প্রয়াগরাজ: পূর্ণ কুম্ভমেলার আগে প্রয়াগরাজ ভেঙে নতুন জেলা গঠন করল যোগী সরকার। প্রয়াগরাজের চারটি মহকুমা (তহসিল)-এর ৬৭টি গ্রাম নিয়ে গঠিত এই নয়া জেলার নাম ‘মহাকুম্ভ মেলা’। এই নিয়ে উত্তরপ্রদেশে জেলার সংখ্যা দাঁড়াল ৭৬টিতে। ১২ বছর পর পূর্ণকুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে উত্তরপ্রদেশে। আগামী বছর ১৩ জানুয়ারি থেকে শুরু হবে এই মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিচ্ছে সরকার। বিবৃতি জারি করে বলা হয়েছে, কুম্ভ মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্যই নতুন জেলা গঠন করা হয়েছে। তবে এটি স্থায়ী জেলা কি না, তা স্পষ্ট নয়। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এটি একটি অস্থায়ী জেলা। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও এগজিকিউটিভ ম্যাজিস্ট্রে হিসেবে দায়িত্ব সামলাবেন মেলার আধিকারিকরাই। গত রবিবার প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্রকুমার মান্দর একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে নতুন জেলা গঠনের খবর জানিয়েছেন। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সদর মহকুমার ২৫টি গ্রাম, সোরাঁও থেকে তিনটি, ফুলপুর মহকুমার ২০টি ও কারচানা মহকুমা থেকে ১৯টি গ্রাম নতুন জেলায় অন্তর্ভুক্ত।
প্রশাসনের অনুমান, এবার মহাকুম্ভে ৪০ থেকে ৪৫ কোটি পুণ্যার্থী আসতে পারেন। প্রয়াগরাজে আগত ভক্তরা অযোধ্যা, বারাণসী সহ নিকটবর্তী ধর্মীয় স্থানগুলিতেও যাবেন বলে আশা করা হচ্ছে। এই আবহে বারাণসী থেকে মহাকুম্ভ (প্রয়াগরাজ), অযোধ্যা সার্কিটের মধ্যে সংযোগ তৈরির জন্য বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ তৈরি করেছে পর্যটন দপ্তর।