কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
বিমানবাবু বলেন, ‘মাঝেমধ্যে অনেকে এককালীন অর্থসাহায্য করেন। কিন্তু সবাই যদি বাড়িতে ভাঁড় রেখে মাসে ১০০ টাকা রাখেন, কিছুদিন বাদে তা দলকে দেন, তাহলে ভালো হয়।’ এই প্রসঙ্গেই নিজের অতীত জীবনের উদাহরণ তুলে আনেন তিনি। বলেন, ‘আমি হাতখরচ থেকে টাকা বাঁচিয়ে দলকে অর্থসাহায্য করতাম। দেড় বছর দিতে পারিনি। তারপর আবার শুরু করলাম। হোলটাইমার থাকার সময় প্রতি মাসে ৭৫ টাকা করে দিয়েছি। তারপর ১০০ টাকার উপরে উঠেছি। হোলটাইমার হিসেবে যা পাওয়া যায়, সেখান থেকেই দিতে হবে।’ এর পাশাপাশি, দলের ভিতরের খবর বাইরে যাচ্ছে বলে এদিন উষ্মা প্রকাশ করেন বিমানবাবু। বলেন, ‘পার্টির ভিতরে সেরকম লোক আছে, যাঁরা পর্টির থেকে বন্ধুদের বড় মনে করে। ভুলে গেলে চলবে না, বন্ধুর চেয়ে পার্টি বড়।’ বিমানবাবু ছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রমুখ।