ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
দু’পক্ষের জখম অন্তত ৩০ পড়ুয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা করা হয়। একথা জানিয়েছেন মেডিক্যাল পুলিস ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক। এদিকে, ছাত্র সংঘর্ষের জেরে আতঙ্ক ছড়ানোয় বিকেলের দিকে নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের ফটকে ব্যবসায়ীরা তালা ঝুলিয়ে দেন। গতকালের একটি ঘটনাকে কেন্দ্র করে এদিন দুই কলেজের পড়ুয়াদের মধ্যে এই সংঘর্ষ। সায়েন্স ল্যাব এলাকাতেই গতকাল ঢাকা কলেজের একদল পড়ুয়া বাসে উঠতে গেলে তাঁদের সঙ্গে সিটি কলেজের কয়েকজন পড়ুয়ার বিবাদ তৈরি হয়। চলে হাতাহাতিও। এর জেরে এদিন বেলা ১১টা নাগাদ সিটি কলেজের পড়ুয়ারা ঢাকা কলেজের দু’টি বাসে ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের পড়ুয়ারা সিটি কলেজে গিয়ে ভাঙচুর করেন। বেলা তিনটে নাগাদ দুই কলেজের পড়ুয়ারা জমায়েত করেন সায়েন্স ল্যাব এলাকায়। প্রথম চলে ইট বৃষ্টি। এরপর শুরু হয় সংঘর্ষ।