প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, রাসমেলা ময়দানে বাজি বাজার এবার জমে উঠেছে। বিভিন্ন ব্লক ও মহকুমা থেকেও পাইকারি ব্যবসায়ীরা এই মেলা থেকে বাজি কিনে নিয়ে গিয়েছেন। শেষ দু’দিন তো বাজি মেলায় ব্যাপক ভিড় ছিল। আমি নিজেও প্রতিদিনই বাজি মেলায় অনেকটা সময় কাটিয়েছি। কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ শহরের বিভিন্ন শ্রেণির মানুষদের নিয়ে মেলার মাঠে চা চক্র অনুষ্ঠিত হয়েছে। প্রায় কোটি টাকার ব্যবসা হবে বলে মনে করা হচ্ছে।
গত ২১ অক্টোবর থেকে রাসমেলা ময়দানে বাজি মেলা শুরু হয়েছে। আগে শহরের বিভিন্ন এলাকায় বাজির দোকান হতো। এতে নিরাপত্তা, দামের উপর নিয়ন্ত্রণ রাখা সহ একাধিক বিষয়ে সমস্যা হতো। এক জায়গায় বাজিমেলা শুরু হওয়ায় প্রথমবার সকলের জানতে কিছু সময় লাগে। কিন্তু এবার সকলেই বিষয়টি জেনে যাওয়ায় অন্য কোনও জায়গায় আর যাওয়ার প্রশ্ন ওঠেনি।