পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
পঞ্চায়েত সদস্য ডলি খাতুনের অনুগামী মোজাম্মেল হক বলেন, এদিনের সার্ভের তালিকায় আমাদের পরিবারের নাম রয়েছে কি না জানতে সার্ভে টিমের কাছে যেতে চাই। সেসময় পঞ্চায়েত সদস্য রোশনারা বিবির অনুগামীরা পথ আটকায়। আমার সঙ্গে থাকা পঞ্চায়েত সদস্য ডলি খাতুনের ভাগ্নেকে ওরা বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে আতিকুল দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোশনারা বিবির স্বামী তৈয়ব আলি বলেন, সার্ভে টিমের থেকে অনেক দূরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার সঙ্গে আবাস যোজনা সার্ভের কোনও সম্পর্ক নেই। টাকা-পয়সা নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল করেছে ওরা। নিজেদের কোন্দল ঢাকতেই অন্যদের নামে দোষ দিচ্ছে।
দিনহাটা-১ এর বিডিও গঙ্গা ছেত্রী বলেন, সার্ভের কাজের কোনও অসুবিধা হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী সার্ভে হচ্ছে। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, খবর পেয়ে পুলিস গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।
আদর্শ নির্বাচনী আচরণবিধি শেষ হতেই সোমবার থেকে আবাস যোজনার সার্ভের কাজ জোরকদমে শুরু হয়। ৩৯৬টি ঘরের সরেজমিনে সার্ভে হবে কোণামুক্তা গ্রামে। এই গ্রামের দু’টি সংসদে দু’জন পঞ্চায়েত সদস্য। দু’জনেই তৃণমূলের প্রতীকে এবারের পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন। সার্ভের টিম কাজ শুরু করলেই পিছনে থাকছেন অনেকেই। কোন পঞ্চায়েত সদস্যর অনুগামীরা সার্ভে টিমের পিছনে থাকবেন তা নিয়ে সোমবার থেকেই চাপা উত্তেজনা ছিল গ্রামে। মঙ্গলবার সকালে তা প্রথমে বচসা ও পরে হাতাহাতির রূপ নেয়।
রোশনারা বিবির অনুগামীরা সংখ্যায় বেশি ছিলেন। তাঁরাই সার্ভে টিমের পিছনে ছিলেন। ডলি খাতুনের অনুগামীদের বাড়ি সার্ভে করা হবে কি না এদিন তা নিয়ে সংশয় তৈরি হয় তাঁদের মধ্যে। সেই কারণেই তাঁরা সার্ভে টিমের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। অভিযোগ,তখনই দুই পঞ্চায়েত সদস্যর অনুগামীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় লাঠির আঘাতে মাথা ফাটে ডলি খাতুনের ভাগ্নে আতিকুলের। পরে তাঁকে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।