ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। মিড ডে মিলে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়ে মাগানুর জেলা পরিষদ সরকারি হাই স্কুলের ৩০ পড়ুয়া। পেটে ব্যথার পাশাপাশি তারা বমি করতে শুরু করে। অসুস্থ পড়ুয়াদের প্রথমে মাকথাল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া। সেখান থেকে স্থানান্তরিত করা হয় নায়ারণপেট সরকারি হাসপাতালে। হাসপাতালেও রেহাই মিলল না। এক অসুস্থ পড়ুয়ার কথায়, ‘আমাদের উপমা খেতে দেওয়া হয়েছিল। কয়েকজন খাওয়া শুরু করতেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খাবারে কেঁচো রয়েছে। সঙ্গে সঙ্গে সেটি ফেলে দেওয়া হয়।’ এই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছেন নারায়ণপেটের জেলাশাসককে।