নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহর শিলিগুড়িতে এই প্রথম আয়োজিত হতে চলেছে তেরাই হিমালয়ান ফেস্টিভাল। রবিবার শিলিগুড়ির হিলকার্ট রোডে এই প্রথম ফেস্টিভালের আয়োজন করছে দার্জিলিং জেলা প্রশাসন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস এবং শিলিগুড়ি পুরসভা। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে এই ফেস্টিভালের বিষয়ে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হোর্ডিং,পোস্টার, ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে গোটা শহর। চলছে জোরকদমে প্রচার ও প্রস্তুতি। শহরের প্রধান সড়কে অনুষ্ঠান হওয়ায় সেখানে যান চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। শনিবার ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর ফেস্টিভাল চলাকালীন শহরের কোন কোন রাস্তা খোলা থাকবে এবং কোন রাস্তা বন্ধ থাকবে তার স্পষ্ট নির্দেশিকা জারি করেছেন। অনুষ্ঠানটি বেলা বারোটা থেকে রাত দশ’টা পর্যন্ত চলবে। সেই সময় বন্ধ থাকবে শিলিগুড়ির সেভক মোড় থেকে এয়ারভিউ মোর পর্যন্ত যান চলাচল। যেহেতু এই সড়কটি শিলিগুড়ির অন্যতম এক ব্যস্ততম রাস্তা। সেই কারণে ট্রাফিক ব্যবস্থায় থাকছে বাড়তি নজর। ডিসিপি জানিয়েছেন, শিলিগুড়িতে সেভক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। তবে চার্চ রোড এবং নবীন সেন রোড ঘুরে যাতায়াত করতে হবে সাধারণ মানুষকে। ওই রাস্তাগুলোতে যাতে কোনভাবেই যানজট না হয়, তা নিশ্চিত করতে বাড়তি ট্রাফিক পুলিসও মোতায়েন করা হবে।
ডিসিপি বলেন, আমরা ফেস্টিভাল সফল করার পাশাপাশি সাধারণ মানুষেরও যাতে অসুবিধা না হয়, তা মাথায় রেখেছি। একদিকে রাস্তা বন্ধ থাকলেও দুটি বিকল্প রাস্তা রেখেছি। জরুরি পরিষেবার গাড়িগুলোর জন্য ছাড় রয়েছে। নিজস্ব চিত্র।