পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
মার্কিন যুক্তরাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কমলা হ্যারিসকে হারিয়ে নিজের দ্বিতীয় ইনিংস নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। ফলপ্রকাশ হতেই নরেন্দ্র মোদি সহ একের পর এক বিশ্বনেতা তাঁকে শুভেচ্ছা জানান। কিন্তু নীরব ছিল ক্রেমলিন। অবশেষে সোচির ব্ল্যাক সি রিসর্টে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্টকে শুভেচ্ছা জানালেন পুতিন। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য আমি ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামত করতে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে যে লড়াই চলছে, তা সমাধানেও সাহায্য করতে চেয়েছেন। এই বিষয়ে আমারও অন্তত একটু নজর
দেওয়া উচিত।’