মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
পুম্পুহার (তামিলনাড়ু সরকার অনুমোদিত শোরুম) খড়্গপুর আইআইটি’র কাজি নজরুল মঞ্চে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। চলবে ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি। এখানে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট ও জুয়েলারির অফুরন্ত সম্ভার রয়েছে। হ্যান্ডলুমের মধ্যে রয়েছে সিল্ক ও কটনের শাড়ি, কুর্তি, বেডশিট, বেডকভার, কুশন ও কুশন কভার, ফ্লোর ম্যাট প্রভৃতি। হ্যান্ডিক্রাফটের মধ্যে উডকার্ভিং, মূর্তি, কাঠের তৈরি রান্নার সামগ্রী, ব্রাশ ল্যাম্প প্রভৃতি নজর কাড়বে। এদের জুয়েলারির সম্ভারও মন মাতানো। কেনাকাটায় হ্যান্ডলুমে ২০ শতাংশ এবং হ্যান্ডিক্রাফট ও জুয়েলারিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড়ও দিচ্ছে পুম্পুহার। প্রদর্শনী খোলা সকাল ১০টা থেকে রাত ৯টা। ফোন: ২৪২৩৭০২৮।
প্রমিতি’জ কালেকশন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে। কেনাকাটায় বাছাই করা আইটেমের ওপর ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, থ্রি পিস স্যুট প্রভৃতি কালেকশন রয়েছে। দাম শুরু ১৫০ টাকা থেকে। স্টক থাকা পর্যন্ত এই ছাড়া পাওয়া যাবে। খোলা দুপুর ১২টা থেকে রাত ৮টা। ঠিকানা: ৩৭সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কল-২৬, ফোন: ৯৮৩০৯৯৫৭৩৩
এক্লিপস নামে একটি প্রদর্শনী শুরু হয়েছে গত ১৮ জানুয়ারি। পেন্টিং নিয়ে এই প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত। ছবিগুলি এঁকেছেন শিল্পী গৌতম চৌধুরী। খোলা থাকবে ২টো থেকে রাত ৮টা। ঠিকানা: চারুবাসনা, ৩৮৮-বি/১, প্রিন্স আনোয়ার শাহ রোড, কল-৪৫।