পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
‘চাকা নেই, ব্রেক নেই, এমনকী চালকের আসনে কে বসবেন তা নিয়েও লড়াই চলছে’, মহারাষ্ট্রের বিধানসভা নির্বচনী প্রচারের শুরুতে বিরোধী জোট মহা বিকাশ আঘাড়িকে এই ভাষাতেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার মহারাষ্ট্রের উত্তর-পশ্চিমে ধুলেতে তিনি বলেন, ‘এক জাতিকে অন্য জাতির বিরুদ্ধে দাঁড় করানোর বিপজ্জনক খেলা খেলছে কংগ্রেস। কারণ ওরা কখনওই দলিত বা অনগ্রসর শ্রেণি বা আদিবাসী সম্প্রদায়ের উন্নতি চায় না। তাই প্রতিটি সম্প্রদায়ের বিকাশ ও অগ্রগতির সম্ভাবনা হ্রাস পাচ্ছে।’ মহাযুতি জোটকে ফের ক্ষমতায় ফেরানোর আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ঐক্যবদ্ধ থাকলে তবেই নিরাপদে থাকা যায়।’ যদিও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রচারে সিমডেগায় পাল্টা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভোটারদের সতর্ক করে তিনি বলেছেন, ‘বিজেপি আপনাদের থেকে জল, জমি ও জঙ্গল কেড়ে নিতে চায়। প্রধানমন্ত্রী মোদি আপনাদের বনবাসী বলেন, কারণ বিজেপি বিশ্বাস করে জমি, জঙ্গল ও জলের অধিকারী একমাত্র আরএসএস সদস্য ও পুঁজিপতিরা। উন্নয়নের অজুহাতে ওরা আদিবাসীদের জমি দখল করতে চায়।’