Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মমতার খুঁত ধরে জিততে পারবেন মোদি?
তন্ময় মল্লিক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শুনলে এটা লোকসভা না বিধানসভার নির্বাচন, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হবেই। লোকসভা নির্বাচনে সাধারণত দেশের ও আন্তর্জাতিক স্তরের বিষয় প্রাধান্য পায়। কিন্তু ১০ বছর প্রধানমন্ত্রী থাকার পরেও মোদিজি বাংলায় এসে স্থানীয় বিষয়গুলিকেই গুরুত্ব দিচ্ছেন। রাজ্যের কোনও ইস্যু পেলে তো কথাই নেই। 
তিলকে তাল বানিয়ে ছাড়ছেন। সে সন্দেশখালিই হোক বা সাধু-সন্ত। তাতেই বোঝা যাচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এক দশক দেশ শাসনের পরেও বলার মতো তিনি কিছুই করতে পারেননি। তাঁর ঝুলিতে নেই অটলবিহারী বাজপেয়ির সোনালি চর্তুভুজের মতো কোনও উজ্জ্বল প্রকল্প। আছে শুধু ভবিষ্যতের গ্যারান্টি, যা কোটি কোটি মানুষের মতে, সবটাই ধাপ্পা।
লোকসভা নির্বাচনে প্রচারের বিষয় সাধারণত কী হয়? বিরোধী দলগুলি জানায়, তারা ক্ষমতায় এলে কী করবে। নির্বাচনের আগে দেওয়া অধিকাংশ প্রতিশ্রুতি প্রায় কোনও দলই রাখে না। যেমন ২০১৪ সালে নরেন্দ্র মোদি সুইস ব্যাঙ্কে গচ্ছিত কালাধন দেশে ফিরিয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ও বছরে ২কোটি চাকরির দেওয়ার প্রতিশ্রুতি রাখেননি। শুধু বিজেপি নয়, এই রকম অনেক প্রতিশ্রুতিই বিভিন্ন রাজনৈতিক দল দেয়, কিন্তু রাখে না।
আর ক্ষমতাসীন দল দেশবাসীকে জানায়, গত পাঁচবছরে সরকার কী করেছে এবং আগামী দিনে কী করতে চায়। এক কথায় জনগণের কাছে শাসক দল সরকারের কাজের ‘রিপোর্ট কার্ড’ পেশ করে। সুতরাং মোদিজির কী উচিত ছিল? গত দশ বছরে তাঁর সরকার কী কাজ করেছে, তার হিসেব দাখিল করা। 
নরেন্দ্র মোদি বলতে পারতেন, ২০১৪ সালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কত ছিল এবং পেট্রল ও ডিজেল কত টাকা লিটার দরে বিক্রি হতো। আর তাঁর আমলে অপরিশোধিত তেলের দাম কত এবং ডিজেল, পেট্রল কী দামে বিক্রি হচ্ছে। তিনি বলতে পারতেন, কংগ্রেস আমলে দেশে মুদ্রাস্ফীতির হার কত ছিল, আর এখন কত! নরেন্দ্র মোদি আর কী বলতে পারতেন? তিনি ক্ষমতায় বসার আগে বিশ্বব্যাঙ্কের কাছে ভারতের ঋণ কত ছিল এবং এখন তা কত হয়েছে। কংগ্রেস আমলের তুলনায় এখন বেকার বেড়েছে নাকি কমেছে। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন তিনি। তাঁর আমলে কত নতুন চাকরি পেয়েছে এবং তাতে কত বেকার কমেছে।
এই সমস্ত কথা তুলে ধরলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যেত। দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যেত, কংগ্রেসের তুলনায় বিজেপি সরকার ভালো নাকি খারাপ। এমনকী মানুষ এও বুঝতে পারত প্রধানমন্ত্রী হিসেবে তিনিই সেরার সেরা কি না! এমনকী অটলজির চেয়ে নরেন্দ্র মোদি কতটা সফল, সেটাও তাঁর ভক্তরা বুঝতে পারতেন। মোদিজি নির্বাচনী প্রচারে বেরিয়ে এসব কিছুই বলছেন না। উল্টে দাবি করছেন, তিনি নাকি ঈশ্বরের বরপুত্র। আর নোটবন্দির প্রসঙ্গ ভুলেও মুখে আনছেন না। অথচ একটা সময় নোটবন্দিকেই মোদি সরকারের বিরাট সাফল্য বলে বিজেপি প্রচার করেছিল। 
নরেন্দ্র মোদি বা অমিত শাহরা সে সবের ধারেকাছে না গিয়ে কেবল সন্দেশখালির কথা বলছেন। একটা পরিকল্পিতভাবে তৈরি করা ইস্যুকে জোর করে গেলাতে চাইছেন। এখন আবার পড়েছেন সাধু-সন্তদের নিয়ে। কামারপুকুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটা অংশকে উল্লেখ করে মেরুকরণের রাজনীতি করতে মরিয়া হয়ে উঠেছেন। 
অনেকে বলছেন, নরেন্দ্র মোদি অঙ্ক কষে ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়েছেন। নির্বাচনের আগে কার্তিক মহারাজ বিজেপিকে ভোট দিন, এই কথাটিই শুধু বলেননি। কিন্তু নরেন্দ্র মোদির পক্ষে তিনি জোরদার সওয়াল করেছেন। তিনি ৩৭০ ধারা বিলোপ সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। কার্তিক মহারাজ নির্বাচনের আগে ঠিক কী বলেছিলেন? তিনি বলেছিলেন, সমস্ত হিন্দুকে অনুরোধ করব, আসুন সব ভেদাভেদ ভুলে আমরা সেই জায়গায় যাব, যিনি ভারতবর্ষের পরিচালক, যিনি ভারতবর্ষের সিংহপুরুষ, যিনি কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করেছেন, যিনি সিএএ প্রবর্তন করছেন আমরা তাঁর পিছনে দাঁড়াব। তাঁর হাতকে শক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এটা কি কোনও সাধুর ভাষা হতে পারে? সাধু-সন্তরা সকলের প্রণম্য। তাঁদের ধর্ম ও কর্ম একটাই, মানবসেবা। তাঁরা রাজনীতি, ক্ষমতা, সংসার থেকে শত হস্ত দূরে থাকেন। সর্বত্যাগী বোঝাতে ধারণ করেন গেরুয়া বসন। তাঁরা সবাইকে আপন করে নেওয়ার দুর্লভ ক্ষমতার অধিকারী। তাই বয়সে বড়রাও তাঁদের নতমস্তকে প্রণাম জানান। তাঁদের কাছে জাতি ধর্ম, উচ্চ-নীচ, ধনী-দরিদ্র, কোনও ভেদাভেদ থাকে না। মা সারদা বলেছিলেন, ‘আমি সৎ-এরও মা, অসৎ-এরও মা। আমি সকলের মা।’ সেই কারণেই মা সারদা আজ ঘরে ঘরে পূজিত হন। 
কার্তিক মহারাজ হয়তো অনেকেরই শ্রদ্ধার পাত্র, ভরসার কেন্দ্রস্থলে বিরাজ করেন। কিন্তু তিনি কি এই সব ‘সাধু গুণে’র অধিকারী? নির্বাচনের আগে কালীমন্দিরে দাঁড়িয়ে দেওয়া কার্তিক মহারাজের বক্তব্য শুনলে যে কেউ তাকে রাজনৈতিক নেতার ভাষণ বলেই ভুল করবেন। 
এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কেউ কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করতেই পারেন। যিনি সেটা করতে চান বুকে দলীয় প্রতীক লাগিয়ে করুন। কোনও ধর্মীয় সংগঠন বা সংস্থার নাম ভাঙিয়ে নয়।’ আর তাতেই গায়ে ফোস্কা পড়েছে বিজেপির। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে চায়ের দোকানে, পাড়ার আড্ডায় চর্চা হতেই পারে। কিন্তু তা জায়গা করে নিয়েছে দেশের প্রধানমন্ত্রীর ভাষণে। ভাবা যায়?
কার্তিক মহারাজের এই বক্তব্যকে সমর্থন করেননি অধিকাংশ সাধু-সন্ত। এমনকী তিনি যে সংস্থার সঙ্গে যুক্ত সেই ভারত সেবাশ্রম সঙ্ঘও নয়। তারা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভারত সেবাশ্রম সঙ্ঘের পাশে থাকেন। নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ সাধু-সন্তদের অবস্থান ও ভূমিকা আরও স্পষ্ট করে দিয়েছে। বলেছে, বেলুড় মঠ একটি অরাজনৈতিক সংগঠন। এখানকার সন্ন্যাসীরা রাজনীতিতে অংশগ্রহণ করেন না। এমনকী ভোটও দেন না। ভক্তরা কাকে ভোট দেবেন, সে বিষয়ে হস্তক্ষেপও করেন না। 
বঙ্গ রাজনীতিতে কট্টর মমতা বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরীও এই ইস্যুতে কার্তিক মহারাজেরই সমালোচনা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী কার্তিক মহারাজের হয়ে ব্যাট ধরেছেন। প্রধানমন্ত্রীর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কট্টর মুসলিমদের চাপে সাধুসন্তদের উপর আক্রমণ করছেন। মুসলিম ভোট এককাট্টা করাই তাঁর উদ্দেশ্য। 
মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী প্রমাণের চেষ্টা নতুন কিছু নয়। একুশের বিধানসভা ভোটের আগেও বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে মুসলিম তোষণকারী তকমা সেঁটে দিতে চেয়েছিল। কিন্তু তাতে যে লাভ হয়নি, সেটা ভোটের ফলেই প্রমাণ হয়েছে। শুধু সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে যে বাংলায় ২১৩টি আসন জেতা সম্ভব নয়, সেটা জানার জন্য বিশেষজ্ঞ হতে হয় না। 
এবারও বিজেপি পরিকল্পনা করে বাংলায় ভোট মেরুকরণের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তবুও মুসলিম প্রার্থী দিয়েছিল। কিন্তু এবার ৪২টি আসনের একটিতেও মুসলিম প্রার্থী দেয়নি। উদ্দেশ্য, বিজেপি হিন্দুদের দল, এই বার্তা দেওয়া। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধুর দিকে রাজনীতি করার অভিযোগ তুললেই তাকে ইস্যু করছে বিজেপি।
লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নরেন্দ্র মোদিই বিজেপির মুখ। প্রচারের দৌলতে বিজেপি আর মোদি সমার্থক হয়ে গিয়েছে। তাঁর আগে বা পরে কেউ নেই। মোদি ব্র্যা঩ন্ডিংয়ের জন্য বিজ্ঞাপনের পিছনে খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা। তা সত্ত্বেও নির্বাচনের দফা যত এগচ্ছে, ততই যেন টলে যাচ্ছে আত্মবিশ্বাসের ভিত। তাই বাংলায় এসে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুঁত খুঁজে বেড়াচ্ছেন। নরেন্দ্র মোদি বুঝে গিয়েছেন, লোকসভা নির্বাচনেও বাংলায় বিজেপির ভরসা সেই নেগেটিভ ভোট। তাই তিনি যতই ঠকঠকান না কেন, ঘি বেরবে না। কারণ ভাঁড়ার শূন্য।
25th  May, 2024
প্রত্যাখ্যাত নীতিতেই ফের আস্থা মোদির
পি চিদম্বরম

গত ৯ জুন যে নতুন সরকার শপথ নিল, তার গল্পটি অল্প কয়েকটি শব্দে বেঁধে ফেলা যেতে পারে: মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদি বেছে নিয়েছেন তাঁর ধারাবাহিকতা। 
বিশদ

সরকার গড়েও মুষড়ে কেন বিজেপি
হিমাংশু সিংহ

এত বড় জয়, টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার অতুল কীর্তি, তবু বিজেপি ও সঙ্ঘ পরিবারের বডি ল্যাঙ্গুয়েজ এত ডিফেন্সিভ কেন? শপথ নিয়েও শাসকের অন্দরে উল্লাস নেই, স্বতঃস্ফূর্ত হাসিটুকুও উধাও, উপর থেকে নিচুস্তর পর্যন্ত সবাই ব্যস্ত আত্মরক্ষায়। বিশদ

16th  June, 2024
লক্ষ্মীর ভাণ্ডার নিছক ভোটব্যাঙ্ক নয়
তন্ময় মল্লিক

লক্ষ্মীর ভাণ্ডার কি শুধুই ভোটব্যাঙ্ক? লোকসভা ভোটে বাংলায় জোর ধাক্কা খাওয়ার পর বিজেপির অনেক নেতা লক্ষ্মীর ভাণ্ডারকে ‘ঢাল’ করে ব্যর্থতা ঢাকতে চাইছেন। তাঁরা এমন ভাব করছেন যেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বিজেপির বাংলায় ভরাডুবি হয়েছে। বিশদ

15th  June, 2024
মানুষকে অপমান করা হচ্ছে কেন?
সমৃদ্ধ দত্ত

আমরা আউশগ্রামের প্রেমগঞ্জ অথবা বাবুইসোল কিংবা প্রতাপপুরে থাকি। সকাল ৬টার মধ্যে বাড়ির সব কাজ সেরে জঙ্গলে চলে যাই। খেজুর পাতা আনতে। ব্যাপারটা কঠিন। সেই পাতা রোদে শুকাতে দেওয়া হয়। ঝাঁটা তৈরি হবে। বিশদ

14th  June, 2024
গণতন্ত্রের সবচেয়ে বড় বিনোদন!
মৃণালকান্তি দাস

চার্চিল নাকি বলেছিলেন, ‘পাবলিক ওপিনিয়ন’ বলে কিছু হয় না, পুরোটাই ‘পাবলিশড ওপিনিয়ন’! বিশদ

13th  June, 2024
পরমাত্মা এখন পরজীবী, প্রণত শরিক পদে
সন্দীপন বিশ্বাস

হে পরমাত্মা, হে নন বায়োলজিক্যাল প্রাণ, ধ্যানের খেলা যখন ভাঙল, তখন আপনি উঠে দেখলেন আপনার একচ্ছত্র সাম্রাজ্য চুরমার, আপনার শৌর্যের ঢক্কানিনাদ মাটিতে লুটোপুটি খাচ্ছে। দীর্ঘ ভোটপর্বের সমাপ্তি হয়েছে। আপনিও শপথ নিয়ে ফের প্রধানমন্ত্রী হয়েছেন। বিশদ

12th  June, 2024
 ভোট, শেয়ার বাজার এবং কিছু শিক্ষা
 শান্তনু দত্তগুপ্ত

অধৈর্যদের টাকা ধৈর্যশীলদের অ্যাকাউন্টে পাঠানোর সবচেয়ে ভালো মাধ্যম কী? উত্তরটা দিয়ে গিয়েছেন ওয়ারেন 
বাফে—স্টক মার্কেট। তাঁর কথাটা বাজার দুনিয়ায় প্রায় মিথ হয়ে গিয়েছে। তা সে মার্কিন মুলুক হোক, বা ভারত। নিউটনের তৃতীয় সূত্রের মতো জীবনের নানা ওঠাপড়ার সঙ্গে জুড়ে গিয়েছে বাফের বিশ্লেষণ।
বিশদ

11th  June, 2024
নয়া অবতারে চ্যালেঞ্জের মুখে মোদি
পি চিদম্বরম

‘সমগ্র পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ .../ এবং সমস্ত নরনারীই নিছক অভিনয় শিল্পী।/ নিজ নিজ ভূমিকা অনুসারে মঞ্চে তাদের সকলেরই প্রবেশ এবং প্রস্থান ঘটে;/ এমনকী, একই মানুষকে প্রয়োজনমতো অনেক ভূমিকার চিত্রায়ণ করতে হয়।’ বিশদ

10th  June, 2024
শরিকি মেহফিলে এবার মুজরো কার?
হিমাংশু সিংহ

নরেন্দ্র মোদি তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছেন, এটা এখন সারা বিশ্বের জানা। চোখ ধাঁধানো মন্দির গড়েও উত্তরপ্রদেশে বিপর্যস্ত হয়েছেন, তাও অজানা নয়। কিন্তু যেটা আজানা, তা হচ্ছে জোট সরকারে দ্রুত রং বদলে ফেলা শরিকদের মেহফিলে ‘বিশ্বগুরু’র ‘মুজরো’টা শুরু হতে কতটা সময় লাগবে? বিশদ

09th  June, 2024
মোদি মোকাবিলায় মমতা একাই কাফি
তন্ময় মল্লিক

‘ভাগ্যিস বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হয়নি। জোট হলে জয়ের সব কৃতিত্ব কংগ্রেসই দাবি করে বসত।’ কথাগুলো তৃণমূল কংগ্রেসের এক নেতার। তখনও লোকসভা নির্বাচনের সব আসনের ফল ঘোষণা হয়নি। তবে, ছবিটা মোটামুটি পরিষ্কার। বিশদ

08th  June, 2024
আজ হাসছে গণতন্ত্র
সমৃদ্ধ দত্ত

আজ হাসছেন মণিপুরের কাংপোকপি গ্রামের নারীরা। চরম অরাজকতায় তিন নারী প্রাণ বাঁচাতে সন্তান নিয়ে পালিয়েছিলেন হাওকচংচিং জঙ্গলে। সেখান থেকে টেনে বের করে তাঁদের নগ্ন করে হাঁটানো এবং গণধর্ষণ করা হয়। জ্বলছে মণিপুর মাসের পর মাস। আপনি বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেরিয়েছেন। বিশদ

07th  June, 2024
একনায়কতন্ত্রকে হারিয়ে জয় গণতন্ত্রের
মমতা বন্দ্যোপাধ্যায়

ঔদ্ধত্য আর অহঙ্কারের কোমর ভেঙে দিয়েছে বাংলা। আর্থিক বঞ্চনা, হকের টাকা আটকানো আর কেন্দ্রীয় বৈষম্যের প্রতিবাদে গর্জে উঠেছে পাহাড় থেকে সাগর। সমুচিত জবাব পেয়েছে বিজেপি। যে দল দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল, যারা চেয়েছিল সংবিধানকে বদল করতে, যারা চেয়েছিল বাংলাকে পদানত করতে। বিশদ

06th  June, 2024
একনজরে
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজন ইটভাটা কর্মীর। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মুরদনগরে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে (ইপিই)। ...

গ্রুপ পর্ব শেষ। ভারতীয় দল সুপার এইট পর্বের জন্য ফ্লোরিডা ছেড়ে পৌঁছে গেল বার্বাডোজে। ...

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ছোট শিল্প এখনও পর্যন্ত প্রযুক্তিগত দিক দিয়ে ততটা উন্নত নয়। ...

ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব। এবারের ঘটনাস্থল টেক্সাসের রাউন্ড পার্ক। শনিবার রাতে সেখানে একটি অনুষ্ঠান চলাকালে এলোপাথাড়ি গুলি চালায় এক যুবক। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মাতৃসূত্রে বিপুল অঙ্কে বিত্তলাভ হতে পারে। কর্ম ও ব্যবসায় ক্রমোন্নতি। ঈশ্বর চিন্তায় মনে শান্তিলাভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস
১৬৩১: শাহজাহান পত্নী মুমতাজের মৃত্যু
১৬৩১: মোগল রাজকন্যা তথা সম্রাট শাহজাহান ও মুমতাজের সর্বকনিষ্ঠ সন্তান গওহর আরা বেগমের জন্ম
১৬৭৪: মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির মা জীজা বাঈয়ের মৃত্যু
১৭৫৬: নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান
১৮৫৮: ঝাঁসির রাণী লক্ষ্মী বাঈয়ের মৃত্যু
১৮৮৫: নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি স্থাপিত হয়
 ১৯০৫:  লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌপরিবহন চলাচল শুরু হয়
১৯৩০: বিশিষ্ট অভিনেতা অনুপ কুমারের জন্ম
১৯৬৭: চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরী করে
১৯৭৩: টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের জন্ম
১৯৮১: অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৭৩ টাকা ৮৪.৪৭ টাকা
পাউন্ড ১০৪.২১ টাকা ১০৭.৬৮ টাকা
ইউরো ৮৮.০৭ টাকা ৯১.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
16th  June, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  June, 2024

দিন পঞ্জিকা

২ আষাঢ়, ১৪৩১, সোমবার, ১৭ জুন, ২০২৪। একাদশী অহোরাত্র। চিত্রা নক্ষত্র ২২/১৮ দিবা ১/৫১। সূর্যোদয় ৪/৫৫/৫৬, সূর্যাস্ত ৬/১৮/৫০। অমৃতযোগ দিবা ৮/৩০ গতে ১০/১৭ মধ্যে। রাত্রি ৯/৮ গতে ১১/৫৮ মধ্যে পুনঃ ১/২৪ গতে ২/৪৮ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৩/৩১ গতে ৪/১৩ মধ্যে। বারবেলা ৬/৩৭ গতে ৮/১৭ মধ্যে পুনঃ ২/৫৮ গতে ৪/৩৯ মধ্যে। কালরাত্রি ১০/১৮ গতে ১১/৩৮ মধ্যে। 
২ আষাঢ়, ১৪৩১, সোমবার, ১৭ জুন, ২০২৪। একাদশী শেষরাত্রি ৪/৪০। চিত্রা নক্ষত্র দিবা ১২/৫১। সূর্যোদয় ৪/৫৫, সূর্যাস্ত ৬/২১। অমৃতযোগ দিবা ৮/৩৫ গতে ১০/২৩ মধ্যে এবং রাত্রি ৯/১৩ গতে ১২/৩ মধ্যে ও ১/২৮ গতে ২/৫৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। কালবেলা ৬/৩৬ গতে ৮/১৭ মধ্যে ও ৩/০ গতে ৪/৪০ মধ্যে। কালরাত্রি ১০/১৯ গতে ১১/৩৭ মধ্যে। 
১০ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বহু ট্রেনের রুট পরিবর্তন
ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল আটটা নাগাদ রাঙাপানি ...বিশদ

02:57:28 PM

ময়নাগুড়িতে জমি বিবাদ, গুরুতর আহত ৩
ময়নাগুড়ি চুরভান্ডার এলাকায় জমি নিয়ে বিবাদ। সংঘর্ষে আহত দু’পক্ষের একাধিক। ...বিশদ

02:13:44 PM

বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। রাজ্যের ৪টি কেন্দ্রের ...বিশদ

02:03:56 PM

গাফিলতির কথা স্বীকার রেলের
উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার পিছনে গাফিলতির কথা মেনে নিল রেলওয়ে ...বিশদ

01:34:20 PM

উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা: বাগডোগরা যেতে পারেন মুখ্যমন্ত্রী
বিকেলে বাগডোগরা যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকেই ঘটনাস্থলে ...বিশদ

01:21:00 PM

উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা: সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
উত্তরবঙ্গ রেল দুর্ঘটনায় সাহায্য ঘোষণা নরেন্দ্র মোদির। মৃতদের পরিবারপিছু ২ ...বিশদ

01:09:50 PM