বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
এদিনই করোলবাগের বিখ্যাত হনুমান মন্দিরে গিয়ে পূজারিদের অনুদান সংক্রান্ত রেজিস্ট্রেশন করিয়ে প্রকল্পের প্রতীকি উদ্বোধন করেন কেজরিওয়াল। তাঁর অনুষ্ঠানস্থলের বাইরেই বিজেপি তাঁকে আক্রমণ করে দুর্নীতিগ্রস্ত এবং মিথ্যা প্রতিশ্রুতিকারী আখ্যা দিয়ে বিক্ষোভ দেখায়। দুপুরেই পাল্টা দেন কেজরিওয়াল। বোঝা যায় যে, তিনি অপেক্ষা করছিলেন কখন বিজেপি এই প্রকল্পগুলিকে আক্রমণ করবে। যেন তাঁর পাতা ফাঁদে পা দিয়েছে বিজেপি।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে কেজরিওয়াল বলেছেন, আপনার দল আমাকে এইসব প্রকল্প করতে বাধা দিচ্ছে কেন? তার মানে, আপনার দল এবং আপনি চাইছেন না দিল্লির মহিলা ও মন্দিরের পুরোহিতদের আর্থিক সাহায্য করা হোক। আপনার হাতে ১৮টি রাজ্য রয়েছে। যে রাজ্যগুলিতে রয়েছে বিজেপি অথবা এনডিএ জোটের শাসন। আপনি এই প্রকল্প সেখানে চালু করছেন না কেন? তাহলে দেশের হিন্দু সমাজের উপকার হবে। মন্দিরের পুরোহিত ও গুরদ্বারের গ্রন্থিরা সারা বছর ধরে পুজো পাঠ করেন। তাঁদের আর্থিক নিরাপত্তা দেওয়া কি অপরাধ? কেজরিওয়াল বলেন, দিল্লিবাসী দেখে রাখুন, আমার ঘোষিত প্রকল্প বিজেপি চাইছে না। তার মানে বিজেপি জয়ী হলে এসব প্রকল্প ওরা করবে না। কেজরিওয়ালের এই হুঁশিয়ারিতে বিজেপি কিছুটা ভয় পেয়েছে তা টের পাওয়া গিয়েছে। কারণ বিকেলেই বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, আমরা একবারও বলেনি যে, এইসব প্রকল্পের বিরোধী। আমরা বলছি কেজরিওয়াল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি পূর্বঘোষিত অনেক প্রতিশ্রুতি পালন করেননি। এটাও করবেন না।