ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে সর্বভারতীয় স্তরে জে পি নাড্ডা এবং রাজ্যস্তরে সুকান্তবাবুকে সভাপতিত্ব ছাড়তেই হবে। বর্তমানে দু’জনেই কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে দুই প্রথমসারির নেতা সুনীল বনসল এবং বিনোদ তাওড়ের নাম। কিন্তু মঙ্গলবার মহারাষ্ট্রে টাকা বিলি কাণ্ডে বিনোদ তাওড়ের নাম জড়ানোয় তাঁর সেই ‘পদোন্নতি’র সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। বিজেপির অন্দরে এমনই খবর। শুক্রবারের বৈঠকে থাকতে পারেন সুনীল বনসল। অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পরবর্তী রাভাপতি হিসেবে চর্চায় রয়েছে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও জগন্নাথ সরকার এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নাম।
আগামী সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। শুক্রবারের বৈঠকে তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।