ওয়াশিংটন: প্রয়াত ‘ভারত-বন্ধু’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। বয়স হয়েছিল ১০০ বছর। রবিবার জর্জিয়ার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমেরিকার ৩৯তম প্রেসিডেন্ট। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শোকবার্তা, ‘আজ এক অসাধারণ নেতাকে হারাল আমেরিকা তথা গোটা বিশ্ব।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রয়াণে শোকস্তব্ধ। বিশ্বে শান্তি ও সম্প্রীতি স্থাপনে তাঁর অবদান অনস্বীকার্য। ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জিমি।’ তাঁর রাজনীতি ও দর্শনের সঙ্গে মত পার্থক্য থাকলেও প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আমেরিকার উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। ভালো মানুষ ছিলেন। মন থেকে শ্রদ্ধা জানাই।’
১৯২৪ সালের ১ অক্টোবর জর্জিয়ায় জন্মগ্রহণ করেন কার্টার। ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। আমেরিকার ইতিহাসে তিনিই সবথেকে দীর্ঘায়ু প্রেসিডেন্ট। ২০১৫ সালে ধরা পড়েছিল ব্রেন ক্যান্সার। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শয্যাশায়ী ছিলেন। ২০০২ সালে পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। ভারতের সঙ্গে ছিল মধুর সম্পর্ক। হরিয়ানার গুরুগ্রামে কার্টারের নামে একটি গ্রামও রয়েছে।