হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
সোশ্যাল মিডিয়ায় দৈত্যাকার মাছের ভিডিও ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছে। এক্স হ্যান্ডলে এমনই এক ইউজারের প্রশ্ন, ‘সম্প্রতি মেক্সিকোর সৈকতে একাধিক ওর ফিসের সন্ধান মিলেছে। তাহলে কি ফের ধ্বংসলীলা আসন্ন?’ বিশেষজ্ঞরা অবশ্য পুরো বিষয়টিকে রজ্জুতে সর্পভ্রম হিসেবে দেখছেন। এই ঘটনায় উদ্বেগের কোনও কারণ নেই বলে তাঁরা আশ্বাস দিয়েছেন। তাঁদের বক্তব্য, এল নিনো ও লা নিনার কারণে মহাসাগরে জলের তাপমাত্রার পরিবর্তন ঘটছে। তাই বাধ্য হয়ে এই মাছ উপকূলে চলে আসছে। জলের তাপমাত্রা তো বটেই রোগ বা চোটের কারণেও মাছগুলি উপকূলে চলে আসতে পারে।