সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
মুখ্যমন্ত্রী সর্বদা ভারত সেবাশ্রমের পাশে থেকেছেন
শেষে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাধুসন্তদের ছদ্মলড়াই পর্যন্ত লাগিয়ে দিলেন। কে না জানে, কোনও প্রয়োজনে ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের পাশে কতবার ছুটে গিয়েছেন নেত্রী। সাহায্যের হাত বাড়িয়ে দিতে কখনও কার্পণ্য করেননি। আর্থিক সাহায্য থেকে নৈতিক সমর্থন, সব বিলিয়েছেন অকাতরে। সামান্য ভোটের জন্য ষড়যন্ত্র করে সেই সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা! আর কোন মুখ্যমন্ত্রীকে ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের পাশে দাঁড়াতে দেখেছে বাংলার মানুষ? যখনই ডাক এসেছে শত ব্যস্ততা বাধা হয়নি কখনও। তাঁর বিরুদ্ধে ভোটের মধ্যে এই মিথ্যাচার ধর্মে সইবে তো? স্বামী বিশ্বাত্মানন্দ (দিলীপ মহারাজ) বিবৃতি দিয়ে মমতার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু পিছনে কার ষড়যন্ত্র, খোলসা করেননি। বাংলার মানুষ এই চক্রান্ত ব্যর্থ করবেই ভোটযন্ত্রে।
কুকথার জঞ্জাল সাফ করবে কে?
শেষ দফায় বাংলার ৯ আসন সহ ৫৭ আসনের ভোটের সঙ্গেই শেষ হবে এবারের ঐতিহাসিক নির্বাচন পর্ব। অচিরেই ভোট মিটে যাবে। এক্সিট পোলের সাময়িক উত্তেজনা কেটে গিয়ে ৪ জুনের আসল ফলের পর সরকারও গঠন হয়ে যাবে যথাসময়ে। নন্দীগ্রামের রক্তপাত, আগুনও নিভে যাবে। মার খাবে, ক্ষতিগ্রস্ত হবে শুধু গরিব মানুষ। কিন্তু এই অকথা কুকথার এভারেস্ট ছুঁই ছুঁই জঞ্জালের পাহাড় সাফ করবে কে? নেতাদের শরীর যত ভারিক্কি, সেই তুলনায় স্মৃতি খুব পাতলা। তাঁরা সব সহজে ভুলে যান। কিংবা ভুলতে চান, সেইসঙ্গে ভোলাতেও। ভোট গেলে রাজনীতি নামক সোনার ডিম পাড়া হাঁস নাড়াচাড়া করে নিত্যনতুন রোজগারে মাতবেন তাঁরা। তখন মন্ত্রী, ষড়যন্ত্রী সবার আমে দুধে মিশে যাওয়ার পালা। সেই পরম মুহূর্তে আঁটি জনগণ গড়াগড়ি খাবে রাস্তায়, বাজারে, পাড়ার আড্ডায় নিজের না-পাওয়ার চেনা আবর্তে। ব্রিগেডে সভার পরদিন ফেলে যাওয়া প্লাস্টিকের কাপ, এঁটো থালা, কলার খোসা, ফেলে দেওয়া জলের বোতল সরাতে নেমে পড়ে পুরসভা থেকে রাজনৈতিক দল, কিন্তু গত আড়াই মাসের কুকথার স্রোত মন থেকে ধুয়ে সাফ করবে কোন সংস্থা?
চোর বলতে প্রমাণ লাগে না ...
যে যাকে খুশি ‘চোর’ বলছে ভরা বাজারে প্রকাশ্য জনসভায়। প্রমাণ তথ্য নির্দিষ্ট পরিসংখ্যান ছাড়াই। নাকি নিজের গা থেকে দায় ঝেড়ে ফেলতে অন্যের ঘাড়ে কলঙ্ক চাপাও! একজন প্রাক্তন বিচারপতি যিনি কি না দু’দিন আগেও ন্যায়দণ্ড হাতে রায় দিতেন, লোকে বাহবা দিত কী সাহস কী সাহস বলে, তিনি প্রকাশ্যে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে দাঁড়িয়ে আগেই বিচারব্যবস্থার নিরপেক্ষতার সাড়ে সর্বনাশ করে ছেড়েছেন। এখন আবার এরাজ্যেরই গত চার দশকের সর্বাধিক জনপ্রিয় জননেত্রীর ‘বাজারে দাম কত’ সেই প্রশ্ন তুলছেন সর্বসমক্ষে। এই সস্তা খেউড় যখন শিক্ষিত বাঙালিরও রাজনৈতিক আলোচনার প্রধান অঙ্গ হয় তখন বুঝতে অসুবিধে হয় না গণতন্ত্র, মূল্যবোধ গভীর সঙ্কটে। এসবই ভোটের পশরা। দু’দিন আগে কেউ দেখা করে কোন বই পড়ে আদর্শ মানুষ হওয়া যাবে প্রশ্ন করলে প্রাক্তন ওই বিচারপতি বলতেন, ‘হাউ টু বি এ গুড কমিউনিস্ট’ অবশ্য পাঠ্য সমস্ত যুবক-যুবতীর। তা এরাজ্যে বামেদের অবস্থা ক্রমেই সঙ্গীন দেখে তিনি হয়তো মুনাফার লোভে মত ও পথ দুই বদলেছেন। বুঝিয়ে দিয়েছেন, এই স্বার্থপর জগতে আদর্শ, মতবাদ, বিশ্বাস সব মিথ্যে, ঠুনকো। আসল হচ্ছে—কীসে ফায়দা, তা বেছে নেওয়া। আলিবাবা ও ৪০ চোরের বাজার নিয়ন্ত্রিত এই রঙ্গালয়ে সেইমতো পথ বেছে নাও, মুনাফা ঘরে তোলো। সেই অঙ্কেই তমলুককে পাখির চোখ করেছেন প্রথম থেকেই। সততা আদর্শ সত্যমিথ্যা সব কথার কথা, জয় হোক শুধু ধান্দার।
মোদিজির ভাষণ না বিষবর্ষণ
হ্যাটট্রিকের লক্ষ্যে প্রধানমন্ত্রী জেনেশুনে বিষ ছড়াচ্ছেন। আড়াই মাস ধরে এই যে স্বয়ং রাষ্ট্রনেতার মুখে বিভাজনের প্রাণঘাতী বিষবর্ষণ তা কি দেশকে দুর্বল করছে না, মানুষে মানুষে দূরত্ব বাড়ায়নি? সীমান্তপারের একে-৪৭ থেকে ক্রমাগত গোলাগুলির সন্ত্রাসের চেয়ে তা কম কীসে? জেনেশুনে তবু বিষ ছড়িয়েই চলেছেন। কী লক্ষ্য? দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, না বিরোধীদের সাড়ে সর্বনাশ সুনিশ্চিত করা। একবার গুনে দেখেছেন, তিনি কতবার হিন্দু- মুসলিম করেছেন আর কতবার বেকার যুবকের চাকরির কথা বলেছেন? কতবার গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া, পরিকাঠামো উন্নয়ন, দূষণ নিয়ে কথা বলেছেন? সুলভে গরিবের ঘরে শিক্ষা ছড়িয়ে দেওয়ার শপথ নিয়েছেন তিনি? আর কতবার বিরোধীদের তাক করে খুলে আম বদলা নেওয়ার কথা বলেছেন? কত ডজন বার অলীক ৪০০ আসনের বেলুন উড়িয়েছেন, আর কতবার দারিদ্র্য দূর করার আশ্বাস দিয়েছেন? আর এখন শরিকদের তোয়াজ করছেন। কারণ, একক গরিষ্ঠতা মায়, ২৭২ আসন জেতা নিয়ে তাঁর মনেও নানা প্রশ্ন। মহারাষ্ট্র, বিহার, বাংলা, উত্তরপ্রদেশে আসন বৃদ্ধি দূরে থাক বিজেপি অপ্রত্যাশিত ধাক্কাও খেতে চলেছে। পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা ফুঁসছে। দাক্ষিণাত্য বিজয়ও থমকে। তাই বাধ্য হয়ে এনডিএ’র নামাবলি গায়ে চড়াচ্ছেন গেরুয়া নেতারা।
মানুষের জন্য মন্দির না মন্দিরের জন্য মানুষ!
শুধু একটা মন্দির দেশের বৃহত্তম রাজ্যে শাসক দলের আসন বাড়ায় না কমায়, তারও পরীক্ষা এবারের নির্বাচন। গতবার যোগী আদিত্যনাথের দল ৬২ আসন জিতেছিল। এবার রামমন্দিরের শক্তিতে একবার বলছেন ৭২, আবার কখনও বলছেন না অতটা হবে না। বিরোধীরা বলছে, ৭২ নয়, ৬২’ও নয়, শেষ পর্যন্ত নামতে হবে ৫০’এ। প্রমাণ হবে এদেশে মন্দির নয়, এখনও মানুষের রুটিরুজিই শেষকথা বলে। হিন্দু-মুসলিম মেরুকরণই রাজনীতির শেষকথা হতে পারে না। বিরোধীদের নিকেশ না করে বেকারত্বের বিরুদ্ধে লড়াই করুন। আর পবিত্র ধর্ম ও মন্দিরকে ভোট কেনার জন্য ব্যবহার করা বন্ধ করুন।
দোস্ত দোস্ত না রাহা!
স্বার্থের রাজনীতিতে কোনও দাম নেই বিশ্বাসের, বন্ধুত্বের। না-হলে যে শিবসেনা আদবানি ও বাজপেয়ির হিন্দুত্ব আন্দোলনের শুরুর দিন থেকে একনিষ্ঠ সঙ্গী, বহু লড়াইয়ের সহযোদ্ধা—বাল থ্যাকারে আজ আর নেই—মোদিজি তাঁর শিবসেনাকে দু’টুকরো করে ছেড়েছেন! একনাথের না উদ্ধবের শিবসেনা, কোনটা ‘আসল’ তার ফলাফলের দিকে তাকিয়ে মহারাষ্ট্র। আবার ওড়িশার নবীন পট্টনায়েক সব ইস্যুতে মোদি সরকারকে সংসদে সমর্থন দিয়ে এসেছেন—কী রাজ্যসভা, কী লোকসভায়। ওড়িশার স্বার্থে কেন্দ্রের সঙ্গে কখনও সংঘাতে যাননি তিনি। অথচ ভুবনেশ্বরের মাটিতে দাঁড়িয়ে মোদিজি নবীনবাবুকেও ছাড়লেন না! তিনি বললেন, ৪ জুনই বিজেডি সরকারের পতন। ক্ষমতায় আসবে গেরুয়া শক্তি। এত করেও বিষ নজর থেকে মুক্তি পেলেন না নবীনবাবু। এক বিজেপি প্রার্থী আবার ভগবান জগন্নাথদেবকে মোদিজির ভক্ত বানিয়ে দিলেন! এনডিএ’র অন্য শরিকদের জন্য ব্যাপারটা শিক্ষণীয় নয় কি? গেরুয়া শক্তির বিস্তারে মোদিজি শত্রু-মিত্র কাউকেই রেয়াত করেন না।
দুর্নীতি নিয়ে মানুষ মাথা ঘামায়?
এদেশে দুর্নীতির অভিযোগ ওঠে। মানুষ চঞ্চল হয় সাময়িকভাবে। কাগজে হেডলাইন হয়। আলোচনার খোরাক হয় দু’দিন। কিন্তু শেষপর্যন্ত দুর্নীতির মামলার নিষ্পত্তি হয় না। বোফর্স থেকে রাফাল। কফিন থেকে টু’জি। কয়লা ব্লক বণ্টন। চারা ঘোটালা। ওই পহেলে জেলবাস ফির মুক্তি, অউর সব ভুল জানা। নির্দিষ্ট করে মানি ট্রেইলের হদিশ মেলে না কোথাও। ইউপিএ আমলে বিজেপি সিবিআইকে বলত কংগ্রেস ব্যুরো অব ইনভেস্টিগেশন। আর আজ ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সব শাসকের আঁচলে বাধা। ধরপাকড়, তল্লাশি, পুছতাছ সব চলে রাজনৈতিক উদ্দেশ্যে—দেশের হিতে নয়। আমার দলে এলেই কলঙ্ক সাফ। মানুষ যখন আসল কারণটা জানবে, ততক্ষণে ভোট শেষ। গদি দখলের নাটকে যবনিকা।
ভারতের শত্রুরা খুশি
ভোট শেষ হয়ে যাবে। ফল বেরিয়ে সরকার ভাঙাগড়া তাও সম্পন্ন হবে নির্বিঘ্নে। এরাই থাকবে কিংবা অন্যরা আসবে। কিন্তু দেশের মানুষ এই কথার বিষ প্রাণপণে দু’হাতে সরিয়ে আবার শান্তিতে ঘরে ধূপ জ্বালতে পারবে কি? না সমাজ, বিশ্বাস, একই বৃন্তে দু’টি ফুলের ঘ্রাণ— সব কেড়ে নেবে ক্ষমতা দখলের নোংরা রাজনীতির অবিচল ধারাপাত? মানুষে মানুষে সম্পর্ক যদি ধর্মের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে দেশ দুর্বলই হয়। তা কখনও শত্রুর কাছে দুর্ভেদ্য দুর্গ হতে পারে না। সীমান্ত পারের শত্রুরাও সেটাই চায়, সকাল থেকে সন্ধ্যা। আর জপ করে, ওরা নিজেদের মধ্যে লড়াই করে মরুক। বাকিটা দেখে নেব।
গরিব জনগণ ঘর কা না ঘাট কা ...
সরকার গড়া হবে। নেতারা গত ৭৫ দিনের ঘৃণা ও বিদ্বেষ ভুলে স্বাভাবিক কামানোর রাজনীতিতে ফিরে যাবেন ৪ জুন রাত থেকেই। নতুন সমীকরণ তৈরিতে মন দেবেন। কোটি টাকা নিমেষে একশো-দু’শো গুণ হয়ে ফিরে আসবে। আর তখন উত্তরপ্রদেশ, ছত্তিশগড় কিংবা বাংলার প্রত্যন্ত গ্রামে হেরে যাওয়া রাজনৈতিক দলের কর্মীরা আক্রান্ত হবেন। ভাঙচুর হবে তাঁদের আবাস যোজনার বাড়ি, রক্তাক্ত হবে পরিবার। মঙ্গলসূত্র নয়, হারিয়ে যাবে ছোট্ট আশ্রয়টুকু। নেতাদের কিচ্ছু হয় না। তাঁরা হারুন-জিতুন নিরাপদ ঘেরাটোপেই মুরগি, মাটন, পানীয় সহযোগে আরামে আয়েশে থাকেন। মার খায় শুধু গরিব জনগণ, না ঘর কা, না ঘাট কা! নেতাদের দু’শো উঞ্ছবৃত্তির দগদগে ঘা বয়ে নিশ্চিত সর্বনাশের দিকে এগিয়ে যেতে হয় তাদের! ভিয়েতনামে পরবর্তী বিমান আক্রমণের মতোই অপেক্ষা পরের ভোটের। মঙ্গলসূত্র নয়, গরিবের দু’মুঠো ভাত যেন কেউ কেড়ে নিতে না-পারে, তা আগে নিশ্চিত করুন মোদিজি।