পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
কণিকা রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রার্থী হিসেবে ক্ষীণস্বর আসনে প্রার্থী হয়েছেন। ১৩ নভেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন। সম্প্রতি স্ত্রীর হয়ে প্রচারে গিয়ে হনুমান বলেন, ‘ভোটে না জিতলে এবার আমার স্ত্রী বাপের বাড়ি চলে যাবেন বলে জানিয়েছেন। আমি চিন্তিত।’ মজার ছলে বলা তাঁর এই মন্তব্যকেই হাতিয়ার করেন বিজেপি নেতা।
রবিবার মদন বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় হনুমানের বক্তব্য শুনলাম। ভাই কবে থেকে স্ত্রীর হুমকিকে ভয় পেতে শুরু করলেন? আপনি তো জানেন, তিনি জিতবেন না। তাতে আপনার ভালোই হবে। আপনার স্ত্রী বাপের বাড়ি বা যেখানেই যান, তিনি শিশুসন্তানদের যত্ন নেবেন।’ মদন আরও বলেন, আপনারা যদি দু’জনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন, তাহলে ঘরের দেখভাল কে করবে? প্রয়োজনটা বুঝতে হবে।