Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মোদি সরকার এত স্বল্পে ভীত কেন?
সমৃদ্ধ দত্ত

১৯৭৫ সালের এপ্রিল মাসে মোরারজি দেশাই অনশনে বসেছিলেন। তাঁর অন্যতম দাবি ছিল এক বছর আগে ভেঙে দেওয়া গুজরাত বিধানসভা আবার গঠনের জন্য অবিলম্বে নতুন করে নির্বাচন ঘোষণা করা হোক। এছাড়া আর একটি দাবি হল, মেইনটেন্যান্স অফ দ্য ইন্টারন্যাল সিকিউরিটি অ্যাক্ট (মিসা) যথেচ্ছভাবে প্রয়োগ করে রাজনৈতিক বিরোধীদের যেন গ্রেপ্তার করা না হয়। মোরারজি দেশাইয়ের বয়স তখনই ৮০ বছর স্পর্শ করেছে। তা সত্ত্বেও তিনি এভাবে অনশন করায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনশনের সপ্তম দিনে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দাবি নিয়ে অবশেষে নরম হলেন। ঘোষণা করা হল, ৯ জুন হবে গুজরাতে বিধানসভার ভোট। 
মহাশক্তিশালী কংগ্রেসের বিরুদ্ধে এককভাবে কোনও দল লড়াই করে জয়ী হতে পারবে না। তাই জয়প্রকাশ নারায়ণের নির্দেশিকা ও ফর্মুলা অনুসরণ করে তৈরি হল একটি জোট। যার নাম দেওয়া হল জনতা মোর্চা। কয়েকটি দলের সম্মিলিত একক সংগঠন। সেই মোর্চার অন্তর্গত হয়েছিল, কংগ্রেস (সংগঠন),জনসঙ্ঘ, সোশ্যালিস্ট পার্টি এবং লোকদল। গুজরাত বিধানসভা ভোটে এই মোর্চা একসঙ্গে লড়াই করবে কংগ্রেসের বিরুদ্ধে। জনসঙ্ঘের সভাপতি কে ছিলেন? লালকৃষ্ণ আদবানি। তাঁর থেকেও সিনিয়র আর এক নেতার নাম অটলবিহারী বাজপেয়ি। 
১২ জুন গুজরাত বিধানসভার ভোটের ফলাফল ঘোষিত হয়। দেখা যায়, স্বাধীনতার পর এই প্রথম গুজরাতে কংগ্রেস পরাস্ত হয়েছে। জয়ী হয়েছে জনতা মোর্চা। এই ফর্মুলা যে সফল হবে, এটা বুঝে এরপর ১৯৭৭ সালে যখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার অবসান ঘটিয়ে দেশে সাধারণ নির্বাচনের ঘোষণা করেছিলেন, তখনও এই জনতা মোর্চাই কংগ্রেসের বিরুদ্ধে জোট করে লড়াই করবে স্থির করে। সেই নির্বাচনে লালকৃষ্ণ আদবানিদের স্লোগান কী ছিল? ইন্দিরা হটাও, দেশ বাঁচাও!  নির্বাচনে ভরাডুবি হয় ইন্দিরা গান্ধীর। পতন ঘটে কংগ্রেস সরকারের। 
জনসঙ্ঘকে জনতা দলে মিশিয়ে দিয়ে তাঁরা মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রিত্বের সরকারে যোগ দেন। এরপর ১৯৮০ সালের এপ্রিল মাসে তাঁরা ভারতীয় জনতা পার্টি নামক নতুন একটি দলের জন্ম দেন। লালকৃষ্ণ আদবানি দেশভাগের পর থেকেই দিল্লির বাসিন্দা। দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর আজও তিনি দিল্লিতেই বসবাস করছেন। যিনি ‘ইন্দিরা হটাও দেশ বাঁচাও’ স্লোগানের অন্যতম সমর্থক ছিলেন, তাঁর  শহরেই  দিল্লিতে ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টার ছাপানো ও লাগানোর কারণে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব পোস্টার বাজেয়াপ্ত হয়েছে। তল্লাশি চলছে আর কোথায় কোথায় এরকম পোস্টার আছে। সবথেকে আশ্চর্য হল, ‘ইন্দিরা হটাও দেশ বাঁচাও’ স্লোগানের সেই জরুরি অবস্থা বিরোধী জয়প্রকাশ আন্দোলনের অন্যতম যোদ্ধার নাম ছিল নরেন্দ্র মোদি। 
১৯৮৯ সালের নির্বাচনে বিশ্বনাথ প্রতাপ সিং-এর সঙ্গে কিছুতেই সরাসরি জোটে রাজি নয় বিজেপি। কিন্তু জোট ছাড়া রাজীব গান্ধীকে পরাস্ত করা যাবে কীভাবে? রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের নেতা ভাউরাও দেওরসকে জনতা দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল যেভাবেই হোক একটা সমঝোতায় আসতে হবে। কারণ, বিজেপির ভোটব্যাঙ্ক ছাড়া এককভাবে জনতা দলের পক্ষে কংগ্রেসকে হারানো সম্ভব নয়। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর আসন সমঝোতা এবং যৌথ প্রচারের চুক্তি হয়। সেই যৌথ প্রচারেই কলকাতায় একটি আশ্চর্য দৃশ্য দেখা গিয়েছিল অটলবিহারী বাজপেয়ির সঙ্গে জ্যোতি বসুকে একই মঞ্চে। সেই ১৯৮৯ সালের ভোটের প্রচারের প্রধান ইস্যু কী ছিল? বোফর্স দুর্নীতি। আর সেই ইস্যুকে সামনে রেখে এই বিরোধীদের প্রধানতম স্লোগান ও দেওয়াল লিখন কী ছিল? ‘গলি গলি মে শোর হ্যায়...রাজীব গান্ধী চোর হ্যায়। চোর হটাও...দেশ বাঁচাও...।’
২০১১ সালের ৩০ এপ্রিল কানপুর এয়ারপোর্টে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং নেমেছিলেন। তাঁকে বিজেপি কর্মী সমর্থকরা কালো পতাকা দেখায় এবং স্লোগান দেয় ‘প্রধানমন্ত্রী মুর্দাবাদ’! ২০১৪ সালের প্রাক্কালে লাগাতার বিজেপির আক্রমণের লক্ষ্য ছিলেন মনমোহন সিং। তাঁকে বিজেপি নেতৃত্ব প্রকাশ্যেই আখ্যা দিয়েছিলেন, ‘মৌন মনমোহন’। 
দলের উপর কর্তৃত্ব। গোটা দেশে তুমুল জনপ্রিয়তা। বিরোধীদের কার্যত গুরুত্বহীন করে দেওয়া। ইত্যাদি বৈশিষ্ট্যে নরেন্দ্র মোদি প্রায় স্পর্শ করেছেন ইন্দিরা গান্ধীকে। মোদির ভক্তরা প্রশ্ন তুলতেই পারেন যে, ‘প্রায় স্পর্শ কেন’? তিনি ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে গিয়েছেন। তারা আবেগাপ্লুত হয়ে এই দাবি করলেও, সেই বিবৃতি অতিকথন হবে। ইতিহাসের সঙ্গে সাযুজ্যহীন তো বটেই। কারণ, ইন্দিরা গান্ধীর কোনও রেকর্ডই এখনও পর্যন্ত মোদি ভাঙতে পারেননি। পাকিস্তানকে ভেঙে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এককভাবে ৩৫২ আসন পেয়েছিলেন লোকসভা ভোটে। পরমাণু বিস্ফোরণ পরীক্ষা করেছিলেন প্রথম। সুতরাং কার্যত সব রেকর্ড একাই করে রেখেছেন। আর আসন সংখ্যার বিচারে মোদিকে এককভাবে  আগে ইন্দিরা গান্ধীর ৩৫২ এবং তারপর রাজীব গান্ধীর ৪১৪ আসন পাওয়াকে টপকাতে হবে। ২০১৯ সালে এনডিএ জোট পেয়েছে ৩৫১। বিজেপি এককভাবে ৩০৩। কিন্তু তা সত্ত্বেও কোনও সন্দেহ নেই মোদি এখনও দেশে জনপ্রিয়তম। দলেও তাঁর বিরোধী কোনও শিবির নেই যারা মাথা তুলতে পারে।
ঠিক এখানেই প্রশ্ন তথা একটি বিস্ময়ের জন্ম হচ্ছে যে, নরেন্দ্র মোদি হঠাৎ এতটা ভীত এবং অসহিষ্ণু হয়ে গেলেন কেন? দিল্লির রাস্তায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ লেখা কিছু পোস্টার লাগানো হয়েছে তো কী হয়েছে? এই সামান্য পোস্টারে মোদির জনপ্রিয়তায় কে ভাগ বসাবে? তাহলে তিনি কেন সেটা কিছুতেই মেনে নিতে পারলেন না? কেন একটি পোস্টারের কারণে দিল্লি পুলিস এত সক্রিয় হয়ে গেল! ভারতের রাজনীতিতে এই স্লোগানটি তো সবথেকে পরিচিত এবং বহু ব্যবহৃত। সব বিরোধী দলই কোনও না কোনও সময় এই স্লোগান দিয়েছে প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে। তাহলে এত ক্রুদ্ধ এবং অসহিষ্ণু হওয়ার কারণ কী? বিজেপির দিল্লি শাখাই পাল্টা কোনও স্লোগান কিংবা পোস্টার দিয়ে আম আদমি পার্টিকে আক্রমণ করতেই পারে! সেটাই স্বাভাবিক। সেসব না করে পোস্টার লাগানোর অপরাধে সরাসরি পুলিস নামানোর সিদ্ধান্ত কেন নেওয়া হল? 
বিজেপি সারা বছর ধরে বলে চলে যে, রাহুল গান্ধী গুরুত্বহীন। তাঁকে ‘পাপ্পু’ নামে ব্যঙ্গাত্মক আখ্যা দেওয়া হয়। স্পষ্টই জানানো হয় যে,  মোদির সামনে তিনি কোনও নেতাই নন। ইত্যাদি ইত্যাদি। তাহলে লন্ডন অথবা ভারতে রাহুল গান্ধীর যে কোনও বক্তব্য নিয়ে এভাবে গোটা বিজেপি ঝাঁপিয়ে পড়ে কেন? 
আর এবার তো দেখা যাচ্ছে নজিরবিহীন এক ঘটনা। রাহুল গান্ধী লন্ডন এবং কেমব্রিজে দুটি  সেমিনার ও সাংবাদিক সম্মেলনে ভারতের গণতন্ত্র সংক্রান্ত যে বক্তব্য রেখেছেন, তার প্রতিবাদে শুধু সামগ্রিক বিজেপি নয়, গোটা মোদি সরকারই আসরে নেমেছে। প্রতিদিনই একাধিক মন্ত্রী রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ করছেন। সংসদের বিজেপি শাসক পক্ষ। অথচ তারাই স্লোগানে স্লোগানে সংসদে সরব হচ্ছে রাহুল গান্ধী মাফি মাঙ্গো...রাহুল গান্ধী মাফি মাঙ্গো! সংসদের বাইরে, ভিতরে, বিজেপি পার্টি অফিসে, সাংবাদিক সম্মেলনে, নেতামন্ত্রীদের ভিডিও ও টুইটার বার্তায়, সর্বত্র বিজেপির একটাই ইস্যু। রাহুল গান্ধী। তিনি তো এখন কংগ্রেস সভাপতি নন। সোনিয়াও নন। আর তিনি যদি গুরুত্বহীন হন, তাহলে তাঁকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? 
নির্বাচনী ময়দানে, সরাসরি মানুষের ভোটে বিরোধীদের রাজ্যে রাজ্যে পরাজিত করার আত্মবিশ্বাস কি তাহলে বিজেপির এখন নেই? এই সন্দেহ হওয়ার কারণ হল, তাহলে বিজেপি কিংবা নরেন্দ্র মোদি সামান্যতম রাজনৈতিক সমালোচনা, আক্রমণ কিংবা বিরোধিতা কেন সহ্যই করতেই পারছেন না! কারণ কী? তিনি যতটা মহাশক্তিমান হিসেবে বিজেপি ব্যাখ্যা করে, সেটা যদি সত্যি হয়, তাহলে তো এসব ক্ষুদ্র ব্যাপারে তাদের কোনও হেলদোল হওয়ারই কথা নয়! অথচ সমালোচনায় তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। কেন? নরেন্দ্র মোদি কি ভয় পাচ্ছেন? পরাজয়ের? তার থেকেও বড় প্রশ্ন, তাঁর নিজের ভোটব্যাঙ্ককেও কি তিনি ভরসা করতে পারছেন না?
24th  March, 2023
মাত্র ৩৫ বছর বয়সেই
এক নেতার অভিষেক
হিমাংশু সিংহ

‘যিনি মানুষের মনে আশা জাগাতে পারেন তিনিই নেতা।’ কথাটা আমার নয়। বলে গিয়েছেন নেপোলিয়ন বোনাপার্ট। সেখানে অবশ্য আদর্শ নেতার বয়সের কোনও উল্লেখ 
তিনি করেননি। কিন্তু বাংলার মানুষের মনে গত ৩৯ দিন ধরে ক্রমাগত সেই আশারই সঞ্চার করে চলেছেন এক তরুণ। ক্রমাগত কেন্দ্রের বঞ্চনা। বিশদ

নবজোয়ারেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ভিত

কেউ বলছেন, সার্কাস হচ্ছে। তাই পড়েছে তাঁবু। কেউ বলছেন, কয়লা, গোরু পাচার ও নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আবার কারও মতে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জননেতা’ বানানোর গেমপ্ল্যান।
বিশদ

03rd  June, 2023
দশ বছরেও ধর্মই তাস!
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদি এক কথার মানুষ। তিনি তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন হাই ভোল্টেজ হিন্দুত্বকে সামনে রেখে। লালকৃষ্ণ আদবানির রথযাত্রার রোডম্যাপ কী হবে সেই পরিকল্পনা করেছিলেন প্রমোদ মহাজন। কিন্তু সেই প্ল্যান সুষ্ঠুভাবে প্রয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল গুজরাত বিজেপির এক যুবক নেতাকে। বিশদ

02nd  June, 2023
নির্জলা নিয়তির অপেক্ষা!
মৃণালকান্তি দাস

মাত্র তিন মাসের মধ্যে জলশূন্য হয়ে যাবে গোটা কেপটাউন শহর! বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল ২০১৮ সালেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের প্রায় ৪০ লক্ষ নাগরিক রীতিমতো যুদ্ধের মুখোমুখি হয়েছিল। জল বাঁচানোর লড়াইয়ে নেমেছিল গোটা শহর। যুদ্ধে শামিল সাধারণ মানুষ থেকে বড় বড় সংস্থাও।
বিশদ

01st  June, 2023
পুরাণের রাজার প্রত্যাবর্তন
হারাধন চৌধুরী

মহাভারতে যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন, রাজার উৎপত্তি কীভাবে? উত্তর দিতে গিয়ে পিতামহ ভীষ্ম যা বলেছিলেন, তার সারকথা হল—মানুষের লোভ আর মোহ থেকেই রাজার জন্ম। পৃথিবীর সূচনায় প্রতিটি মানুষ আপন শৃঙ্খলায় সুখে বসবাস করত। কিন্তু একদিন তাদের মনে লোভ বাসা বাঁধল, মানুষ মোহান্ধ হয়ে উঠল, তখনই সমাজে দেখা দিল বিশৃঙ্খলা, সেটা ক্রমে গড়াল মাৎস্যন্যায় পর্যন্ত।
বিশদ

31st  May, 2023
জ্ঞানবাপী রাজনীতি ও ‘দেবতার জন্ম’
শান্তনু দত্তগুপ্ত

মন কী বাত নম্বর ৯৮। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর মুখে অপ্রত্যাশিতভাবে শোনা গিয়েছিল বাঁশবেড়িয়ার কথা। তিনি উৎফুল্ল হয়ে উঠেছিলেন হুগলির ত্রিবেণীর জন্য।
বিশদ

30th  May, 2023
সরকারের পক্ষে জোরদার তালির বন্দোবস্ত হয়েছে
পি চিদম্বরম

আইপিএল ২০২৩-এর সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন স্পিনার—রশিদ খান, ওয়াই চাহাল, পীযূষ চাওলা এবং বরুণ চক্রবর্তী। একজন সাধারণ মানুষকে ব্যাপারটা অবাকই করেছে, কারণ তিনি জানেন যে, টি-টোয়েন্টি খেলাটি এমন দাপুটে ব্যাটসম্যানদের কথা মাথায় রেখেই সাজানো, যাঁরা স্পিন বোলারদের পিটিয়ে মাঠছাড়া করে দিতে মরিয়া।
বিশদ

29th  May, 2023
গণতন্ত্রই বিপন্ন, ইট-কাঠ-পাথরের সংসদে লাভ কী?
হিমাংশু সিংহ

আচ্ছে দিন মরীচিকা হয়ে থাকলেও আচ্ছে সংসদ ঘোর বাস্তব হয়েই ধরা দিচ্ছে। কীর্তি, সাফল্য তাঁর পিছু ছাড়ে না। ভক্তকুল নানা অবতারে তাঁর গরিমাকে তুলে ধরে। তবু সাধারণ মানুষের সমস্যা কমে না। বিতর্ক তাড়া করে প্রতি মুহূর্তে। সংবিধান ও গণতন্ত্রের সূতিকাগৃহ হল সংসদ। বিশদ

28th  May, 2023
সংগঠন নেই বঙ্গে, ধামাকাই
কি বিজেপির ভরসা?
তন্ময় মল্লিক

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পরপর তিনটি রাজ্যে হেরেছিল বিজেপি। আর তাতেই নরেন্দ্র মোদির দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। ঠিক সেই সময়ে ঘটেছিল পুলওয়ামায় সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা। তারপরই পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। বিশদ

27th  May, 2023
রাষ্ট্র দেশবাসীকে অনিশ্চয়তাই দিয়ে চলেছে
সমৃদ্ধ দত্ত

ঠিক রাগ, দুঃখ, ক্ষোভ নয়। আসলে একটা ভয়ের জন্ম হয়। যখন আমরা জানতে পারি রাষ্ট্র তার দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। আবার রাষ্ট্রকে দেশবাসী বিশ্বাসও করছে না। রাষ্ট্র তার দেশবাসীকে মানুষ হিসেবে নয়, পুতুল হিসেবে দেখছে। রাষ্ট্র ভাবছে, আমি যখন যা করব, সেটা দেশবাসীর মেনে নেওয়াই ভবিতব্য। বিশদ

26th  May, 2023
কাশ্মীরে শ্মশানের শান্তি
মৃণালকান্তি দাস

পাক-অধিকৃত কাশ্মীরে মুজফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের অন্যতম শারদাপীঠ এবং শারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এক সময়ে সেই শারদাপীঠের উদ্দেশে তীর্থযাত্রা শুরু হতো কাশ্মীরের তিতওয়াল গ্রাম থেকে। বিশদ

25th  May, 2023
ব্যুমেরাং হচ্ছে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক
সন্দীপন বিশ্বাস

মোদি সরকারের কফিনে প্রথম পেরেকটি মেরে দিল কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যটি চূর্ণ বিচূর্ণ করে দিল মোদি ম্যাজিকের শূন্যগর্ভ অহঙ্কার।
বিশদ

24th  May, 2023
একনজরে
ভিনরাজ্যে শ্রমিকের কাজে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হলেন গঙ্গারামপুরের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের লালচন্দ্রপুরের পাঁচ যুবক। তাঁদের মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। ...

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মুখে মণিপুরে ফের নতুন করে সংঘর্ষের খবর মিলেছে। ইম্ফলের ফায়েং এবং কাংচুপ চিংখংনামে দু’টি গ্রামে শুক্রবার রাতে সন্দেহভাজন সশস্ত্র কুকি জঙ্গিদের আক্রমণ ১৫ জন জখম হয়েছেন। ...

পথ দুর্ঘটনার হার কমাতে ব্লক ও মহকুমা পর্যায়ে নজরদারি চালানোর জন্য কমিটি গঠন করল রাজ্য। এই দুই স্তরের কমিটিতে থাকবেন আটজন করে সদস্য। নিয়মিত নজরদারি ছাড়াও প্রচার ও সচেতনামূলক কাজ চালানোর দায়িত্বও দেওয়া হয়েছে ওই কমিটিকে।  ...

অ্যাসবেসটসের ছাউনি দেওয়া মাটির ঘরের সামনে চার বছরের পুত্র সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন শিল্পী খাতুন। বারবার তাঁর চোখ যাচ্ছিল ফোনের দিকে। এই বুঝি স্বামী সফিক কাজির ভিডিও কল এল! আদরের ছেলেকে দেখতে চাইবে। বাবাকে ফোনের ওপারে দেখে হাসি থামবে না ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পেশাদার ব্যক্তিদের পেশার প্রসার আর প্রভূত অর্থাগম। কুটুম্বের সঙ্গে মতান্তর বিতণ্ডার যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৪: বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, (যেটি পরবর্তীতে "বোস- আইনস্টাইন কনডেনসেট" নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান
১৯৫৫: ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়
১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৪৬: সঙ্গীতশিল্পী এস.পি. বালসুব্রহ্মণ্যমের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫: মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম 
২০২০:কিংবদন্তি চিত্রপরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫৬ টাকা ৮৩.৩০ টাকা
পাউন্ড ১০০.৯৩ টাকা ১০৪.৪০ টাকা
ইউরো ৮৬.৭০ টাকা ৮৯.৮৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬০,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬০,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৫০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭১,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭২,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ জ্যৈষ্ঠ, ১৪৩০, রবিবার, ৪ জুন ২০২৩। পূর্ণিমা ১০/৪১ দিবা ৯/১২। অনুরাধা নক্ষত্র ০/২১ প্রাতঃ ৫/৪ পরে জ্যেষ্ঠা নক্ষত্র ৫৬/৯ রাত্রি ৩/২৩। সূর্যোদয় ৪/৫৫/১৮, সূর্যাস্ত ৬/১৪/৫। অমৃতযোগ দিবা ৬/৪২ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৪১ মধ্যে রাত্রি ৭/৩৯ মধ্যে পুনঃ ১০/৩০ গতে ১২/৩৮ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৫ মধ্যে।
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০, রবিবার, ৪ জুন ২০২৩। পূর্ণিমা দিবা ৯/৬। অনুরাধা নক্ষত্র প্রাতঃ ৫/১২ পরে জ্যেষ্ঠা নক্ষত্র শেষরাত্রি ৪/২৬। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৬/৪৩ গতে ৯/২৫ মধ্যে ও ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ মধ্যে ও ১০/৩৬ গতে ১২/৪২ মধ্যে। বারবেলা ৯/৫৬ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ১২/৫৭ গতে ২/১৮ মধ্যে।
১৪ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
মেট্রোয় ঝাঁপ যুগলের, বন্ধ পরিষেবা
ফের মেট্রোয় ঝাঁপ। এবার যুগলের। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ ...বিশদ

03-06-2023 - 07:26:00 PM

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮

03-06-2023 - 06:35:00 PM

অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করল না কেন? প্রশ্ন অভিষেকের

03-06-2023 - 04:39:07 PM

রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03-06-2023 - 04:37:22 PM

এত মৃত্যুর দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03-06-2023 - 04:34:27 PM

দু'দশকে এত বড় রেল দুর্ঘটনা ঘটেনি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

03-06-2023 - 04:30:59 PM