যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
ইউপিএসসি পরীক্ষার প্রশিক্ষক হিসেবে যথেষ্ট নামডাক আছে ওঝার। আপে যোগ দিয়ে ওঝা জানিয়েছেন, শিক্ষা সংস্কারের লক্ষ্যেই রাজনীতিতে এসেছেন তিনি।
আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা বছর চল্লিশের এই যুবক দিল্লিতে একাধিক প্রথমসারির কোচিং সেন্টারে পড়িয়েছেন। ২০১৯ সালে পুনেতে গড়ে তোলেন নিজের কোচিং সেন্টার। যা বেশ জনপ্রিয়। একইসঙ্গে কোভিডকালে তাঁর ইউটিউব চ্যানেলটিও পড়ুয়াদের আকর্ষণ করেছিল। যার মূলে তাঁর পড়ানোর বিশেষ স্টাইল। ইতিহাস আলোচনায় অবধ টেনে আনেন সমসাময়িক প্রসঙ্গগুলি।
জনপ্রিয়তার পাশাপাশি গত বছর বিতর্কেও জড়িয়ে পড়েন একাধিক বার। একবার প্রধানমন্ত্রীকে সংবিধান বাতিল করে দেশে ‘মোদিতন্ত্র’ চালুর পরামর্শ দিয়েছিলেন এই ‘ইউপিএসসি গুরু’। যে কারণে কপালে জোটে ‘মোদি বিরোধী’ তকমা। নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা ভোট। তার আগে অবধ ওঝার যোগদান কেজরিওয়ালের দলকে বিশেষ অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে।