বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এক কোটি টাকায় ওই পুকুর সংস্কার করা হবে। সাধারণ মানুষের হাঁটার জন্য পাড়ে রাস্তা, শেড ছাড়াও ৫০টির বেশি উচ্চ বাতিস্তম্ভ থাকবে। শিলান্যাসের ১০ মাস অতিক্রান্ত হলেও সৌন্দর্যায়নের কাজ শুরু হয়নি বলে অভিযোগ। এদিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, পুকুরের জল নোংরা হয়ে রয়েছে। পাশের জায়গা আগাছা ও জঙ্গলে ঢাকা। শহরের বাসিন্দা বিজন ঘোষ বলেন, শুনেছিলাম পুকুরের চারপাশে সৌন্দর্যায়ন হবে। সেখানে একটি পার্কও রয়েছে। শহরের বয়স্করা দু’টি জায়গায় সময় কাটাতেন। বছর শেষে হতে চললেও কাজ শুরু হল না।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বশিষ্ঠ ত্রিবেদী এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা আম্রুত প্রকল্পের কাজ। আমি পুর প্রশাসক থাকার সময় ওই ফান্ড এনেছিলাম। রাজ্যের মাত্র কয়েকটা পুরসভা ওই কাজ পেয়েছিল। চেয়ারম্যান শুধু শিলান্যাস করছেন। চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, যে পুকুরকে ঘিরে সৌন্দর্যায়ন হবে, সেখানে এখনও জল রয়েছে। সেজন্য কাজ করা যাচ্ছে না। পরে কাজ শুরু হবে। এখনও পুকুরের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়নি।-নিজস্ব চিত্র