কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ
এই সতর্কবাণী কিন্তু পরিবেশবিজ্ঞানীরা মানুষকে কোনও ভয় দেখানোর জন্য দিচ্ছেন না, কাউকে আতঙ্কিত করাও তাঁদের উদ্দেশ্য নয়। তাঁরা শুধু বলছেন এই অবস্থা মোকাবিলার প্রস্তুতিটা আরও জোরদার করার কথা। নইলে পরিস্থিতি একেবারে আয়ত্তের বাইরে চলে যাবে। ইতিমধ্যেই প্রস্তুত হওয়ার জন্য আমরা অনেকটা সময় পেয়েছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দূষণ বেড়েছে, কিন্তু যাঁরা তা আটকানোর কাজে নেতৃত্ব দেবেন সেই রাষ্ট্রনায়কেরা কোন বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারেন নি। দেখেশুনে মনে হয় বোধবুদ্ধি তেমন বাড়েনি তাঁদের। বহুজাতিক সংস্থার চাপে তাঁরা গ্রিনহাউস গ্যাস কমানোর ব্যাপারটা ঠিকঠাক করে উঠতে পারেন নি, তৈরি হয়নি এই গ্যাস নিঃসরণ রোখার উপযোগী কোনও গাইড লাইন। ফলে পৃথিবীর উপকূলবর্তী জনপদগুলির একটা বিরাট অংশের মানুষ এক বিপর্যয়ের সামনে এসে দাঁড়িয়েছেন। আমাদের দেশের কথাই বলি, সমুদ্রের জলস্তর বাড়লে আমাদের দেশের ৩টি উপকূলবর্তী শহর সুরাত, কলকাতা, মুম্বাই এবং ওড়িশা, কেরল ও চেন্নাই—এই তিন রাজ্যের মানুষ এরফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বেন।
ট্রাম্প যখন ২০১৫তে প্যারিসে তৈরি আন্তর্জাতিক জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে আসতে চাইছেন ঠিক তার কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে বিশ্বের পরিবেশ বিজ্ঞানী ও সাংবাদিকদের সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের রিপোর্ট। কোস্টালডেম নামে একটি নতুন সফটওয়্যার ব্যবহার করে সংগৃহীত এই রিপোর্টে বলা হয়েছে ভারতের প্রায় ৩৬ মিলিয়ন মানুষ সমুদ্রের জলস্ফীতির ফলে বন্যার কবলে পড়বেন। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুরের বিপদ সবচেয়ে বেশি। প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর, উত্তর ২৪পরগনার বনগাঁ, হুগলির হরিপাল ও সিঙ্গুর, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও ঘাটাল। এরফলে বাড়িঘর ছাড়া হবেন রাজ্যের প্রায় ৪কোটি মানুষ। অথচ এমন হওয়ার কোনও কথাই ছিল না। পরিবেশে এই বিপদের আভাস ছিল। বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন, কিন্তু আমরা সতর্ক হইনি। রাষ্ট্রনায়কেরা তার জন্য আমাদের প্রস্তুত করেননি।
রবীন্দ্রনাথ বলেছিলেন, প্রস্তুত থাকার নামই সভ্যতা। বর্বরতা সবসময়ই অপ্রস্তুত। কথা হচ্ছে বিচক্ষণ রাষ্ট্রনায়কেরা তো তথাকথিত অশিক্ষিত ও বর্বর নন, তাঁরা এই ভুল করলেন কেন? এর একটাই উত্তর, সীমাহীন লোভ ও পরিবেশের উপর একচেটিয়া লুঠপাট, গাছকাটা, জলাভূমি বিলোপ করা, বায়ুদূষণ ছড়ানোর কাজে লাগাতার মদত দিয়ে গেছেন তাঁরা। কার্বন নিঃসরণ কম করার জন্য তেমন কোনও ব্যবস্থা নেওয়ার বদলে আকাশছোঁয়া বাড়ি, পুলকার ও সাইকেলের বদলে অসংখ্য গাড়ি, জঙ্গল পাহাড় কেটে আবাসন গড়ার কাজে মদত দিয়েছেন তাঁরা। জলবায়ু দূষণ রুখতে মিলেমিশে কাজ করার বদলে নিজেদের অহম নিয়েই ব্যস্ত থেকেছেন। প্রযুক্তি এসে গেছে কিন্তু এখনও বহু দেশ জিআইএস নির্ভর জরুরি দূষণমুক্তি ব্যবস্থা চালু করেনি। এই সঙ্কটের মুহূর্তেও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবো বলে চাপ সৃষ্টির রাজনীতি করে চলেছেন ট্র্যাম্প অ্যান্ড কোং।
অথচ পৃথিবীর উপকূলরেখা ও মানুষের বাসভূমির অবস্থানের দিকে তাকালে সমস্যাটার গুরুত্ব বোঝা যায়। বিশ্বের প্রায় ১১০ মিলিয়ন মানুষই বাস করেন এখন জোয়ারের জল সর্বোচ্চ যে উচ্চতায় ওঠে তার অনেক নীচে। এর পাশাপাশি প্রায় ২৫০ মিলিয়ন মানুষ বাস করেন বন্যার সময় বার্ষিক জলস্তর যে জায়গায় পৌঁছায় তার চেয়ে নিচু জমিতে। স্বাভাবিকভাবেই সমুদ্রের জলস্তরের উচ্চতা বাড়লে এরা যে বিপদে পড়বেন তা বুঝতে কোনও বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না। এ নিয়ে পরিবেশ বিজ্ঞানীদের সতর্কতা কোনও নতুন ঘটনাও নয়। বছর দুয়েক আগেও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উদ্যোগে তৈরি ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেটিক চেঞ্জ তাদের রিপোর্টে জানিয়েছিল, বৃহত্তর কলকাতার প্রায় ১কোটি ৪ লক্ষ মানুষ তাঁদের বাসভূমি প্লাবিত হওয়ার ফলে ২১০০ সালের মধ্যেই গৃহহীন হবেন।
এখন এই বিপদ আরও বেশি, প্রায় চতুর্গুণ। এবং ব্যাপারটা এমন নয় যে এই বিপদ ঘটবে কোনও অনাগত ভবিষ্যতে। বিপদের বৃত্ত আরও প্রসারিত হয়েছে এখন। শাটল রাডার টপোগ্রাফি মিশন মোটামুটিভাবে তার সময়কালও জানিয়েছে। বিশ্বের উপকূলবর্তী এলাকার প্লাবন ভারত, বাংলাদেশ, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের প্রায় ২৩ কোটি ২৭ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করবে। এটা শুধু ঘরবাড়ি ডুবে যাওয়ার মত ব্যাপার নয়, বিষয়টার কবলে পড়া দেশগুলির অর্থনীতি, শহরের উপকূলরেখা সহ গোটা অঞ্চলটার চেহারাতেই যাকে বলে একেবারে আমূল পরিবর্তন আসবে। যার প্রভাব পড়বে জনবসতি থেকে শুরু করে রাষ্ট্রগুলির গঠন, রাজনীতি, সংস্কৃতি, জীবনযাপন, বাণিজ্য, যোগাযোগ সবকিছুর উপর।
আমাদের এখানে একটা মুশকিল আছে। কিছু মানুষ এই ধরনের সমীক্ষার রিপোর্ট বা আশঙ্কাতে একটা মুখরোচক আলোচনার বিষয় করে নেয়। তাতে কাজের কাজ কিছু হয়না, বরং তৈরি হয় একটা অহেতুক আতঙ্কের পরিবেশ। আরেক দল ঠিক উল্টোটা, তাঁরা বলতে শুরু করেন, দূর ছাড়ো তো, ওরকম কত রিপোর্ট দেখলাম, এসব শুধু বাজার গরম করার জন্য গল্প। এসব আলোচনার গণ্ডি পেরিয়ে জলবায়ুর পরিবর্তন এখন একটা বাস্তবতা। তা শুধুই ‘ঘটবে’ তে আটকে নেই। ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে। অযথা আতঙ্ক না বাড়িয়ে বা বিতর্ক তৈরি না করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করলে অবস্থাটা অনেকটাই সামাল দেওয়া যাবে বলে পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন।
রাষ্ট্রের কাজ রাষ্ট্র করবে, কিন্তু সব দায়টা রাষ্ট্রের উপর চাপিয়ে নিজেরা চুপ করে বসে থাকাটা কোনও কাজের কথা নয়। বর্জ্যের পুনঃব্যবহার এবং গৃহস্থালির বর্জ্যের অর্ধেক পুনঃব্যবহারযোগ্য করলেই বছরে অনেকটা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো যায়। এয়ার কন্ডিশনার ব্যবহার এবং অকারণে খাবার জিনিস ও জল ইত্যাদি গরম করার অভ্যাস কমালে বাতাসে কার্বন ডাই অক্সাইড কমে। গাছ লাগানো মানেই দূষণ কমানো। ছোটবেলা থেকেই বিজ্ঞান বইতে পড়ে আসছি গাছ কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ায়।
কিন্তু তা শুধুই বইয়ের পাতাতেই রয়ে গেল! নিজেদের জীবনে আমরা তার কোন প্রয়োগ করলাম না। গাছ কাটাই যেন আমাদের সাধারণ অভ্যাস। কোনও নিত্যব্যবহার্য জিনিস কেনার আগে তাতে বিদ্যুৎ খরচ সাশ্রয় হয় কিনা দেখে নিন। এসব ছোট ছোট পদক্ষেপই কিন্তু কার্বন নিঃসরণের বিপদ অনেকটা কমাতে পারে। সত্যি বলতে কী মানুষ এখন ঠেকে শিখেছেন। আমাদের ছোট ছোট অভ্যাসের বদল কিন্তু কালক্রমে একটা বিরাট শক্তিতে পরিণত হয়ে রাষ্ট্রনায়কদের উপর চাপ সৃষ্টি করবে, তাদের নতুন করে ভাবতে শেখাবে। অহম আর অত্যাধিক পরিমাণে কার্বন নিঃসরণ করা শিল্পগুলিকে নিয়ন্ত্রণ করার কাজে আরও জোর দেবেন তাঁরা।
এটা কোনও ব্যক্তিগত লড়াই নয়, কোনও নির্দিষ্ট দেশের লড়াইও নয়, উষ্ণায়নের বিরুদ্ধে বিশ্বের মানুষের লড়াই। জলবায়ু চুক্তি ভেঙে বেরিয়ে আসার দায়িত্বজ্ঞানহীন কাজ নয়, আগামী ৩০ বছরের মধ্যে প্রতিটি দেশের অর্ধেক সবুজ করা গেলে এই বিপদকে অনেকটা আটকানো যায়। আর রাষ্ট্রনায়কদেরও ভাবতে হবে রাষ্ট্রই যদি না থাকে তাহলে তাঁরা মাতব্বরি করবেন বা জোর খাটাবেন কার উপর?