Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

কেন্দ্রের বিলগ্নিকরণ নীতিকে সার্টিফিকেট দিলীপের, ক্ষোভ 

বিএনএ, আসানসোল: দুর্গাপুরে চিন্তন বৈঠক শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রের বিলগ্নিকরণ নীতির প্রশংসা করায় ক্ষুব্ধ শিল্পাঞ্চলের বাসিন্দারা। এএসপি, সিএলডব্লুর বিলগ্নিকরণ আটকাতে যখন বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন একছাতার তলায় এসে আন্দোলনে নেমেছে, তখন এই মন্তব্য নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে। এমনকী, নব নির্বাচিত সংসদ সদস্য এস এস আলুওয়ালিয়াও বিলগ্নিকরণ নিয়ে কোনও শব্দ খরচ করেননি। এই ক্ষোভকে কাজে লাগাতে ময়দানে নামছে তৃণমূল। দুর্গাপুরের গান্ধীমোড়ের যে সার্কাস ময়দানে বিজেপি জনসভা করেছিল, সেখানেই ১৯ আগস্ট জনসভা করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগার পরিকল্পনা নিয়েছে জেলা তৃণমূল।
চিত্তরঞ্জন থেকে দুর্গাপুর বিস্তীর্ণ অঞ্চলজুড়ে একের পর এক বড় কারখানা সচল থাকায় এক সময় গমগম করত শিল্পাঞ্চল। যদিও একের পর এক কারখানার গেটে তালা পড়ায় শিল্পের সেই স্বর্ণযুগ এখন অতীত। এবার শিল্পাঞ্চলের নতুন বিপদ ডেকে এনেছে কেন্দ্রের বিলগ্নিকরণ নীতি। এএসপি, সিএলডব্লুর মতো কেন্দ্রীয় সংস্থাকে বিলগ্নিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে শিল্পাঞ্চলবাসীর ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে দুর্গাপুরে দু’দিনের চিন্তন শিবিরের আয়োজন করে বিজেপি। জেলাবাসী আশা করেছিলেন, লোকসভায় দুটি আসনেই বিজেপি জয়লাভ করায় এই বৈঠকে শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা ভেবে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেওয়া হবে। এমনকী, এসএস আলুওয়ালিয়া যখন বিজেপির টিকিটে দুর্গাপুর আসনে ভোটে দাঁড়ান তখন এএসপি সহ কারখানা বন্ধের বিষয়ে ও বিলগ্নিকরণ রুখতে সদর্থক ভূমিকা নেওয়ার কথা জানিয়েছিলেন। বৈঠকে তাঁরও যোগ দেওয়ার কথা থাকায় সকলেই আশাবাদী ছিলেন। কিন্তু, বৈঠক শেষে দিলীপবাবুর মন্তব্য তাঁদের হতাশা বাড়িয়েছে।
বিলগ্নিকরণের সমর্থনে দিলীপবাবু দাবি করেন, সরকারের কাজ ব্যবসা করা নয়। যেটি চলছে সেটি চালাবে। যেটা চলছে না, তার জন্য সরকার বিকল্প ভাববে। অর্থাৎ দুর্গাপুরে এসে বিলগ্নিকরণের সিদ্ধান্তে কার্যত সিলমোহর দেন তিনি। তবে বর্ধমান দুর্গাপুরের সংসদ সদস্যের ভূমিকাও অবাক করেছে শিল্পাঞ্চলবাসীকে। তিনি বৈঠকে শেষে বেরিয়ে একাধিকবার অনুগামীদের নিয়ে সেলফি তুললেও। বিলগ্নিকরণ নিয়ে প্রশ্ন করলে তিনি নীরব থাকেন। অন্যদিকে, চিন্তন বৈঠকে বিজেপির অন্তর্কলহ বারবার প্রকাশ্যে আসায় জেলায় বেশ অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব। আর এই সুযোগকেই কাজে লাগাতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। ১৯ আগস্ট ওই মাঠেই জনসভায় আয়োজন করছে তারা। সেখানে বিলগ্নিকরণ নিয়ে সোচ্চার হবেন রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা।
এদিকে, ওই দুই কারখানার শ্রমিকরাও এনিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন। সেভ সিএলডব্লু জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক নেপাল চক্রবর্তী বলেন, বিজেপি আসলে শিল্পপতিদের প্রতি দায়বদ্ধ। নির্বাচনের সময় যে শিল্পপতিদের কাছ থেকে টাকা নিয়েছিল, তাদের হাতেই সরকারি কারখানাগুলি তুলে দেওয়ারব উদ্যোগ নিয়েছে। একইভাবে এএসপি বাঁচাও ডিএসপি বাঁচাও দুর্গাপুর বাঁচাও কমিটির সদস্য বলেন, ওদের নেতাদের কাছ থেকে এর থেকে বেশি আমরা আর কী আশা করব। যারা পাবলিক সেক্টরের ইতিহাস জানে না তারাই এই ধরনের মন্তব্য করতে পারে। এএসপির শ্রমিক অলোক বাউরি, বাবুল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা দিলীপবাবুর মন্তব্যের তীব্র সমালোচনা করেন।
তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি বলেন, চূড়ান্ত অমানবিক মানুষ না হলে এধরনের মন্তব্য কেউ করতে পারতেন না। তবে আমরা কোনওভাবেই এই বিলগ্নিকরণ মানব না। ১৯ আগস্টের জনসভা থেকেই বিজেপি সরকারকে বার্তা দেওয়া হবে।
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, মানুষ বুঝতে পারছেন, তাঁরা কাদের ভোট দিয়েছেন। এটাই বিজেপির আসল রূপ। প্রার্থী হয়ে যিনি বলেছিলেন এএসপিকে বিক্রি আটকাবেন, তিনি ভোটে জিতেও নীরব কেন? 

 পুজোর আগেই ৬টি কটেজ, পর্যটনস্থল ঘুরে দেখতে গাড়ি

  বিএনএ, বহরমপুর: বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদ চত্বরে বাইরে থেকে আসা পর্যটকদের জন্য কটেজ তৈরি করবে কর্তৃপক্ষ। হাজারদুয়ারি বা মোতিঝিল ঘুরতে আসা পর্যটকরা সেখানে ন্যায্য ভাড়া দিয়ে যেমন থাকতে পারবেন, তেমনই সরকারি রেটে গাড়ি ভাড়াও পাবেন।
বিশদ

সাইকেল চুরি করে পালানোর সময় যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে গণধোলাই 

বিএনএ, বাঁকুড়া: সাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরার পর এক যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে গণধোলাই দিলেন স্থানীয় ব্যবসায়ী ও পথচলতি মানুষ। সোমবার সকালে বাঁকুড়া মাচানতলা সংলগ্ন বিদ্যাভবনের কাছে ঘটনাটি ঘটে। 
বিশদ

 ১০০ দিনের প্রকল্পে কাজের আবেদন নিল জেলা প্রশাসন

বিএনএ, সিউড়ি: ১০০ দিনের প্রকল্পে শিবির করে শ্রমিকদের কাজের জন্য আবেদন নিচ্ছে বীরভূম জেলা প্রশাসন। জেলাশাসকের নির্দেশমতো গত ৫আগস্ট থেকে ১৬৭টি পঞ্চায়েতে সেই শিবির শুরু করা হয়েছে। সাতদিন ধরে শিবির করার নির্দেশ থাকলেও প্রশাসন এবার থেকে কাজের আবেদন প্রত্যেক মাসেই সংগ্রহ করবে বলে জানা গিয়েছে।
বিশদ

আফ্রিকান পুতুলের আদলে এবার কাঠের দুর্গার বরাত দিল বিশ্ব বাংলা 

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার অগ্রদ্বীপের বাসিন্দা অক্ষয় ভাস্করের তৈরি আফ্রিকান পুতুলের আদলে কাঠের দুর্গাপ্রতিমা এবার স্থান পাবে বিশ্ববাংলার বিপণন কেন্দ্রগুলিতে। একই ফ্রেমে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুর সহ কাঠের দুর্গার অসাধারণ শিল্পকলা তাক লাগিয়েছে বিশ্ববাংলার কর্তাদের।  
বিশদ

 শ্রাবণের শেষ সোমবার বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীদের ভিড়

বিএনএ, বর্ধমান ও সংবাদদাতা, কালনা: শ্রাবণী মেলার শেষ সোমবার বর্ধমান ও কালনার বিভিন্ন শিবমন্দিরে জল ঢালার জন্য ভক্তদের ব্যাপক ভিড় হয়। বর্ধমানে ১০৮ শিবমন্দির, বর্ধমানেশ্বর শিবমন্দির সহ বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীরা এদিন জল ঢালেন। এদিন প্রতিটি জায়গায় জল ঢালার দীর্ঘ লাইন দেখা গিয়েছে।
বিশদ

 মুর্শিদাবাদে বাইক চালকদের ‘স্টান্ট’ বাজি, দুর্ঘটনায় জখম ৩

বিএনএ, বহরমপুর: সোমবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাস্তায় বাইক চালকদের ‘স্টান্ট’ বাজি দেখে আঁতকে উঠলেন বাসিন্দারা। গতিবেগের কোনও নিয়ন্ত্রণ ছিল না বলে অভিযোগ। হেলমেট ছাড়া দাপিয়ে বেড়াতে গিয়ে জেলার বেশ কয়েকটি প্রান্তে দুর্ঘটনাও ঘটেছে। নওদার গোঘাটায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন জখম হয়েছেন।
বিশদ

 দুর্গাপুরে কিডনি জালিয়াতি চক্রের পাণ্ডা গ্রেপ্তার

বিএনএ, আসানসোল: দুর্গাপুরে কিডনি জালিয়াতি চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম তথাগত সিংহ রায়। এই ঘটনায় পুলিস জোরকদমে তদন্ত শুরু করতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কয়েক বছর ধরেই ধৃত এই চক্র চালাচ্ছিল বলে জানা গিয়েছে।
বিশদ

তেহট্টের বেতাইয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা ঘিরে ভক্তদের ভিড় 

সংবাদদাতা, তেহট্ট: সোমবার তেহট্ট থানার বেতাই পূর্ব সিভিলগঞ্জে গাজনতলায় শিবলিঙ্গ স্থাপন করা হল। যা দেখতে বহু এলাকার বাসিন্দারা ভিড় জমান। বিশেষ করে মহিলা ভক্তদের ভিড় ছিল বেশি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেশভাগের আগে এখানকার বাসিন্দারা বাজার সংলগ্ন বটগাছের নীচে শিবমূর্তি প্রতিষ্ঠা করে গাজন উৎসব শুরু করেন। জায়গার নাম হয় গাজনতলা। 
বিশদ

খোলা মুখ খনির মাটিতে ক্ষতিগ্রস্ত চাষিদের টাকা দেওয়ার সিদ্ধান্ত 

বিএনএ, বাঁকুড়া: বড়জোড়ার পাহাড়পুর খনি এলাকায় ক্ষতিগ্রস্ত চাষিদের একর পিছু ৩২হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সম্প্রতি খনির ইজারা পাওয়া দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল, জেলা প্রশাসন ও স্থানীয় ১২সদস্যের কমিটিকে নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 
বিশদ

তেহট্টে পাটখেত থেকে ফের গ্যাস সিলিন্ডার উদ্ধার, চাঞ্চল্য 

সংবাদদাতা, তেহট্ট: রবিবার সন্ধ্যায় তেহট্ট থানার ছিন্নমস্তাতলার কাছে একটি পাটখেত থেকে ফের উদ্ধার হল গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডারের সঙ্গে একটি ব্যাগও পুলিস উদ্ধার করেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 
বিশদ

শ্রাবণের শেষ সোমবারে জেলার শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় 

সংবাদদাতা, লালবাগ: শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে লালবাগ মহকুমার বিভিন্ন শিব মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। ভাগীরথী থেকে জল ভরে পায়ে হেঁটে শিব মন্দিরে যান ভক্তরা।  
বিশদ

জলঙ্গির গ্রামে আর্সেনিকের ভয়াবহ থাবা
পাঁচ বছরে মৃত ৮ 

সুখেন্দু পাল, জলঙ্গি, বিএনএ: আর্সেনিক মহামারির আকার নিয়েছে জলঙ্গির হরেকৃষ্ণপুর গ্রামে। পাঁচ বছরের মধ্যে আর্সেনিকে আক্রান্ত হওয়ার পর গ্রামে আটজনের মৃত্যু হয়েছে। এখনও শতাধিক বাসিন্দা আর্সেনিকে আক্রান্ত। তাঁদের মধ্যে একজনের ইতিমধ্যেই একটি হাত কেটে বাদ দিতে হয়েছে। 
বিশদ

ওয়ার্ডে ঘুরে কাউন্সিলারদের জনসংযোগের নির্দেশ শুভেন্দুর 

সংবাদদতা, ঝাড়গ্রাম: বাইকে করে ওয়ার্ডে ঘুরে ঘুরে বিদায়ী কাউন্সিলারদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিলেন পরিবহণমন্ত্রী তথা জেলার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। প্রয়োজনে মর্নিং ও ইভনিং ওয়ার্কের সময় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে বলা হয়েছে।  
বিশদ

বিশ্বভারতীতে গান্ধীজির জীবনের ছবি নিয়ে প্রদর্শনী 

সংবাদদাতা, শান্তিনিকেতন: মুম্বইয়ের একটি ব্যাঙ্কের উদ্যোগে সোমবার থেকে বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে গান্ধীজীর জীবনী নিয়ে চিত্র প্রদর্শনী শুরু হল। এই প্রদর্শনী চলবে ১৪ আগস্ট পর্যন্ত।  
বিশদ

Pages: 12345

একনজরে
সৌম্যজিৎ সাহা, কলকাতা: এবার গ্রামাঞ্চলের ইঞ্জিনিয়ারিং কলেজের ল্যাবরেটরির পুরনো পরিকাঠামোর খোলনলচে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। নতুন যন্ত্রপাতি কেনা এবং পরিকাঠামো তৈরি করতে তারা অনুদান দেবে বলে ঠিক করেছে। ...

সংবাদদাতা, গাজোল: সোমবার সকালে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের মধ্যম কেন্দুয়া গ্রামে অকেজো জলাধারটি সংস্কার করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের এই পদক্ষেপে বাসিন্দারা খুবই খুশি হয়েছেন। এখন তাঁদের জলের আর সমস্যা হবে না।   ...

মৃণালকান্তি দাস, ওয়াশিংটন, ১২ আগস্ট:জেট ল্যাগের ধাক্কা সামলে আমেরিকার মাটিতে পা দেওয়ার পর আপনার প্রথম কোন বিষয়টি ভালো লাগবে জানেন? সাধারণ আমেরিকানদের সৌজন্যবোধ এবং তাদের ফান লাভিং অ্যাটিচ্যুড। যেখানেই যান না কেন, আপনাকে কেউ না কেউ নিদেনপক্ষে ‘হাই’ বলবেন। ...

মালাপ্পুরম (কেরল), ১২ আগস্ট (পিটিআই): কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছিল। শুক্রবার বিকেলে এল বিপর্যয়। কেরলের পাহাড়ি এলাকা কোট্টাক্কুন্নুতে নামল বিরাট ধস। স্বামী সেই সময় বাড়ি ছিলেন না। দেড় বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে শুয়েছিলেন গীতু। হঠাৎ ধস। কাদা-পাথর ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯- ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম,
১৯২৬- কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর জন্ম,
১৯৩৩- অভিনেত্রী বৈজয়ন্তীমালার জন্ম,
১৯৪৬- ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলেসের মৃত্যু,
১৯৬৩- অভিনেত্রী শ্রীদেবীর জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,১৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,১৮০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৭২৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
12th  August, 2019

দিন পঞ্জিকা

২৭ শ্রাবণ ১৪২৬, ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ২১/১৫ দিবা ১/৪৭। উত্তরাষাঢ়া অহোরাত্র। সূ উ ৫/১৬/২১, অ ৬/৭/৯, অমৃতযোগ দিবা ৭/৫০ গতে ১০/২৪ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৭/৯ মধ্যে। রাত্রি ৬/৫২ গতে ৯/৬ মধ্যে পুনঃ ১১/১৯ গতে ২/১৮ মধ্যে, বারবেলা ৬/৫২ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১/১৮ গতে ২/৫৪ মধ্যে, কালরাত্রি ৭/৩০ গতে ৮/৫৪ মধ্যে। 
২৭ শ্রাবণ ১৪২৬, ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ত্রয়োদশী ২১/৩৩/১১ দিবা ১/৫২/৩৩। উত্তরাষাঢ়ানক্ষত্র ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৫/১৫/১৭, অ ৬/৯/২৫, অমৃতযোগ দিবা ৭/৫১ গতে ১০/২২ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩৪ মধ্যে ও ৩/২৪ গতে ৫/৪ মধ্যে এবং রাত্রি ৬/৪০ মধ্যে ও ৮/৫৮ গতে ১১/১৫ মধ্যে ও ১/৩২ গতে ৩/৩ মধ্যে, বারবেলা ৬/৫২/৩ গতে ৮/২৮/৪৯ মধ্যে, কালবেলা ১/১৯/৭ গতে ২/৫৫/৫৩ মধ্যে, কালরাত্রি ৭/৩২/৩৯ গতে ৮/৫৫/৫৩ মধ্যে। 
মোসলেম: ১১ জেলহজ্জ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। বৃষ: প্রেমে সার্থকতা আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৯৯- ইংরেজ পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম,১৯২৬- কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ...বিশদ

07:03:20 PM

অপসারিত নদীয়ার জেলাশাসক পবন কাদিয়ান 
এক ডব্লুবিসিএস অফিসারকে ফোন করে হুমকি দেওয়ায় অভিযুক্ত নদীয়ার জেলাশাসক ...বিশদ

05:30:59 PM

বিধানসভার স্ট্যাঠন্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন শোভন 
বিধানসভার মৎস্যা বিষয়ক স্ট্যাকন্ডিং কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়। ...বিশদ

05:13:35 PM

টালিগঞ্জ থানায় হামলার ঘটনায় আটক ৪

04:48:00 PM

২৪ তারিখ থেকে ৩ দিন হাওড়ার বঙ্কিম সেতুতে যান নিয়ন্ত্রণ 
মেরামতির জন্য ২৩ আগস্ট সকাল ছ’টা থেকে ২৫ আগস্ট রাত ...বিশদ

04:15:05 PM