Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মমতা-মডেল ছাড়া গতি নেই বিজেপির
তন্ময় মল্লিক

টার্গেট সবসময় উঁচুতে বাঁধা হয়। তাতে লক্ষ্যের ধারেকাছে না হোক, অর্ধেকটা গেলেও সম্মান বাঁচে। বিজেপির দিল্লি নেতৃত্বও সেই নীতিতেই নির্বাচনে আসন লাভের লক্ষ্য স্থির করে। কখনও সখনও শিকে ছিঁড়লেও বেশিরভাগ সময়েই তা মুখ থুবড়ে পড়ে। তাই কেন্দ্রে ফের ক্ষমতায় ফেরা নিয়ে সন্দিহান বিজেপির এবার লোকসভার টার্গেট চারশো। স্লোগানও তৈরি, ‘আব কি বার ৪০০ পার।’ তার সঙ্গে তাল মেলাতে গিয়ে সুকান্ত মজুমদারদের উঠছে নাভিশ্বাস। কিন্তু অঙ্ক তো মেলাতেই হবে। তাই একুশে ২০০ পারের হুঙ্কার দিয়ে ৭৭-এ আটকে যাওয়া বঙ্গ বিজেপির লোকসভার টার্গেট ২৫। এসব শুনে অনেকেই বলছেন, সংগঠনের তো নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, অথচ লোভ বিরিয়ানি খাওয়ার।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৩০০ আসন পার করেছিল বিজেপি। সেবার বালাকোট ইস্যুতে দেশজুড়ে তৈরি হয়েছিল জাতীয় ভাবাবেগ। তারসঙ্গে বাংলায় যুক্ত হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতিবাচক ভোট। ২০১৮ সালের পঞ্চায়েতে বিপুল আসনে ভোট করতে না দেওয়াটা তৃণমূলের কাল হয়েছিল। ২০১৬ সালের নির্বাচনে হেরে বাম-কংগ্রেস জোট রণে ভঙ্গ দেওয়ায় বিজেপিকেই আঁকড়ে ধরেছিলেন মমতা-বিরোধীরা। বামেদের উজাড় করে দেওয়া ভোটে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। কিন্তু এখন সেই অবস্থা নেই। উল্টে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে বিজেপির উপর চটে আছে গোটা দেশ। অবস্থা এতটাই খারাপ যে কেন্দ্রীয় এজেন্সির চোখ রাঙানি সত্ত্বেও একের পর এক জোট শরিক ত্যাগ করেছে বিজেপির সঙ্গ। এই অবস্থায় দেশে ৪০০, আর বাংলায় ২৫ আসনের দাবি জানিয়ে হাসির খোরাক হয়েছে বিজেপি।
একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল প্রত্যাশা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। তারপর থেকেই পায়ের তলার মাটি হারাচ্ছে গেরুয়া শিবির। প্রতিটি নির্বাচনে তাদের ভোট কমছে। তা সত্ত্বেও সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর পরাজয়ে বিজেপি খুব উল্লসিত হয়েছিল। কিন্তু সেই উল্লাস দিনদিন মিইয়ে যাচ্ছে। কারণ বিজেপির নেতারা বুঝতে পারছেন, সাগরদিঘির ফল তাঁদের জন্য অশনি সঙ্কেত। হু-হু করে ভোট কমার ছবি স্পষ্ট। তা সত্ত্বেও লোকসভা নির্বাচনে ২৫টি আসনের দাবির কারণ একটাই, দিল্লির নেতৃত্বের দেওয়া অঙ্কের উত্তর মেলানোর তাগিদ। তবে অনেকেই কটাক্ষ করে বলছেন, ২৫টা শেষপর্যন্ত ২+৫ না হয়ে যায়!
২০১৯ থেকেই বিজেপির বাংলা দখলের স্বপ্ন দেখা শুরু। অবশ্যই তা ঘুরপথে। আর সেই স্বপ্নটা দেখিয়েছিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। তাঁরা নির্বাচনী প্রচারে এসে প্রায় প্রতিটি জনসভায় বলেছিলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলেই পতন হবে তৃণমূল সরকারের। তাই রাজ্যে ১৮টি আসন জিততেই লম্ফঝম্ফ জুড়ে দিয়েছিল বঙ্গ বিজেপি। তখন নেতাদের মুখে শুধু একটাই বুলি, ৩৫৬ ধারা। কথায় কথায় রাজভবনে গিয়ে ‘অভিভাবকে’র কাছে নালিশ ঠুকতেন। ‘নির্বাচন পরবর্তী হিংসা’কে ইস্যু করে বাংলাকে অশান্ত প্রমাণের চেষ্টা হয়েছিল অনেক। একের পর এক কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি। কারণ তদন্তে নেমে কেন্দ্রীয় টিম বুঝেছিল, অধিকাংশ অভিযোগই মিথ্যে। গল্পের ‘সন্ত্রাস’কে গাছের মগডালে তোলা হয়েছে।
তবে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে জল ঢেলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর বৈঠকে তিনি জানিয়ে দিয়েছিলেন, ঘুরপথে বাংলার ক্ষমতা দখলের কোনও সুযোগ নেই। তৃণমূল সরকারের মোকাবিলা করতে হবে গণতান্ত্রিক পথে। আন্দোলন করে। আর সফল আন্দোলনকারীর দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছিলেন এমন একজনের নাম যাতে বঙ্গ বিজেপির কাটা ঘায়ে পড়েছিল নুনের ছিটে। অমিত শাহ তৃণমূল নেত্রীর আন্দোলন ও পথকে অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন। কারণ তিনিও মানেন, মমতাই হলেন আন্দোলনের প্রতীক।
বিরোধীরা যতই সমালোচনা করুন না কেন, সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ই আন্দোলন, পরিষেবা ও জনসংযোগের রোলমডেল। তাঁর নেওয়া সমস্ত সরকারি কর্মসূচি সমাজ জীবনে ফেলেছে আলোড়ন। স্বাধীনতা লাভের পর দেশের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীর চেয়ারে অনেকেই বসেছেন, কিন্তু তাঁর মতো করে মেয়েদের জন্য আর কে ভাবতে পেরেছেন? কেন্দ্রীয় সরকার তাঁর কন্যাশ্রীর আদলে চালু করেছে ‘বেটি বাঁচাও বেটি পড়াও।’ রাজ্যের ‘কৃষকবন্ধু’ অনুসরণে কেন্দ্রে চলছে ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি।’ ‘রূপশ্রী’ কোনও জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি ঠিকই, কিন্তু লক্ষ লক্ষ কন্যাদায়গ্রস্ত দুঃস্থ বাবা, মায়ের দুশ্চিন্তা দূর করেছে। 
মমতা বন্দ্যোপাধ্যায় শুধু প্রকল্প চালু করেন না, তার সুযোগসুবিধাও মানুষের কাছে পৌঁছে দেন। 
তাঁর ‘দুয়ারে সরকার’ প্রকল্প সাধারণ মানুষকে 
দিয়েছে ‘গণদেবতা’র মর্যাদা। মানুষ বুঝেছে, 
সরকারি সাহায্য কোনও করুণা বা দয়ার দান নয়, সেটা তাঁদের অধিকার।
মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কিন্তু পিছু হটেননি। করোনার জন্য পুজোর অনুদান বাড়ানোয় সমালোচনার ঝাঁঝ হয়েছিল তীব্র। জনগণের ট্যাক্সের টাকায় ভোটব্যাঙ্ক তৈরির অভিযোগ তুলে সরব হয়েছিলেন বহু নেটনাগরিক। কিন্তু মজাটা হল, যোগী আদিত্যনাথের সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করছে। উত্তরপ্রদেশে চৈত্র নবরাত্রি পালনের জন্য এবার থেকে দেওয়া হচ্ছে টাকা। পরিমাণটা কম নয়, এক লক্ষ। 
মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রকল্প চালু করলেই বিরোধীরা তার পিছনে অভিসন্ধি খুঁজে পান। সমালোচনাও করেন। আবার বাঁচার জন্য সেই কর্মসূচিকে আঁকড়ে ধরেন। কেবল নামটা বদলে 
দেন। কোনও দলের কর্মসূচি বা সরকারি প্রকল্প 
ভালো হলে তাকে অনুসরণ করা অন্যায় নয়। 
বরং সাধারণ মানুষের জন্যে তা স্বাস্থ্যকর। কিন্তু সমালোচনা করার পর তাকেই আঁকড়ে ধরলে? বুঝতে হবে, সেটা দৈন্যের লক্ষণ।
মমতা বন্দ্যোপাধ্যায় মনেপ্রাণে বিশ্বাস করেন, জনপ্রতিনিধির সবচেয়ে বড় মূলধন জনসংযোগ। তাই মুখ্যমন্ত্রী হয়েও সাধারণ মানুষের সঙ্গে মিশে যান অনায়াসেই। গাড়ি থেকে নেমে দোকানে ঢুকে চা বানিয়ে কিংবা তেলেভাজা ভেজে খাওয়াতে পারেন সঙ্গীদের। দলের নেতা ও জনপ্রতিনিধিদের একাংশের জনবিচ্ছিন্নতা ও বিচ্যুতি দেখে তিনি চালু করেছিলেন ‘দিদির দূত’ কর্মসূচি। সঙ্গে সঙ্গে তাকে ‘দিদির ভূত’ বলে কটাক্ষ শুরু করে দেয় বিরোধীরা। অথচ ভোট এগিয়ে আসতেই সুকান্ত মজুমদাররা সেই রাস্তাতে হাঁটার চেষ্টা করছেন। শুরু করেছে ‘বুথ সশক্তিকরণ’ কর্মসূচি। আর বালুরঘাটে ‘পাড়ায় সুকান্ত’। বিজেপির রাজ্য সভাপতির কথায়, উদ্যোগ ফলপ্রসূ হলে রাজ্যের অন্যত্রও তা চালু হবে। 
বিজেপির এই কর্মসূচির সাফল্যের পিছনে সংশয়ের কারণ দলের সাংগঠনিক দুর্বলতা। ইভেন্ট ম্যানেজমেন্টের তোলা কৃত্রিম হওয়ার জোরে বিজেপি এরাজ্যে প্রধান বিরোধী দল হয়েছে। কিন্তু সাংগঠনিক দুর্বলতা থেকেই গিয়েছে। তাই বিজেপির কোনও আন্দোলনই বেশিদিন টেকে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে উঠে এসেছেন।  কঠিন পরিস্থিতির মুখেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা তিনি জানেন। 
এরাজ্যে যাঁরা মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁরা প্রত্যেকেই দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলে তাঁদের ক্ষেত্রে দলীয় প্রতীকটাই ছিল বড়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল গড়েছেন। তিনিই দলের মুখ। মানুষ তাঁকে দেখেই তৃণমূলকে ভোট দেয়। অন্যদের সঙ্গে তাঁর ফারাকটা এখানেই। তাই রাস্তায় নামলেই তিনি ‘হ্যামলিন’।
মানুষের অধিকার নিয়ে যে আন্দোলন তাঁকে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করার বিরল সম্মান এনে দিয়েছে তা থেকে তিনি সরেননি। দেড় বছর ধরে অনেক অনুনয়, বিনয় করেও রাজ্যের প্রাপ্য বকেয়া আদায় করতে পারেননি। তাই ফের নামছেন আন্দোলনে। তাঁর দু’দিনের ধর্নায় কি কেন্দ্র বাংলায় ১০০ দিনের কাজ চালু করে দেবে? মোটেই না। যারা কোভিডের দোহাই দিয়ে গরিবের ‘ইজ্জত’ মান্থলি বন্ধ করে, আধার ও প্যান কার্ডের সংযোগে দেরি হওয়ায় ঘাড় ধরে হাজার টাকা জরিমানা আদায় করে, তারা সুযোগ পেলেই গরিবের পেটে লাথি মারবে, এটাই তো স্বাভাবিক। বিরোধী অনৈক্যের সুযোগ নিয়ে নরেন্দ্র মোদি হয়তো ফের একবার প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু কিছুতেই গরিবের বন্ধু হতে পারবেন না।
25th  March, 2023
মাত্র ৩৫ বছর বয়সেই
এক নেতার অভিষেক
হিমাংশু সিংহ

‘যিনি মানুষের মনে আশা জাগাতে পারেন তিনিই নেতা।’ কথাটা আমার নয়। বলে গিয়েছেন নেপোলিয়ন বোনাপার্ট। সেখানে অবশ্য আদর্শ নেতার বয়সের কোনও উল্লেখ 
তিনি করেননি। কিন্তু বাংলার মানুষের মনে গত ৩৯ দিন ধরে ক্রমাগত সেই আশারই সঞ্চার করে চলেছেন এক তরুণ। ক্রমাগত কেন্দ্রের বঞ্চনা। বিশদ

নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান।
বিশদ

03rd  June, 2023
দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও।
বিশদ

01st  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
জ্ঞানবাপী রাজনীতি ও ‘দেবতার জন্ম’
শান্তনু দত্তগুপ্ত

মন কী বাত নম্বর ৯৮। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর মুখে অপ্রত্যাশিতভাবে শোনা গিয়েছিল বাঁশবেড়িয়ার কথা। তিনি উৎফুল্ল হয়ে উঠেছিলেন হুগলির ত্রিবেণীর জন্য।
বিশদ

30th  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
কাশ্মীরে শ্মশানের শান্তি
মৃণালকান্তি দাস

পাক-অধিকৃত কাশ্মীরে মুজফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের অন্যতম শারদাপীঠ এবং শারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এক সময়ে সেই শারদাপীঠের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হতো কাশ্মীরের তিতওয়াল গ্রাম থেকে। বিশদ

25th  May, 2023
ব্যুমেরাং হচ্ছে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক
সন্দীপন বিশ্বাস

মোদি সরকারের কফিনে প্রথম পেরেকটি মেরে দিল কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যটি চূর্ণ বিচূর্ণ করে দিল মোদি ম্যাজিকের শূন্যগর্ভ অহঙ্কার।
বিশদ

24th  May, 2023
একনজরে
ভিনরাজ্যে শ্রমিকের কাজে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হলেন গঙ্গারামপুরের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের লালচন্দ্রপুরের পাঁচ যুবক। তাঁদের মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। ...

ইউকো ব্যাঙ্কের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র দায়িত্ব পেলেন অশ্বিনী কুমার। পয়লা জুন তিনি এই দায়িত্ব নিয়েছেন। এতদিন তিনি ইন্ডিয়ান ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলেছেন। ...

ঢোলাহাট থানার রামচন্দ্রনগর থেকে প্রায় দু’হাজার পাখির দেহাংশ উদ্ধারের ঘটনায় ধৃত সালাউদ্দিন মিরকে ১৫ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল কাকদ্বীপ আদালত। শনিবার এসিজেএম কাকদ্বীপ ওই নির্দেশ দেন। ...

পথ দুর্ঘটনার হার কমাতে ব্লক ও মহকুমা পর্যায়ে নজরদারি চালানোর জন্য কমিটি গঠন করল রাজ্য। এই দুই স্তরের কমিটিতে থাকবেন আটজন করে সদস্য। নিয়মিত নজরদারি ছাড়াও প্রচার ও সচেতনামূলক কাজ চালানোর দায়িত্বও দেওয়া হয়েছে ওই কমিটিকে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পেশাদার ব্যক্তিদের পেশার প্রসার আর প্রভূত অর্থাগম। কুটুম্বের সঙ্গে মতান্তর বিতণ্ডার যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৪: বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, (যেটি পরবর্তীতে "বোস- আইনস্টাইন কনডেনসেট" নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান
১৯৫৫: ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়
১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৪৬: সঙ্গীতশিল্পী এস.পি. বালসুব্রহ্মণ্যমের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫: মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম 
২০২০:কিংবদন্তি চিত্রপরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫৬ টাকা ৮৩.৩০ টাকা
পাউন্ড ১০০.৯৩ টাকা ১০৪.৪০ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭২,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ জ্যৈষ্ঠ, ১৪৩০, রবিবার, ৪ জুন ২০২৩। পূর্ণিমা ১০/৪১ দিবা ৯/১২। অনুরাধা নক্ষত্র ০/২১ প্রাতঃ ৫/৪ পরে জ্যেষ্ঠা নক্ষত্র ৫৬/৯ রাত্রি ৩/২৩। সূর্যোদয় ৪/৫৫/১৮, সূর্যাস্ত ৬/১৪/৫। অমৃতযোগ দিবা ৬/৪২ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৪১ মধ্যে রাত্রি ৭/৩৯ মধ্যে পুনঃ ১০/৩০ গতে ১২/৩৮ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৫ মধ্যে।
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০, রবিবার, ৪ জুন ২০২৩। পূর্ণিমা দিবা ৯/৬। অনুরাধা নক্ষত্র প্রাতঃ ৫/১২ পরে জ্যেষ্ঠা নক্ষত্র শেষরাত্রি ৪/২৬। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৬/৪৩ গতে ৯/২৫ মধ্যে ও ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ মধ্যে ও ১০/৩৬ গতে ১২/৪২ মধ্যে। বারবেলা ৯/৫৬ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ১২/৫৭ গতে ২/১৮ মধ্যে।
১৪ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মেট্রোয় ঝাঁপ যুগলের, বন্ধ পরিষেবা
ফের মেট্রোয় ঝাঁপ। এবার যুগলের। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ ...বিশদ

03-06-2023 - 07:26:00 PM

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮

03-06-2023 - 06:35:00 PM

অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন? প্রশ্ন অভিষেকের

03-06-2023 - 04:39:07 PM

রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03-06-2023 - 04:37:22 PM

এত মৃত্যুর দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03-06-2023 - 04:34:27 PM

দু'দশকে এত বড় রেল দুর্ঘটনা ঘটেনি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03-06-2023 - 04:30:59 PM