Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বিদ্বেষপূর্ণ এবং মিথ্যে ধর্মযুদ্ধ

ইতিহাস বলছে, ক্রুসেডস হল কিছু ধর্মযুদ্ধ, যা একাদশ শতকের শেষাশেষি শুরু হয়েছিল। লড়াইগুলো হয়েছিল ১০৯৫ এবং ১২৯১ খ্রিস্টাব্দের ভিতরে। ইতিহাস সাক্ষ্য দেয় যে এসব সংঘটিত হয়েছিল ইউরোপীয় খ্রিস্টানদের দ্বারা। তাদের সহযোগিতা করেছিল ল্যাটিন চার্চ। আর এসব করা হয়েছিল ইসলামের বিস্তার রোধ করার উদ্দেশ্যে; প্যালেস্তাইন, সিরিয়া, মিশর প্রভৃতি জায়গা থেকে মুসলিমদের প্রসার গুটিয়ে দিতে; আর এই উপায়ে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের ‘পবিত্র ভূমি’ ফিরে পেতে। 
যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল যিশু খ্রিস্টের এক হাজার বছর এবং পয়গম্বর মহম্মদের সাড়ে চারশো বছর পর। তাঁরা দু’জনেই একেশ্বরবাদ প্রচার করেছিলেন। দু’জনেরই অনুপ্রেরণা ছিলেন আব্রাহাম এবং মোজেস। মুসলিমদের কাছে তাঁরা ইব্রাহিম এবং মুসা নামে পরিচিত। ইহুদি ধর্মমতকে নিয়ে এই তিনটিকে একসঙ্গে আব্রাহামীয় ধর্ম বলা হয়। সুতরাং এসব লড়াইয়ের পিছনে যুক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এত যুদ্ধের পরেও, লাখো লাখো অনুগামী সমেত, খ্রিস্টান এবং মুসলিম ধর্মমত রয়ে গিয়েছে। অনুগামীদের বেশিরভাগই সহনশীল এবং শান্তিপ্রিয়, কিছু আছে সমরপটু। ইউরোপ হল খ্রিস্টান প্রধান অঞ্চল। আর যে-সমস্ত জায়গার উপর দিয়ে এই যুদ্ধবিগ্রহ সংঘটিত হয়েছে সেসবের মধ্যে প্যালেস্তাইন, সিরিয়া, মিশর এবং অন্য কিছু অঞ্চলে প্রাধান্য মুসলিমদের। এই কাহিনির সারকথা এই যে, কোনও ধর্ম বা ধর্মীয় গোষ্ঠী অন্যকে পরাভূত করতে পারে না। 

জিহাদ কী? 
তবু জিহাদ শব্দটা চালু আছে। ব্রিটানিক অনুসারে, ইসলামে জিহাদ হল, এক ধরনের প্রশংসনীয় সংগ্রাম বা প্রচেষ্টা; প্রথমত সঠিকটাকে এগিয়ে নিয়ে যেতে এবং ভুলটাকে রুখে দিতে মানুষের সংগ্রাম। তবে, আধুনিক যুগে এটা হিংসাত্মক প্রচারের রূপ নিয়েছে।  অন্যদিকে, লাভ জিহাদ নামক কাল্পনিক দৈত্যমূর্তিটা মৌলবাদী হিন্দুদের আবিষ্কার। উদ্দেশ্য, তরুণ-তরুণীদের মনে আতঙ্ক সৃষ্টি করা। নারকোটিক জিহাদ নয়া এক মনস্টার বা কাল্পনিক দৈত্যমূর্তি। আমি এবং লাখো লাখো ভারতবাসী ব্যথিত যে, পালা নামক স্থানের বিশপ জোসেফ কাল্লারানগাট, যিনি ধর্মযাজকের ভূমিকায় অবতীর্ণ একজন, জিনিসটা তাঁর মস্তিষ্কপ্রসূত। ‘লাভ’ এবং ‘নারকোটিকস’ বাস্তবে আছে। অতএব, জিহাদ শব্দটা লাভ (মানুষের একটা স্বাভাবিক আবেগ) এবং নারকোটিকস (এক ধরনের বেদনানাশক এবং আসক্ত করে তোলার মতো মাদক) কথার সঙ্গে জুড়ে দেওয়া এক ধরনের বিকৃত মানসিকতা। মতলবটা পরিষ্কার, প্ররোচনামূলক। বিভিন্ন ধর্মবিশ্বাসীদের মনে অবিশ্বাস এবং দ্বন্দ্ব ঢুকিয়ে দেওয়া, যার একদিকে হিন্দুত্ব ও খ্রিস্টমত এবং অন্যদিকে ইসলাম। ধর্মোন্মাদদের কাছে ইসলাম ‘অন্য’ এবং মুসলিম জনগণ ‘অন্য’ বলে গণ্য হয়। একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ জাতির অবশ্যই উচিত, এই ধরনের ফ্যানাটিসিজম বা ধর্মোন্মাদনার মূলোচ্ছেদ করে দেওয়া—এই অপকর্ম কথায়, কাজে অথবা বৈষম্যের ফন্দিফিকিরের মাধ্যমে—যেভাবেই করা হোক না কেন। 

কোনও প্রমাণ নেই
ইসলাম ভারতে ‘এক্সপ্যানশনিস্ট’ বা সম্প্রসারণবাদী, তার কোনও প্রমাণ নেই। গত জুনে প্রকাশিত পিইডব্লু সমীক্ষা রিপোর্ট অনেক মিথ ভেঙে দিয়েছে, ভ্রান্ত প্রমাণিত হয়েছে অনেক ভাষণ। ১৯৫১ থেকে ২০১১ সালের মধ্যে বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের মধ্যেকার অনুপাতটির (রিলিজিয়াস কম্পোজিশন) আহামরি হেরফের হয়নি। দুটি কারণে মুসলিমদের অনুপাত সামান্য বেড়েছে: (১) মাইগ্রেশন এবং (২) মুসলিমদের ফার্টিলিটি রেট। যদিও এটা পরিষ্কারভাবে ৪.৪ (১৯৯২) থেকে ২.৬ (২০১৫)-তে নেমে এসেছে। এই ফার্টিলিটি রেট হিন্দু এবং অন্য ধর্মীয় গোষ্ঠীগুলোর থেকে একটু বেশি। তবু বলব যে ২০৫০ সালেও ভারতে হিন্দুরাই থাকবে মোট জনসংখ্যার ৭৭ শতাংশ (১৩০ কোটি)। পিইডব্লু সমীক্ষায় যাঁরা উত্তর দিয়েছেন, তাঁদের মধ্যে ৮১.৬ শতাংশ নিজেদের হিন্দু পরিচয়ে বেড়ে ওঠার কথা জানিয়েছিলেন, কিন্তু এখন হিন্দু হিসেবে চিহ্নিত হয়েছেন ৮১.৭ শতাংশ। তেমনি ২.৩ শতাংশ জানিয়েছিলেন যে তাঁরা বেড়ে উঠেছেন খ্রিস্টান হিসেবে এবং এখন খ্রিস্টানরা ২.৬ শতাংশ। ইসলামে গণধর্মান্তর একটা মিথ্যে প্রচার। 
মৌলবাদী দক্ষিণপন্থী হিন্দুরা পালা-র বিশপকে যে সমর্থন করছেন এর মধ্যে বিস্ময়ের কিছু নেই। কারণ দু’জনেরই লক্ষ্য ‘অন্য’, সোজা কথায় মুসলিমরা। আমাদের ভুললে চলবে না যে একাধিক ঘটনায় মৌলবাদী দক্ষিণপন্থী হিন্দুরা খ্রিস্টানদের সঙ্গেও ‘অন্য’ হিসেবে ব্যবহার করেছে। জনগণের মধ্যেকার যে-কোনও অংশের মানুষকে ‘আলাদা’ দেগে দেওয়ার এই মানসিকতা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। 

আমার স্কুলের অভিজ্ঞতা 
আমি একটি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেছি। সমাজের বিভিন্ন শ্রেণি থেকে যারা আসত তাদের মধ্যে হিন্দুদেরই ছিল বিপুল গরিষ্ঠতা। খ্রিস্টানরা আসত সামান্য সংখ্যায় আর মুসলিম দু-চারজন। প্রতিটা ক্লাসকে অনেকগুলো সেকশনে ভাগ করা হলেও ক্লাস লিডার থাকত একজনই, প্রবাদপ্রতিম হেড মাস্টার মশায় কুরুভিলা জেকব তাকে বেছে নিতেন। ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত, যে পাঁচবছর আমি সেখানে পড়েছি, আমাদের ক্লাস লিডার ছিল এ কে মুসা। মুসা ছিল হাসিখুশি ও বন্ধুবৎসল কিন্তু গড়পড়তা একজন ছাত্র। ক্লাস ইলেভেন, মানে ফাইনাল ইয়ারে যে ক্লাস লিডার, অটোমেটিকালি সে-ই গণ্য হবে স্কুল লিডার হিসেবে। কাণ্ড দেখুন, হেড স্যার যাকে মনোনীত করলেন তার নাম হারুন মহম্মদ! কোনও ছাত্র, এবং অবশ্যই হিন্দু অথবা খ্রিস্টান ছাত্ররা, এর মধ্যে অস্বাভাবিক কিছু করা হয়েছে বলে ভাবেনি। ‘তোষণ’ শব্দটা আমাদের কাছে পুরোপুরি অজানাই ছিল।  
আমি খুশি যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ওই বিশপকে হুঁশিয়ার করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন, ‘যারা ভুলভাল তত্ত্ব প্রচার করবে সরকার তাদের কাউকেই রেয়াত করবে না।’ আমি আরও বেশি খুশি হয়েছি এটা জেনে যে, বিরোধী নেতা ভি ডি সতীশন মুখ্যমন্ত্রীর এই বিবৃতিকে সমর্থন করেছেন। 
যারা নষ্টামি করার জন্য নারকোটিক জিহাদের কথা বলে, তাদের তিন হাজার কেজি বা তিন টন পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত হওয়ার নজিরবিহীন ঘটনাটির কথা ভেবে দেখা উচিত। মনে রাখতে হবে, ওই বিশাল পরিমাণ মাদক একটি বন্দর মারফত গুজরাতে ‘আমদানি’ করার চেষ্টা হচ্ছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে, সরকারি পর্যায়ের অত্যন্ত উঁচু মহলের মদত ছাড়া এই বিপুল পরিমাণ মাদক ‘আমদানি’ করার হিম্মত কারও (মুসলিম নয়, এমন এক দম্পতিকে আটক করা হয়েছে) হতো না।
প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত, লাভ কিংবা নারকোটিক, যে-কোনও জিহাদ নিয়ে কথাবার্তার বিরোধিতা করা। তিন হাজার কেজি হেরোইন আটকের ব্যাপারেও তাঁদের মন্তব্য প্রার্থনীয়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামাজিক ঐক্যের উপর এই ইস্যুগুলোর প্রভাব মারাত্মক হতে পারে। 

                                                                                                                                                        লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
27th  September, 2021
টেনশন? এতটা মরিয়া কেন মোদি? 
সমৃদ্ধ দত্ত

এতটা নার্ভাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোনওদিন লাগেনি। তিনি আসবেন দেখবেন জয় করবেন। তাঁর বক্তৃতা শুনতে ঘণ্টার পর ঘণ্টা ধরে ভক্তরা অপেক্ষা করবে। মানুষ উদ্বাহু হয়ে জয়ধ্বনি দেবে প্রতিটি ঘোষণায়। মন্ত্রমুগ্ধ করে রাখবেন তিনি তাঁর জাদুভাষণে। তিনি বিশ্বগুরু। তিনি হিন্দুহৃদয় সম্রাট।
বিশদ

‘হিন্দু’ রাজেন্দ্রপ্রসাদ বনাম মোদির ‘হিন্দুত্ববাদ’
মৃণালকান্তি দাস

রাজেন্দ্রপ্রসাদ তিওয়ারি বিশ্বনাথ মন্দিরের প্রাক্তন মহন্ত। তাঁদের পরিবার কয়েক শতাব্দী ধরে শিবঠাকুরের এই পবিত্র বাসস্থানের দায়িত্বে। দেশে ‘মন্দির রাজনীতি’ নিয়ে সেই রাজেন্দ্রপ্রসাদও আজ বিরক্ত!
বিশদ

25th  April, 2024
ফৌজদারি অভিযোগ, না প্রার্থীর অলঙ্কার?
হারাধন চৌধুরী

ভারতের বহু মানুষ এখনও নিরক্ষর। সর্বশেষ সরকারি পরিসংখ্যান বলছে, দেশে সাক্ষরতার হার ৭৭.৭০ শতাংশ। হলফ করে বলা যায়, দেশের প্রধানমন্ত্রী যখন স্বাধীনতার অমৃতকালের কথা বলেন তখন নিশ্চয় তিনি এই তথ্য মনে রাখেন না। বিশদ

24th  April, 2024
দ্বিতীয় দফায় কতটা আত্মবিশ্বাসী বিজেপি?
শান্তনু দত্তগুপ্ত

ভোটের মরশুম শুরুর আগে ‘মডেল রিসোর্স’ সংস্থা কলকাতায় একটি সমীক্ষা চালিয়েছিল। পুরোদস্তুর রাজনৈতিক ইস্যু। প্রশ্নের মুখে রাখা হয়েছিল সব বয়সের এবং সবরকম শিক্ষাগত যোগ্যতার মানুষকে। নানাবিধ জিজ্ঞাস্য। কিন্তু তার মধ্যে মোক্ষম একটি প্রশ্ন ছিল, ‘আপনার মতে রামমন্দিরের জন্য ৬০০ কোটি টাকা খরচ করাটা কি যুক্তিসঙ্গত? বিশদ

23rd  April, 2024
ধর্মের নামে বজ্জাতির পরিণতি
পি চিদম্বরম

কংগ্রেস এবং বিজেপির ইস্তাহারের মধ্যে তুলনা করতে পারিনি বলে আমার গত সপ্তাহের কলামে আক্ষেপ করেছিলাম। আমার লেখার পরপরই অবশ্য ‘মোদি কি গ্যারান্টি’ নামে একটি ইস্তাহার বিজেপি প্রকাশ করে। এটা এখন ভীষণ রকমে স্পষ্ট যে বিজেপি আর একটি রাজনৈতিক দলমাত্র নয়, এটি একটি কাল্ট বা গোঁড়া ধর্মীয় গোষ্ঠীর নাম।
বিশদ

22nd  April, 2024
মোদির ইস্তাহারে মানুষ ব্রাত্য, শুধুই ব্যক্তিপুজো
হিমাংশু সিংহ

ঘটা করে ইস্তাহার বেরিয়েছে গত রবিবার। প্রধানমন্ত্রীও ইতিমধ্যেই দেশের উত্তর থেকে দক্ষিণ জনসভার সংখ্যায় হাফ সেঞ্চুরি পেরিয়ে ছুটছেন। কিন্তু বাংলার গরিব মানুষের বকেয়া একশো দিনের কাজের টাকা ছাড়ার প্রতিশ্রুতি দিতে কেউ শুনেছেন একবারও? বিশদ

21st  April, 2024
লড়াইটা মোদির আমিত্বের বিরুদ্ধে
তন্ময় মল্লিক

অপেক্ষার অবসান। প্রথম দফার ২১টি রাজ্যের ১০২টি আসনের ভোট গ্রহণ শেষ। বাংলায় তিনটি। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। তারমধ্যে সর্বাধিক মোতায়েন ছিল অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের নির্বাচনী কেন্দ্র কোচবিহারে। বুথ পাহারায় ‘দাদার পুলিস’।
বিশদ

20th  April, 2024
আজ থেকে পরীক্ষা শুরু তরুণদের
সমৃদ্ধ দত্ত

আপনাদের কাছে এই আজ থেকে যে মহাযুদ্ধ শুরু হচ্ছে, সেটি সবথেকে বড় অগ্নিপরীক্ষা। এটা মাথায় রাখবেন। আপনারা অর্থাৎ রাজ্যে রাজ্যে ছড়িয়ে থাকা ভারতীয় রাজনীতির তরুণ প্রজন্ম কতটা যোগ্য, কতটা আপনারা  নিজেদের প্রস্তুত করতে পারলেন এবং আগামী দিনে রাজ্যবাসী আপনাদের উপর কতটা বিশ্বাস, আস্থা কিংবা ভরসা করতে পারবে, মনে রাখবেন, সেই পরীক্ষাটি আজ থেকেই শুরু হচ্ছে। বিশদ

19th  April, 2024
‘আপ রুচি খানা’
মৃণালকান্তি দাস

দ্বারকার ক্ষত্রিয়ভূমিতে মদ্য-মাংসের বারণ ছিল না, তার প্রমাণ মহাভারতে আছে। আর অযোধ্যার পথেঘাটে ছিল সুরা-মদের ছড়াছড়ি। বলে গিয়েছেন বাল্মীকি।
বিশদ

18th  April, 2024
লক্ষ্মীর ভাণ্ডার বনাম ছাপ্পান্ন ইঞ্চির ভাঁওতা
সন্দীপন বিশ্বাস

নমস্কার, আমি আপনার ব্যাঙ্কের ম্যানেজার বলছি। আপনার অ্যাকাউন্টে একটু আগে একটা বিদেশি লটারির পুরস্কার বাবদ ১৫ লক্ষ টাকার পুরস্কার ঢুকেছে। কিন্তু অ্যাকাউন্টে একটা সমস্যা থাকায় টাকাটা ঢুকছে না। আপনার কাছে একটা ওটিপি নম্বর যাচ্ছে, সেটা আমাকে বলে দিলেই আপনার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকে যাবে।  বিশদ

17th  April, 2024
লক্ষ্য উত্তরবঙ্গ: মমতার প্রকল্প আছে, মোদির?
শান্তনু দত্তগুপ্ত

রাস্তাঘাটে আম জনতার সঙ্গে কথা বলছেন সঞ্চালক। প্রত্যেকের জন্য প্রশ্ন একটিই, গত ১০ বছরে নরেন্দ্র মোদি সরকারের এমন তিনটি কাজ বলুন, যার মাধ্যমে আপনি সরাসরি উপকৃত হয়েছেন।
বিশদ

16th  April, 2024
এক জাতি, এক নির্বাচন: সন্দেহজনক তত্ত্ব
পি চিদম্বরম

ইস্তাহার হল একটি লিখিত ঘোষণা। তাতে থাকে মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে কিছু ইচ্ছা এবং মতামত। এই প্রসঙ্গেই মনে আসে ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা এবং ১৯৪৭-এর ১৪-১৫ আগস্ট জওহরলাল নেহরুর সেই বিখ্যাত ‘ভাগ্যদেবতার সঙ্গে অভিসারের সংকল্প’ ভাষণের মতো দৃষ্টান্তগুলি।
বিশদ

15th  April, 2024
একনজরে
মতুয়া ঠাকুরবাড়ির মন্দিরের তালাভাঙা এবং মারধর সংক্রান্ত মামলায় শান্তনু ঠাকুর ও তাঁর পরিবারকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। উচ্চ আদালতে নির্দেশ, তাঁদের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিস। ...

রক্তক্ষরণ আটকাতে পারবে কি সিপিএম? আটকানো যাবে কি বামের ভোট রামে যাওয়া? —মূলত এই দু’টি প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। ব্রিগেড ভরাতে পারলেও ভোটবাক্স ভরাতে পারবেন কি না, তা নিয়েই এখন চিন্তিত সিপিএমের বঙ্গ রাজনীতির কুশীলবরা। ...

ভোট মরশুমে চোখ রাঙাচ্ছে মাত্রাতিরিক্ত গরম। আজ, শুক্রবার, লোকসভার দ্বিতীয় দফার নির্বাচন। বৃহস্পতিবার আগামী পাঁচদিনের জন্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উত্তরপ্রদেশের ...

লন্ডনের ভারতীয় দূতাবাসে হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ধৃতের নাম ইন্দরপাল সিং গাবা। তিনি ব্রিটেনের হাউন্সলোরের বাসিন্দা। দিল্লি থেকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যা ও কর্মে উন্নতির যুগ অর্থকরি দিকটি কমবেশি শুভ। মানসিক চঞ্চলতা ও অস্থিরতা থাকবে। স্বাস্থ্যের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮৪- উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক ওস্তাদ আয়েত আলী খাঁর জন্ম
১৮৯৭- বাঙালি চলচ্চিত্র পরিচালক নীতীন বসুর জন্ম
১৯২০- ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের মৃত্যু
১৯২৪- সাহিত্যিক নারায়ণ সান্যালের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫০ টাকা ৮৪.৯৩ টাকা
পাউন্ড ১০১.৪৭ টাকা ১০৫.৯২ টাকা
ইউরো ৮৭.১৪ টাকা ৯১.১৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া ৬/১৩ দিবা ৭/৪৭। অনুরাধা নক্ষত্র ৫৮/৪০ রাত্রি ৩/৪০। সূর্যোদয় ৫/১১/৩০, সূর্যাস্ত ৫/৫৭/২৪। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ৭/৪৪ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৮ গতে ৮/৫৭ মধ্যে পুনঃ ২/৫৭ গতে ৩/৪১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪১ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া দিবা ৬/২৮। অনুরাধা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/১২, সূর্যাস্ত ৫/৫৯। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/১৫ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১১ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৭ গতে ১০/১১ মধ্যে। 
১৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: কেকেআর ৭/০ (১ ওভার)(বিপক্ষ পাঞ্জাব)

07:47:09 PM

আইপিএল: চোটের কারণে পাঞ্জাবের বিরুদ্ধে খেলছেন না কেকেআরের মিচেল স্টার্ক

07:28:29 PM

দেখে নিন ৫টা অবধি দেশের কোন অংশে কত ভোট পড়ল
লোকসভা নির্বাচন ২০২৪(দ্বিতীয় দফা): বিকেল পাঁচটা অবধি গোটা দেশে গড়ে ...বিশদ

07:25:25 PM

আইপিএল: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাঞ্জাবের (বিপক্ষ কেকেআর)

07:15:19 PM

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৩ আসনে কত ভোট পড়ল
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, বিকেল ৫টা অবধি বাংলার ৩ আসনে ...বিশদ

06:35:21 PM

সন্দেশখালিতে গেল এনএসজি টিম

05:12:03 PM