য, জেআইএস গ্রুপের ডিরেক্টর সিমারপ্রীত সিংহ ও যুগ্ম ডিরেক্টর সর্দার অমরিক সিং, জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভলপমেন্ট) বিদ্যুৎ মজুমদার, আকাঙ্খা কউর প্রমুখ।
উল্লেখ্য, এই মুহূর্তে জেআইএস গ্রুপের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মোট ১২৬টি বিষয়ে লেখাপড়ার সুযোগ পাওয়া যায় প্রতিষ্ঠাটিতে। শিক্ষার পাশাপাশি জেআইএস গ্রুপ ডেয়ারি, রিয়েল এস্টেট, পণ্য পরিবহণ, লজিস্টিক, টেলিকম, পরিবহণ, সিনেমা, স্টিল, পরিকাঠামো নিয়ে সংস্থাটি কাজ করে।