উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
বর্তমানে আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে গরিব পরিবারগুলি বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসার সুবিধা পায়। এতেই নতুন যুক্ত হয়েছেন সত্তরোর্ধ্বরা। নাম আয়ুষ্মান বয়ঃবন্দনা। তবে কার্ড করাতে যেমন বেশ কিছু জায়গায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ, একইভাবে এই কার্ডে কিন্তু মিলবে না হাসপাতাল বা নার্সিংহোমের আউটডোরে ফ্রি চিকিৎসার সুযোগ।
এছাড়া অনেক চিকিৎসা বিনামূল্যে নয়। বয়ষ্কদের অনেক সময়ই নানা রোগের টিকার প্রয়োজন হয়। তার খরচও এই কার্ডে ফ্রি নয়। গাঁটের কড়ি খরচ করে ডাক্তার দেখাতে হবে। করতে হবে অস্ত্রোপচার। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে যেকোনও ওয়ার্ডে মিলবে না কার্ডের সুবিধা। একমাত্র জেনারেল ওয়ার্ডেই ভর্তি হলে তবেই মিলবে সত্তরোর্ধ্বদের বছরে ফ্রি পাঁচ লক্ষ টাকার সুবিধা। দেশের যেকোনও হাসপাতালে ভর্তি হওয়া যাবে না। আয়ুষ্মান ভারতের প্যানেলভূক্ত হাসপাতালেই মিলবে এই ফ্রি চিকিৎসার সুবিধা। কোনও বেসরকারি বিমা কোম্পানির কার্ড থাকলেও সত্তরোর্ধ্বরা কেন্দ্রের এই আয়ুমান ভারত কার্ডেরও সুবিধা পাবেন। কিন্তু সিজিএইচএসের মতো কেন্দ্রীয় প্রকল্পের কার্ড থাকলে সুবিধা মিলবে না। যেকোনও একটি কার্ড রাখা যাবে। পরিবারে যদি একাধিক সত্তরোর্ধ্ব ব্যক্তি থাকেন, তাহলে প্রত্যেকের জন্য পৃথক পাঁচ লক্ষ টাকা নয়। সেক্ষেত্রে যতজন সত্তরোর্ধ্ব আছেন, তাদের সবার জন্য বছরে মোট পাঁচ লক্ষ টাকা। আধার কার্ড দিয়ে একজনের নামে কার্ড করে তার সঙ্গে বাকিদের নাম যুক্ত করতে হবে।