Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। ন’বছর আগে এই ভবনেরই চৌকাঠে মাথা ঠুকে শাসনক্ষমতায় হাতেখড়ি হয়েছিল সুদূর গুজরাতের তিনবারের দাপুটে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। আশা ছিল, তাঁর আমলে শুধু উন্নতিই হবে না, বদলে যাবে দেশের সামগ্রিক চেহারা। মানুষ দু’মুঠো খেতে পাওয়ার সঙ্গে কাজ পাবে। মিলবে মাথার ছাদ। পড়শি শত্রুরা সমীহ করবে। সেই সাহস আর সঙ্কল্প নিয়েই শুরু হয়েছিল যাত্রা। ন’বছর পর আজ, যখন বেকার সমস্যা মেটার কোনও লক্ষণ নেই, মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া, ব্যবসা তলানিতে তখন দৃষ্টি ঘোরাতে শুধু ৮৬২ কোটির নতুন সংসদ ভবনে কি চিঁড়ে ভিজবে? কিংবা গুটিকতক নতুন মন্দিরে। লেলিয়ে দেওয়া এজেন্সি সন্ত্রাসে বিধ্বস্ত বিরোধীরা ইতিমধ্যেই রবিবারের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন। তাঁদের দাবি প্রধানমন্ত্রী নয়, গণতন্ত্রের এই মন্দিরের উদ্বোধন করার ষোলোআনা হক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। শীর্ষ সাংবিধানিক পদে আসীন তিনিই। বিতর্কের শেষ এখানেই নয়, বরং শুরু। আধুনিক ভারতের নয়া সংসদ ভবনের উদ্বোধনের জন্য কেন সাভারকারের জন্মদিনকে বাছা হল, ক্ষোভ দানা বেঁধেছে তা নিয়েও। সুবিশাল এই উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করতে হঠাৎই আমদানি করা হয়েছে ব্রিটিশ রাজদণ্ড (মোটেই ন্যায়দণ্ড নয়!) সেঙ্গোলের। লর্ড মাউন্টব্যাটেন ওই দণ্ড নেহরুজির হাতে তুলে দিয়েছিলেন। তারপর তার ঠাঁই হয়েছিল অন্ধকারে। আজ মোদিজি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করছেন দক্ষিণের তামিল ব্রাহ্মণদের ভোট জিততে। এই তাঁর উদারমনা রাজনীতির উদাহরণ!
মহাত্মা গান্ধীর নাতি তুষার গান্ধী তাৎপর্যপূর্ণ টুইট করেছেন। তাঁর দাবি, এতই যখন হল তখন নয়া সংসদ ভবনের নাম রাখা হোক ‘সাভারকার সদন’। আর গরিব জনগণের দেওয়া করের কোটি কোটি টাকায় তৈরি ভবনের সবচেয়ে বড় যে সভাকক্ষ, যেখানে প্রায় ১,২০০ নির্বাচিত সদস্যের বসার জায়গা থাকছে, পরিভাষায় যাকে সেন্ট্রাল হল বলে, তার নাম রাখা হোক ‘মাফি কক্ষ’। প্রশ্ন একটাই, সেই অর্থে সাভারকারকে স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির কোনও মুখ বলা যায় কি? তিনি কোনও অর্থেই নেহরু, প্যাটেল, মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাশ, বাঘাযতীনের সমকক্ষ ছিলেন না। যতই মহান সাজানোর চেষ্টা হোক, এখনও দেশবাসী ভুলতে পারে না আন্দামানের সেলুলার জেলে থাকার সময় ‘মহামান্য’ সাভারকারই ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন। প্রথমবার তাঁর প্রার্থনা খারিজ হয়ে যায়। অথচ ক্ষমা প্রার্থনা যাঁদের রক্তে নেই, সেই আপসহীন নেতাজিকে চিরদিন ব্রাত্য রেখে, গান্ধীজিকে দূরে সরিয়ে আজ ২৮ মে সাভারকারের জন্মদিনে উদ্বোধন হচ্ছে নয়া সংসদের। সামনেই দেশের ৭৬তম স্বাধীনতা দিবসের মতো পবিত্র মুহূর্ত অপেক্ষা করছে। অপেক্ষা করছে সংবিধানের ৭৫তম বর্ষও। ২৬ নভেম্বর ১৯৪৮, সংবিধান উপহার পেয়েছিলাম আমরা। তবু  ইতিহাসকে পিছনে ঠেলে দ্রুত বিতর্কিত সাভারকারের জন্মদিনকে বেছে নেওয়া কেন, সেই প্রশ্ন আজ প্রাসঙ্গিকভাবেই উঠছে।
একথা বলতেই হবে, দেশের শ্রেষ্ঠ বীর এই বাংলার পরাক্রমী পুরুষ নেতাজির সঙ্গে সেই অর্থে সাভারকারের কোনও তুলনাই চলে না। তাঁর খ্যাতি-অখ্যাতি মূলত হিন্দুত্বের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে, স্বাধীনতার লড়াইয়ের আপসহীন সংগ্রামী হিসেবে নয়। তাও সীমাবদ্ধ অঙ্গরাজ্য মহারাষ্ট্রে। আজ হিন্দুত্বের ধ্বজাধারীরাই দেশের শাসন ক্ষমতায়। এহেন হিন্দুত্বের মুখ সাভারকারকে স্বাধীনতার লড়াইয়ের প্রধান মুখ হিসেবে তুলে ধরার তাই উচ্চকিত আয়োজন। কিন্তু একইসঙ্গে মনে রাখতে হবে তাঁর জন্মদিনে ১,২০০ আসনের রাজকীয় সংসদ ভবনের উদ্বোধন করে সেই বিভাজনের রাজনীতিতেই শান দিলেন নরেন্দ্র মোদি। তাই তাঁর মুকুটে এটি মোটেই ধর্মনিরপেক্ষ কোনও পালক নয়। অতঃপর সব কা সাথ, সব কা বিকাশের ঢক্কানিনাদ ওই নয়া ভবনের ইট কাঠের আড়ালে গুমরে মরবেই। শান্তি পাবে না দেশের জন্য প্রাণ দেওয়া শতশত স্বাধীনতা সংগ্রামীর আত্মাও।
প্রথম থেকেই গেরুয়া শক্তির একটাই এজেন্ডা নেহরুর ইতিহাসকে মুছে ফেলার। ১৯২৭ সালে স্থপতি গ্রাহাম লুটিয়েনের পরিকল্পনায় পুরনো সংসদ ভবনের পত্তন হয়। পুরনো ভবনের বয়স প্রায় ৯৬ বছর। স্বাধীনতার ৭৫ বছরের বহু উত্থান পতনের সাক্ষী এটি। কিন্তু আজ কংগ্রেসকে বিসর্জন দিতে গিয়ে নেতাজি সহ অন্যদেরও ভুলে যাওয়া কেন? নতুন যে সংসদ ভবনের আজ উদ্বোধন হচ্ছে তাঁর স্থপতি কোনও লুটিয়েন নয়, মোদি ঘনিষ্ঠ গুজরাতি বিমল প্যাটেল। বারাণসীর মন্দিরে প্রবেশের চোখ ধাঁধানো প্রশস্ত করিডরের নকশাও তাঁরই। সাধারণ নির্বাচনের আর একবছরও দেরি নেই। নয়া সংসদ ভবনের পর অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হবে মোদিজির হাত দিয়েই। এবছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতে। ক্রমশ সেই মাহেন্দ্রক্ষণও এগিয়ে আসছে। কে জানে, কয়েক মাসের মধ্যে হয়তো বারাণসীর জ্ঞানবাপী মসজিদও ভোটের স্বার্থে ঢাকা পড়বে শিবলিঙ্গের ছায়ায়। সব মিলিয়ে হিন্দুরাষ্ট্র গঠনের দু’শো আয়োজন। এককথায় বেঁচে থাকার সমস্যা সমাধানের ব্যর্থতা ঢেকে দিয়ে হিন্দুত্বের গগনভেদী জয়োল্লাসে ভোট বৈতরণী পার করার মরিয়া প্রয়াস।
এই লেখা আজ যখন পাঠকের হাতে পৌঁছচ্ছে তখন ৮৬২ কোটি টাকা ব্যয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান পুরোদমে শুরু হয়ে গিয়েছে। ভোর থেকে প্রধানমন্ত্রী যজ্ঞ শুরু করেছেন দেশের প্রথম সারির পণ্ডিতদের পাশে বসিয়ে। ওই যজ্ঞে তিনি একাই থাকবেন একনায়কের মতো। বাজপেয়িজি বেঁচে থাকলে আদবানিজিও শামিল হতে পারতেন। এই সরকারে এক আর দু’নম্বরের মধ্যে বিস্তর ফারাক। তাই ওটা হওয়ার নয়। দুপুর ১২টায় আমন্ত্রণ জানানো হয়েছে অন্যদের। প্রায় ২০টি স্বীকৃত রাজনৈতিক দল অনুষ্ঠান বয়কট করেছে। এককথায় গণতন্ত্রই যে-দেশে বিপন্ন, বিরোধীরা এজেন্সি আর আইনের ফাঁসে নাস্তানাবুদ, সেখানে এত বিশাল খরচের গণতন্ত্রের মন্দিরের প্রয়োজনটা কী?
ভক্তকুল ওসব মানে না। তাঁরা সোচ্চারে বলতেই থাকে ৯ বছরের কীর্তির খতিয়ান। দু-দু’বার নোট বাতিলের অভাবনীয় ‘সাফল্য’। জিএসটি কার্যকর করার অনন্য ‘নজির’। সব বিরোধী নেতাকে জেলে পুরে কাশ্মীর দু’ভাগ করার ঐতিহাসিক পদক্ষেপ, তিন তালাক বন্ধ করার ‘অতুলনীয় কীর্তি’। সিবিআইয়ের দাপাদাপি। শূন্য সংসদে ধ্বনি ভোটে একের পর এক বিল পাশের অসাধারণ রেকর্ড। পাকিস্তানের ভিতরে ঢুকে সার্জিকাল স্ট্রাইক। এমন বুক ফুলিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারা প্রধানমন্ত্রী এর আগে আসেননি বলে ঢাক বাজতেই থাকে। তবু বেকার সমস্যা গত ৪৫ বছরের মধ্যে রেকর্ড উচ্চতা ছুঁয়েছে। এত অস্ত্র, হুঙ্কার, আস্ফালন সত্ত্বেও চীন, পাকিস্তানের দৌরাত্ম্য একচুল কমেনি। সীমান্ত পেরিয়ে অরুণাচলে ঢুকে সেতু পর্যন্ত উড়িয়ে দিয়েছে লালফৌজ। আর আমরা অসহায় দর্শক হয়ে দেখেছি। এই অস্থিরতার সঙ্গেই কখনও ক্ষুধার সূচকে একশো দেশের নীচে লজ্জাজনক অবস্থান, আবার কখনও পেট্রল-ডিজেল-গ্যাসের আকাশছোঁয়া দাম বেমালুম মিলে যায় এক বিন্দুতে। মূল্যবৃদ্ধির ছ্যাঁকা লাগছে, তবু মুখে বলে কার সাধ্য? স্বাধীন মতামত প্রকাশের পরিসরটুকুও আজ কমতে কমতে নিশ্চিহ্ন। উত্তরপ্রদেশের মতো দিকে দিকে ডাবল ইঞ্জিন সরকারের হাতছানি। তবু হালে কর্ণাটক, হিমাচল সেই জাল কেটে আবার সিঙ্গল ইঞ্জিন রাজ্যের দিকে ফিরেছে। দু’হাতে লাড্ডুর আহ্লাদে মানুষ আর ভুলছে না। উন্নয়নের চকমকিও তাই কেমন যেন ম্লান!
১০ ডিসেম্বর, ২০২০। দেশ তখন কোভিডের আঘাতে দিশাহারা। প্রধানমন্ত্রী তাতে আমল না দিয়েই নয়া সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর রেকর্ড সময়ে সেন্ট্রাল ভিস্তার প্রথম পর্বের সূচনা। চিদম্বরম সাহেব নয়া সংসদ ভবন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, গণতন্ত্রের ধ্বংসাবশেষের উপরই নতুন সংসদের পত্তন করা হয়েছে। আসলে বড় সংসদ মানে শুধু লোকসভা ও রাজ্যসভার সদস্য বৃদ্ধিই নয়, এর মধ্যেই সুপ্ত রয়েছে আগামী দিনের রাজ্যভাগের পরিকল্পনা (পড়ুন, ষড়যন্ত্র)। যেসব রাজ্যে এখনও বিজেপি তেমন প্রভাব বিস্তার করতে ব্যর্থ, সেখানে রাজ্য ভেঙে একটি অংশের উপর দখলদারি কায়েমের মরিয়া চেষ্টা আগামী দিনে আরও বেপরোয়া হয়ে নখ দাঁত বের করবে। ইতিমধ্যেই বঙ্গ বিজেপি বুঝে গিয়েছে, বাংলায় দক্ষিণবঙ্গে ভোটে জেতা দূর অস্ত। তাই উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করে দখলদারি কায়েমের চক্রান্তে ক্রমাগত ইন্ধন দিয়েই চলেছে তারা। আবার সিএএ না-হলেও, মতুয়াদের নানা টোপ দিয়ে কাছে টানার জঘন্য ষড়যন্ত্রও চলছে। রাজ্য ভাগ হলে এই বিভাজনের তাস আরও কদর্য রূপ নিতে বাধ্য। 
উদ্দেশ্য পরিষ্কার, শুধু সাম্প্রদায়িক বিভাজন নয়, রাজ্যভাগের তাস খেলেও ভোটবাক্সে ঝড় তোলার চেষ্টা শুরু হচ্ছে। নয়া সংসদ ভবন তারই ইঙ্গিতবাহী। কিন্তু মানুষে মানুষে বিভেদ বাড়লে যেমন নেতাদের লাভ, তেমনি মস্তবড় লোকসান দেশের। ভাগ বাটোয়ারার এই খেলায় দেশের আত্মাটাই ক্রমশ বিভক্ত হয়ে যাচ্ছে। ‘বিবিধের মাঝে মিলন মহান’-এর গৌরবময় উপলব্ধির কঙ্কালটুকু ছাড়া আর অবশিষ্ট রইল কী!
28th  May, 2023
বিল যখন স্বপ্নপূরণের ‘গাজর’
তন্ময় মল্লিক

শাস্ত্রে আছে, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণং। যে কোনও শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলা উচিত। দেরি করলে সেই কাজে বিঘ্ন ঘটতে পারে।
বিশদ

নতুন সংসদ ভবনে উদারতার আলো আসবে?
সমৃদ্ধ দত্ত

পুরনো সংসদ ভবন এবং নতুন সংসদ ভবনের মধ্যে পার্থক্য কী? অসংখ্য। কিন্তু সব কিছু ছাপিয়ে প্রধান পার্থক্য হল, আলো এবং বাতাস! সূর্যের আলো। প্রাকৃতিক বাতাস।
বিশদ

22nd  September, 2023
চীনকে চিনতে ভুল করেননি রবীন্দ্রনাথ
মৃণালকান্তি দাস

উত্তাল সময়ে চীনে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। ১৯২৪ সালে। ভ্রমণ করেছিলেন ৪৯ দিন। বক্তৃতা করেছিলেন একাধিক জায়গায়। আর পরিবর্তনের সেই ঝোড়ো হাওয়ায় কী বলবেন কবি, সেই দ্বিধা ছিল তাঁর প্রথম বক্তৃতাতেই: ‘আপনাদের ধর্ম এবং প্রথা সম্পর্কে এত বিরোধী মতামতের কথা আমি পড়েছি যে, ভাবছিলাম এঁরা আমাকে কিসের জন্য আমন্ত্রণ করেছেন, এঁদের কল্যাণের জন্য কোন বাণী বহন করে নিয়ে যাওয়া আমার কর্তব্য।’ বিশদ

21st  September, 2023
রাম বাম শ্যাম সেই এক ছাদেরই নীচে
হারাধন চৌধুরী

বাংলায় একটা প্রবাদ আছে, বাঙালি কলকাতায় না গেলে কুলীন হয় না। তেমনি ভারতীয় রাজনীতিতে বাংলার গুরুত্ব। কেন্দ্রীয় ক্ষমতা পেয়েও একটা রাজনৈতিক দল জাতে ওঠে না, যদি না বাংলার ক্ষমতা অন্তত একবার দখলের কৃতিত্ব তার ঝুলিতে থাকে। বিশদ

20th  September, 2023
সনাতন ধর্ম, রাজনীতি ও স্বামীজি
শান্তনু দত্তগুপ্ত

 

উদয়নিধি স্ট্যালিন কি ঠিক কাজ করলেন? ভোটমুখী ভারতের বাজারে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে কামানের মুখ ঘুরিয়েছেন সনাতন ধর্মের দিকে।
বিশদ

19th  September, 2023
কেতা দেখিয়ে দুর্গম পথ পেরনো কঠিন
পি চিদম্বরম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন আপাদমস্তক শোম্যান। জি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে তাঁকে বেশ আশ্বস্ত এবং স্বচ্ছন্দ দেখাচ্ছিল। তিনি যাতে গুছিয়ে এবং সম্পূর্ণ নির্ভুলভাবে ভাষণ দিতে পারেন, সেসব তৈরি করে দেওয়ার জন্য মোদিজির একটা টিম আছে। এবং তিনি এও জানেন, কীভাবে তাঁর মন্ত্রীদের জন্য এক ইঞ্চিও জায়গা না ছেড়ে ক্যামেরা ফ্রেমের পুরোটারই দখল নিতে হয়।
বিশদ

18th  September, 2023
বাংলায় ইডির ২৭ মাসের দৌরাত্ম্যের নিটফল শূন্য
হিমাংশু সিংহ

১৩ সেপ্টেম্বর রাত ৯টার আশপাশ। সল্টলেকের সিজিও কমপ্লেক্স। টানা ৯ ঘণ্টা জেরার পর কালো টি-শার্ট আর জিনস পরা এক তরুণ শান্তভাবে বেরিয়ে আসছেন। এতটুকু টেনশন নেই চোখেমুখে। যেন বারবার জেরা সামলে বীরদর্পে বেরিয়ে আসা ও মিডিয়ার সামনে দাঁড়ানো তাঁর কাছে জলভাত। বিশদ

17th  September, 2023
মহকুমার আশ্বাস নাকি সাগরদিঘির শিক্ষা!
তন্ময় মল্লিক

একুশের ভোটের পর সাগরদিঘি বাদে প্রতিটি উপ নির্বাচনে রাজ্যের শাসক দল জয়ী হয়েছে। ধূপগুড়ির আগে ১৫ হাজারে হারা শান্তিপুর আসনে তৃণমূল জিতেছিল প্রায় ৬৩ হাজার ভোটে। ৫৭ ভোটে হারা দিনহাটা পুনরুদ্ধার করেছিল দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে। বিশদ

16th  September, 2023
সিপিএমের অস্তিত্ব সঙ্কট
সমৃদ্ধ দত্ত

আমরা অনেকেই যারা গত ১৫ বছর ধরে প্রতিবেশীর সঙ্গে জমি আর পাঁচিল দেওয়া নিয়ে ঝগড়া মেটাতে পারছি না, তারাও দিনভর জঙ্গলমহল কিংবা দার্জিলিং নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী করা উচিত সেই নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিই। এবং মনে করি আমাদের সেইসব মতামতের বিরাট মূল্য আছে। বিশদ

15th  September, 2023
২৫ বছর পেরিয়ে ‘অপারেশন শক্তি’
মৃণালকান্তি দাস

খবরটা শুনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র ডিরেক্টর জর্জ জন টেনেট হতবাক। এমনটা তো হওয়ার কথা নয়!
ঘটনার দু’দিন পর ১৯৯৮-র ১৩ মে নিউ ইয়র্ক টাইমস সিআইএকে তুলোধোনা করে ছাড়ে।
বিশদ

14th  September, 2023
শতবর্ষ পরে আজও প্রাসঙ্গিক ‘রক্তকরবী’
সন্দীপন বিশ্বাস

প্রথম বিশ্বযুদ্ধের অবসানে মানবাত্মার অপমান, যন্ত্রসভ্যতার অমানবিক বিকাশ রবীন্দ্রনাথকে আহত করেছিল। তিনি মনে করতেন, মানবাত্মাকে যে শক্তিই অপমান করুক না কেন, তার বিনাশ হওয়া দরকার। কবিগুরু বুঝেছিলেন, ধনতান্ত্রিক সভ্যতার আস্ফালন মানুষের মূল্যবোধকে শেষ করে দেবে। বিশদ

13th  September, 2023
বাঙালির ঐতিহ্য এবং সুবিধাবাদী রাজনীতি
শান্তনু দত্তগুপ্ত

গত হপ্তাখানেক ধরে কয়েকটি বিষয় দেশজুড়ে খবরের শিরোনামে রয়েছে। তার প্রথম তিনের মধ্যে যদি জি-২০ সম্মেলন, নরেন্দ্র মোদির বিশ্বগুরু হয়ে ওঠার অদম্য প্রচেষ্টা এবং ইন্ডিয়া নাম মুছে পাকাপাকিভাবে ‘ভারতে’ স্থিতিশীল হওয়ার গেরুয়া বাসনা থাকে, তার ঠিক পরপরই কিন্তু জায়গা করে নেবে বাংলা দিবস ও রাজ্যসঙ্গীত প্রসঙ্গ।
বিশদ

12th  September, 2023
একনজরে
উপত্যকায় ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই গৃহবন্দি ছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে দীর্ঘ চার বছর। শুক্রবার অবশেষে বন্দি দশা থেকে মুক্তি পেলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুক। ...

তালিবানরা ক্ষমতা দখল করার পর এই প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিচ্ছে আফগানিস্তান। তাৎপর্যের হল, সে দেশের দু’টি দল হাংঝউয়ে পৌঁছেছে। একটি দলে রয়েছে ১৩০ জন পুরুষ অ্যাথলিট। ভলিবল, জুডো, কুস্তির মতো ১৭টি খেলায় অংশ নেবেন তাঁরা। সেই দলটি এসেছে সরাসরি ...

নিচুতলার পুলিস কর্মীদের স্বাস্থ্য বিমার বাৎসরিক প্রিমিয়াম একধাক্কায় বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে বেজায় চটেছেন পুলিস মহলের একটা বড় অংশ। ...

প্রেমের সম্পর্কের জেরে আত্মঘাতী হল এক  নাবালিকা। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে শুক্রবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রিয়জনের অবজ্ঞা ও অপমানে মনোবেদনা। কর্মে সাফল্য। গ্রন্থপাঠ ও ধর্মাচরণে আত্মিক তৃপ্তি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা দিবস
১৮৪৬: সোলার সিস্টেমের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কার 
১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৬: বিশিষ্ট ইতালীয় ফুটবলার পাওলো রোসির জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.০৩ টাকা ৮৩.৭৭ টাকা
পাউন্ড ১০০.১২ টাকা ১০৩.৫২ টাকা
ইউরো ৮৬.৭৫ টাকা ৮৯.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৯,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৬,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৩,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৩,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ আশ্বিন ১৪৩০,শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩। অষ্টমী ১৭/৩ দিবা ১২/১৮। মূলা নক্ষত্র ২৩/৩৮ দিবা ২/৫৬। সূর্যোদয় ৫/২৮/৫৭, সূর্যাস্ত ৫/২৯/৪১। অমৃতযোগ দিবা ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ৯/২৯  মধ্যে পুনঃ ১১/৫৩ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৩/৫৩ গতে অস্তাবধি।  রাত্রি ১২/৪১ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৭ গতে ৩/৫ মধ্যে। বারবেলা ৬/৫৯ মধ্যে পুনঃ ১/০ গতে ২/৩০ মধ্যে পুনঃ ৪/০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/১ মধ্যে পুনঃ ৩/৫৯ গতে উদয়াবধি।
৫ আশ্বিন ১৪৩০, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩। অষ্টমী দিবা ৭/৩০। মূলা নক্ষত্র দিবা ১২/৫৬। সূর্যোদয় ৫/২৯, সূর্যাস্ত ৫/৩২। অমৃতযোগ দিবা ৬/২৩ মধ্যে ও ৭/৯ গতে ৯/২৭ মধ্যে ও ১১/৪৬ গতে ২/৫০ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/৩২ মধ্যে এবং রাত্রি ১২/৩৭ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৭ গতে ৩/৭ মধ্যে। কালবেলা ৬/৫৯ মধ্যে ও ১/১ গতে ২/৩১ মধ্যে ও ৪/১ গতে ৫/৩২ মধ্যে। কালরাত্রি ৭/১ মধ্যে ও ৩/৫৯ গতে ৫/২৯ মধ্যে।
৭ রবিউল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইএসএল: পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারাল মোহন বাগান সুপার জায়ান্ট

10:50:03 PM

আইএসএল: মোহন বাগান সুপার জায়ান্ট- ৩ : পাঞ্জাব এফসি-১ (৬৪ মিনিট), গোল করলেন মনবীর সিং

10:17:02 PM

আইএসএল: মোহন বাগান সুপার জায়ান্ট- ২: পাঞ্জাব এফসি-১ (৫২ মিনিট)

10:05:55 PM

আইএসএল: মোহন বাগান সুপার জায়ান্ট- ২: পাঞ্জাব এফসি-০ (৪৬ মিনিট)

09:57:52 PM

আইএসএল: মোহন বাগান সুপার জায়ান্ট- ২: পাঞ্জাব এফসি-০ (হাফটাইম)

09:41:10 PM

আইএসএল: মোহন বাগান সুপার জায়ান্ট- ২: পাঞ্জাব এফসি-০ (৩৪ মিনিট),গোল করলেন পেত্রাতোস

09:26:03 PM