পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
বঢ়মপুরের বিজেপি বিধায়ক জিতু গোস্বামীর দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ও গুলি ছোড়া হয়। গত ২৪ ঘণ্টায় ভাঙচুর করা হয়েছে অন্তত ৬টি গাড়ি। এই ঘটনায় শাসক বিজেপি এবং বিরোধী কংগ্রেস উভয়ই একে অপরের বিরুদ্ধে পাল্টা-অভিযোগ এনেছে। এক পুলিস আধিকারিক জানিয়েছেন, বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন যে শাসক দলের বিধায়ক জিতু গোস্বামীর গাড়িকে লক্ষ্য করে এক কংগ্রেস কর্মীর বাড়ি থেকে গুলি চালানো হয়েছিল। গাড়িতে সেসময় বিজেপি নেতা জিতু গোস্বামী এবং সুরেশ বোরা ছিলেন। কেউ অবশ্য জখম হননি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বিজেপি কর্মীদের ভয় দেখানোর জন্য অন্ধকারের আড়ালে এই হামলা চালিয়েছে কংগ্রেস। তবে এভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা যাবে না।’
অপরদিকে, কংগ্রেস নেতা তথা ধুবড়ির সাংসদ রাকিবুল হোসেনের দাবি, ‘বিজেপি ভোটের আগে সামাগুড়িতে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’
রাকিবুল হোসেনের ছেলে তানজিল হোসেন আসন্ন উপ নির্বাচনে সামাগুড়িতে কংগ্রেসের প্রার্থী। অন্যদিকে বিজেপির প্রার্থী তরুণ নেতা ডিপলু রঞ্জন শর্মা।