কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
এদিকে, মঙ্গলবার বাবা সিদ্দিকিকে খুনের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃত হরিশকুমার বালকরাম (২৩) আদতে উত্তরপ্রদেশের বাহরাইচের বাসিন্দা। তবে সে পুনেতে ব্যবসা করত। এদিন বাহরাইচ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। এই নিয়ে বাবা সিদ্দিকিকে খুনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হল। আগেই গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার বাসিন্দা গুরমাইল বলজিৎ সিং (২৩) এবং উত্তরপ্রদেশের বাসিন্দা ধর্মরাজ রাজেশ কাশ্যপকে (১৯)। এরাই বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে পুলিস দাবি করেছে। এছাড়াও পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে খুনের ‘ষড়যন্ত্রের অন্যতম সহযোগী’ প্রবীণ লোনকরকে। প্রবীণের ভাই শুভম লোনকর এবং আর এক শ্যুটার শিবকুমার গৌতম পলাতক।
এদিন বাবা সিদ্দিকিকে খুনের প্লট সামনে এনেছে পুলিস। মুম্বই পুলিসের দাবি, সিদ্দিকিকে খুনের ব্লু প্রিন্ট তৈরি করে প্রবীণ এবং তার ভাই শুভম। তারাই দুই শ্যুটার— ধর্মরাজ এবং শিবকুমারকে ৫০ হাজার টাকা করে সুপারি দেয়। রবিবার সিদ্দিকিকে খুনের দায় নিয়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে যে ফেসবুক পোস্ট করা হয়, তা আসলে করেছিল শুভম লোনকরই। সোমবার সিদ্দিকির খুনে লোনকর ভাইদের ষড়যন্ত্রের কথা আদালতে জানিয়েছে পুলিস। এই প্রথম প্রাক্তন মন্ত্রীর খুনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসাজশ থাকতে পারে বলে পুলিস স্বীকার করেছে। এদিকে, সলমন খানের বান্দ্রার বাড়ি এবং পানভেলের ফার্ম হাউসের নিরাপত্তা বাড়িয়েছে পুলিস।