Bartaman Patrika
বিদেশ
 

নস্টালজিয়া আর বাঙালিয়ানার মিশেল
দুর্গা আরাধনায় কোমর
বাঁধছেন মার্কিন প্রবাসীরা

দেবজ্যোতি রায়, কলকাতা: এ যেন এক বং কানেকশন। নেই শরতের নীল আকাশে সাদা মেঘের ঘনঘটা। নেই হিমেল হাওয়ায় নদী পাড়ে কাশের দোলা। বৃষ্টি-রোদের লুকোচুরিও নেই। তবু এখানে শরৎ আসে। এবং আসে প্রতি বছর নিয়ম করে। সিলিকন ভ্যালির দেশে ‘ক্লাউড’-এ থাকা বীরেন্দ্রকৃষ্ণ শোনান মহিষাসুরমর্দিনী। শারদীয়ার আনন্দ বয়ে সন্তানদের নিয়ে হাজির হন উমা।
‘নস্টালজিয়া’কে ভর করে প্রবাসি বাঙালিরা বরণ করে নেন ‘মা’কে। গা ভাসান কাঁসর, ঢাকের বাদ্যিতে। ‘বঙ্গ জীবনের অঙ্গ’ কলকাতার সঙ্গে এক সুতোয় বেঁধে দেয় আমেরিকার নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, টেক্সাস, ইলিনয়, নিউ ইয়র্ক, জর্জিয়া বা ফ্লোরিডাকে। বাংলায় শারদ প্রাতে রাত পোহানোর মতোই ‘গ্লোবাল ভিলেজ’-এ বেজে ওঠে ‘আলোর বেণু’। চোখের সামনে পট পাল্টাতে থাকে সেখানকার বেঙ্গলি কমিউনিটিগুলি। শিউলি ফুলের গন্ধ ছাড়াই মাতৃ আরাধনায় মেতে ওঠে কলকাতা থেকে হাজার হাজার কিমি দূরের বাঙালি মহল্লা। যতটা সম্ভব নিয়ম মেনেই প্রবাসে দুর্গতিনাশিনীর আরাধনায় শামিল হন তাঁরা।
তবে, আমেরিকার পুজোয় সবসময় পঞ্জিকা মেনে দিনক্ষণ পালন করা সম্ভব হয় না। তাই পুজো হয় সপ্তাহান্তে। ওই দু’তিন দিনেই হয় চারদিনের পুজো। সবশেষে ধুনুচি নাচ ও সিঁদুর খেলা। আমেরিকার সেরকমই একটি পুজো কমিটি ‘সৈকত’। ফ্লোরিডার ট্যাম্পা বে অঞ্চলে অবস্থিত। এবার ১৯ বছরে পা দিচ্ছে তাদের দুর্গোৎসব। জোর কদমে তার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কমিটির সদস্য অনুসূয়া চট্টোপাধ্যায়। ২৮ সেপ্টেম্বর ভোরে মহালয়ার মাধ্যমে শুরু হয়ে যাবে কাউন্টডাউন। পুজো ৪ থেকে ৬ অক্টোবর। সঙ্গে জমিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া, সিঁদুর খেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুসূয়ার কথায়, ‘শনিবার সৈকতের আসর জমাতে থাকবেন কিঞ্জল চট্টোপাধ্যায়। আর রবিবার মাকে বিদায়ের বিষাদ দূর করে মঞ্চ মাতাবেন কবিতা কৃষ্ণমূর্তি।’
মার্কিন মুলুকের আরেকটি বড় পুজো হল, অ্যারিজোনার ফিনিক্সের পুজো। তিনদিন ব্যাপী দুর্গাপুজোর আয়োজন করে বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন অব অ্যারিজোনা (বিসিএএ)। এবার তাদের ৩৫ বছরের পুজো। তিন মাস আগে থেকে মণ্ডপ তৈরির কাজে হাত লাগিয়েছেন এখানকার বাঙালি সদস্যরা বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। বাংলার মূল পুজোর দিনের কাছাকাছি কোন এক উইকএন্ডে পুজোর দিন ঠিক করা হয়। শুক্র থেকে রবিবার চলে পুজো, খাওয়া-দাওয়া, গান-বাজনা, ফ্যাশন শো আর বিভিন্ন প্রতিযোগিতা। বসে শাড়ি-গয়না-বইয়ের দোকান। শুক্রবার সকাল থেকেই আরম্ভ হয়ে যায় রান্নার জোগাড়। কিছু খাবার যদিও রেস্তরাঁ থেকে আসে। তবে, বাঙালিদের প্রিয় কিছু খাবার যেমন খিচুড়ি, লাবড়া, মাছভাজা, বেগুনি, পাঁপড়ভাজা— এসব নিজেরাই রান্না করা হয়। সংগঠনের আরেক সদস্য প্রবীর চৌধুরীর কথায়, বোধন আর ষষ্ঠীর পুজো সেরে আরম্ভ হয় আনন্দমেলা। স্থানীয় রন্ধনশিল্পীদের হাতে রান্না হরেকরকম সুস্বাদু খাবার পাওয়া যায় আনন্দমেলায়। শনিবার সকাল থেকেই পুজোর পাশাপাশি চলতে থাকবে বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা। পুজো, অঞ্জলি, দুপুরের খাওয়া শেষে বিকেল গড়াতেই শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছরের প্রধান আকর্ষণ লোপামুদ্রার গান। রবিবার সকাল থেকে আবার আরম্ভ হয় পুজোর ধুম। সন্ধ্যের আগেই ফিনিক্সের বাঙালিরা মা দুর্গার বিসর্জন সেরে বিজয়া, মিষ্টিমুখে মেতে ওঠেন।’
উত্তর আমেরিকার ছোট্ট রাজ্য ডেলাওয়্যার। সেখানকার নেওয়ার্ক শহরের ‘উড়ান’-এর এবার ষষ্ঠ বছরের পুজো। বয়সে নবীন হলেও পুজোর আয়োজনে খামতি নেই। নিয়ম মেনে এখানে ১১, ১২ ও ১৩ অক্টোবর দেবীর বোধন, সপ্তমী, অষ্টমী, নবমী পালন করা হবে। কুমোরটুলি থেকে আনা হয়েছে নতুন প্রতিমা। দুর্গার ভোগের পাশাপাশি পুজোকে কেন্দ্র করে থাকছে বিশাল ভূরিভোজের আয়োজন। আর মনোরঞ্জনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উড়ানের এক কর্তা সুদীপ্ত জানা জানিয়েছেন, ‘মার্কিনি ষষ্ঠীর সন্ধ্যায় অর্থাৎ ১১ তারিখ দর্শক-ভক্তদের মনোরঞ্জনে থাকবেন বাংলা সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লগ্নজিতা। পরের দিন আসর জমাবেন ‘নাইনটিজ নটআউট’ কুমার সানু। এভাবেই পাঁচদিনের পুজোকে তিনদিনে পালন করা হবে।’
আমেরিকায় আর যে সমস্ত জায়গায় দুর্গাপুজো হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হল— নিউ জার্সির ‘গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশন’। এবার তাদের ২৮ বছর। ৫ ও ৬ অক্টোবর সেখানে ধুম মাচাবেন সঙ্গীতশিল্পী হরিহরণ ও ইমন চক্রবর্তী। পাশাপাশি, ১৯৭৫ সাল থেকে হিউস্টনে দুর্গা আরাধনা করে আসছে হিউস্টন দুর্গাবাড়ি সোসাইটি। বর্তমানে এটাই নর্থ আমেরিকার বৃহত্তম দুর্গা পুজো। এখানে পশ্চিমবঙ্গের মতোই ৩ থেকে ৭ অক্টোবর পুজো। ষষ্ঠী থেকে দশমী। এছাড়া রয়েছে নিউ জার্সির ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার অব গার্ডেন স্টেটস, কল্লোল, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ, জর্জিয়া প্রদেশের আটলান্টা বেঙ্গলি ফোরাম, পূজারি, ক্যালিফোর্নিয়ার মিলপিটাসের সংস্কৃতি, নর্থ ক্যারোলিনার বেঙ্গলি অ্যাসোসিয়েশন, ইলিনয়ের শিকাগো কালী বাড়ি প্রভৃতি। সব মিলিয়ে ‘দুনিয়া ডট কম’-এ ভর করে আমেরিকার দুর্গোৎসবে শুধুই বং কানেকশন।

19th  September, 2019
জম্মু ও কাশ্মীরের শ্রীবৃদ্ধি মেনে নিতে পারছেন না ইমরান খান, আক্রমণ ভারতীয় রাষ্ট্রদূতের

 নিউইয়র্ক, ২০ সেপ্টেম্বর: একটি সময়ের অনুপযোগী এবং অস্থায়ী আইনের ধারা বাতিল করেছে ভারত। যার দরুণ উন্নতি এবং শ্রীবৃদ্ধির পথে ফিরে এসেছে জম্মু ও কাশ্মীর। এটাই মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশদ

21st  September, 2019
ভারতের সহায়তায় রাষ্ট্রসঙ্ঘের সদর
দপ্তরের ছাদে বসছে সোলার প্যানেল

 নিউ ইয়র্ক, ২০ সেপ্টেম্বর (পিটিআই): নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরের ছাদে চালু হতে চলেছে গান্ধী সোলার পার্ক। আদতে এটি একটি ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল। বিশদ

21st  September, 2019
রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে কাশ্মীর
নিয়ে সরব হবে পকিস্তান
যোগ্য জবাব দিতে তৈরি ভারত

 নিউ ইয়র্ক, ২০ সেপ্টেম্বর (পিটিআই): রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে পাকিস্তান কাশ্মীর নিয়ে সরব হলে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত ভারত। কাশ্মীর নিয়ে ভারতের নীতি এবং অবস্থানকে পাকিস্তান যতই নিচু করে দেখানোর চেষ্টা করুক, ভারত আত্মমর্যাদার সঙ্গে তার জবাব দেবে বলে জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। বিশদ

21st  September, 2019
মোদির অনুষ্ঠানের আগে দুর্যোগে বিপর্যস্ত হিউস্টন
ভারতীয় ও হিন্দু আমেরিকানদের একত্রে
আনবে ‘হাউডি মোদি’, আশা গাবার্ডের

 হিউস্টন ও ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর (পিটিআই): আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একমঞ্চে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা।
বিশদ

21st  September, 2019
হোয়াইট হাউসের অদূরে বন্দুকবাজের হানা, হত ১

 ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর (পিটিআই): আমেরিকার রাস্তায় ফের প্রকাশ্যে বন্দুকবাজের তাণ্ডব। গুলিতে একজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ কলম্বিয়া হাইটস এলাকায় ওই ঘটনা ঘটেছে। জায়গাটি হোয়াইট হাউস থেকে খুব বেশি দূরে নয় বলেও পুলিস জানিয়েছে।
বিশদ

21st  September, 2019
বাংলাদেশে গত বছরের তুলনায় এবার
পুজো মণ্ডপের সংখ্যা বেড়েছে এক হাজার

 মৃণালকান্তি দাস, কলকাতা: পুজোর সাজে ‘পুজো কন্যা’ হওয়ার সুযোগ! দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের এক দেশি ফ্যাশন সংস্থার এটাই এবারের চমক। সংস্থার মডেল হিসেবে তুলে ধরা হয়েছে দুই বাংলার পরিচিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
বিশদ

20th  September, 2019
হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেমালুম
মিথ্যে বলে বিতর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী
ক্ষোভ উগরে দিলেন অসুস্থ সন্তানের বাবা

 লন্ডন, ১৯ সেপ্টেম্বর (এএফপি): সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। এমনিতেই ব্রেক্সিট নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে দম ফেলার ফুরসত নেই তাঁর। এরই মধ্যে এবার প্রকাশ্যে মিথ্যে বলে বিতর্ক তৈরি করলেন জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সেই মিথ্যে বলার ঘটনা ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরাতেও।
বিশদ

20th  September, 2019
 ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বড় কোনও
ঘোষণার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

  ওয়াশিংটন, ১৯ সেপ্টেম্বর (পিটিআই): ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বড় ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানের তিনদিন আগে এমনই ইঙ্গিত দিলেন তিনি। ২২ সেপ্টেম্বর রবিবার টেক্সাসের হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশদ

20th  September, 2019
১৭ অক্টোবর পর্যন্ত নীরব মোদিকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল ব্রিটেনের আদালত

 লন্ডন, ১৯ সেপ্টেম্বর (পিটিআই): পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতিকাণ্ডে নয়া মোড়। প্রত্যর্পণ মামলায় আরও বিপাকে পড়লেন ফেরার ঋণখেলাপি নীরব মোদি। বৃহস্পতিবার তাঁকে ১৭ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল ব্রিটেনের এক আদালত।
বিশদ

20th  September, 2019
পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযান চালাতে
চেয়েছিলেন মনমোহন: ডেভিড ক্যামেরন

 লন্ডন, ১৯ সেপ্টেম্বর (পিটিআই): পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযান চালাতে চেয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সার্জিকাল বা এয়ার স্ট্রাইকের ধাঁচে পাকিস্তানের উপর প্রত্যাঘাতের পরিকল্পনা নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী।
বিশদ

20th  September, 2019
রাষ্ট্রসঙ্ঘে নজিরবিহীনভাবে কাশ্মীর ইস্যু তুলতে চান ইমরান

 ইসলামাবাদ, ১৮ সেপ্টেম্বর (পিটিআই): কাশ্মীর ইস্যুতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। এব্যাপারে কাউকেই পাশে পায়নি ইমরান খানের দেশ। এমনকী আন্তর্জাতিক মঞ্চেও অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। তাই এবার কাশ্মীর ইস্যুকে গায়ের জোরে আন্তর্জাতিক মঞ্চে পেশ করতে চায় পাকিস্তান।
বিশদ

19th  September, 2019
  আলোচনা সম্ভাবনা উড়িয়ে দিল আমেরিকা এবং ইরান

 ওয়াশিংটন ও তেহরান, ১৭ সেপ্টেম্বর (পিটিআই): সৌদি আরবের সবচেয়ে বড় তেল সংস্থায় ড্রোন হামলার পর থেকে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। এদিকে, চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানির মধ্যে বৈঠকের এক ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল।
বিশদ

18th  September, 2019
পাকিস্তানে হস্টেল থেকে
উদ্ধার হিন্দু ছাত্রীর দেহ

 করাচি, ১৭ সেপ্টেম্বর (পিটিআই): এক হিন্দু ডেন্টাল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পাকিস্তানের সিন্ধ প্রদেশে। সোমবার হস্টেলের ঘরে গলায় দড়ি জড়িয়ে বিছানায় শায়িত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম নম্রিতা চাঁদনি।
বিশদ

18th  September, 2019
সংস্কারের পর ফের চালু হল
‘ইন্ডিয়ান আর্মি মেমোরিয়াল রুম’

রূপাঞ্জনা দত্ত, লন্ডন, ১৭ সেপ্টেম্বর: একদা ব্রিটিশ সেনার হয়ে লড়াই করেছিলেন ভারতীয় উপমহাদেশের ২৫ লক্ষ জওয়ান। তাঁদের বীরত্বকে স্মরণীয় করে রাখতে তৈরি হয়েছিল ‘ইন্ডিয়ান আর্মি মেমোরিয়াল রুম’। সান্ধুরস্তের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমিতে সংস্কারের পর নবরূপে আত্মপ্রকাশ করল এই ‘ইন্ডিয়ান আর্মি মেমোরিয়াল রুম’।
বিশদ

18th  September, 2019

Pages: 12345

একনজরে
বিজয় বর্মন, কুমারগ্রাম, সংবাদদাতা: কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরের বুকে পারিবারিক এবং সর্বজনীন মিলে প্রায় পঁচিশটি দুর্গাপুজো আয়োজিত হয়। তবে বিগ বাজেটের দুর্গাপুজো কিন্তু এই শহরে হাতেগোনা। শহরের পুজোর উদ্যোক্তারা ইতিমধ্যেই মণ্ডপ বানানোর কাজ শুরু করে দিয়েছেন।  ...

সংবাদদাতা, কাঁথি: কোথাও থিম আলো, আবার কোথাও দুই সম্প্রদায়ের মানুষের মিলনমেলা। কোথাও সবুজ বাঁচানো ও জল সংরক্ষণের বার্তা, আবার কোথাও প্রতিমা নয়, নিজের মায়ের মধ্যেই দুর্গাকে দেখার আহ্বান। এগরা শহরের পুজোয় এবারও বিভিন্ন ক্লাব নানা থিমের ডালি নিয়ে হাজির। শহরে ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মশার আঁতুড়ঘর হিসেবে সল্টলেকে নয়া আতঙ্ক থানাগুলি। সম্প্রতি বিধাননগর পুরসভার পক্ষ থেকে সল্টলেক পূর্ব থানায় বিশেষ অভিযান চালানো হয়। তাতেই ধরা পড়েছে, থানার বিল্ডিং এবং ক্যাম্পাসের চারপাশে একাধিক জায়গায় জমা জল রয়েছে। ...

 জম্মু, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): জম্মু ও কাশ্মীরে বিজেপি ও আরএসএস নেতা খুনে অভিযুক্ত তিন জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিস। নাসির আহমেদ শেখ, নিশাদ আহমেদ এবং আজাদ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৭: গায়ক কুমার শানুর জন্ম 

23rd  September, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৪ টাকা ৭১.৮৪ টাকা
পাউন্ড ৮৭.০৪ টাকা ৯০.২৩ টাকা
ইউরো ৭৬.৭৭ টাকা ৭৯.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৩২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৯০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, দশমী ২৮/৩ অপঃ ৪/৪২। পুনর্বসু ১২/৩৪ দিবা ১০/৩১। সূ উ ৫/২৯/১৭, অ ৫/২৮/৩৯, অমৃতযোগ দিবা ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১১/৫৩ মধ্যে পুনঃ ১/২৯ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৪/৪০ গতে উদয়াবধি, বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৮ মধ্যে, কালরাত্রি ৬/৫৯ গতে ৮/২৮ মধ্যে।
 ৬ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, দশমী ১৫/৩৮/২২ দিবা ১১/৪৪/৩১। পুনর্বসু ৩/২৭/১৪ দিবা ৬/৫২/৪, সূ উ ৫/২৯/১০, অ ৫/৩০/৩০, অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ১১/০ মধ্যে এবং রাত্রি ৭/৪১ গতে ৮/৩০ মধ্যে ও ৯/২০ গতে ১১/৪৮ মধ্যে ও ১/২৭ গতে ৩/৬ মধ্যে ও ৪/৪৫ গতে ৫/২৯ মধ্যে, বারবেলা ৬/৫৯/২০ গতে ৮/২৯/৩০ মধ্যে, কালবেলা ১/০/০ গতে ২/৩০/১০ মধ্যে, কালরাত্রি ৭/০/২০ গতে ৮/৩০/১০ মধ্যে।
২৪ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বৃষ: শেয়ার বাজারে আজ কিছুটা বিনিয়োগ করতে পারেন। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৩২: স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু১৯৪৮: হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা১৯৫০: ...বিশদ

07:03:20 PM

হাওড়ায় আত্মঘাতী পঞ্চম শ্রেণীর পড়ুয়া 
স্কুল থেকে বাড়ি ফিরে শৌচাগারে আত্মঘাতী হল পঞ্চম শ্রেণীর এক ...বিশদ

08:54:53 PM

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন 

07:26:05 PM

হরিপালের নন্দকুঠিতে পথ দুর্ঘটনায় মৃত ৩ 
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। আহত হয়েছেন আরও তিনজন। ...বিশদ

06:28:27 PM

চোটের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গেলেন জসপ্রিত বুমরাহ 
অনুশীলনের সময় চোট পেলেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। চিকিৎসকরা ...বিশদ

05:17:56 PM