কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া সাধারণত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়। রাজস্থান-গুজরাত থেকে এই প্রক্রিয়া শুরু হয়। এবার বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে দেরি হয় সাতদিনের মতো। দেশের একটা বড় অংশ থেকে অক্টোবর মাসে বর্ষার বিদায় নিলেও বর্ষাকালীন বৃষ্টির হিসেব জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চারমাস ধরে করা হয়। এবার সার্বিকভাবে দেশে দীর্ঘকালীন গড়ের থেকে বেশি (১০৮ শতাংশ) বৃষ্টি হয়েছে। গড় মোট বৃষ্টিপাত হয়েছে ৯৩৪.৮ মিমি। দেশের চারটি অঞ্চলের মধ্যে পূর্ব এবং উত্তর-পূর্ব অংশে দীর্ঘকালীন গড়ের থেকে কম বৃষ্টিপাত (৮৪ শতাংশ) হয়েছে। কিন্তু দেশের এই অংশে গড় স্বাভাবিক বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি। তাই পরিমাণের নিরিখে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ১১৭৮ মিমি। সেখানে বর্ষার চারমাসে মধ্য ভারতে ১১৬৮ মিমি, উত্তর-পশ্চিমে ৬২৮.৬ মিমি এবং দক্ষিণ ভারতে ৮১৫.৪ মিমি বৃষ্টি হয়েছে। গোটা দেশের নিরিখে সবচেয়ে বেশি (৩০৫.৮ মিমি) বৃষ্টি হয়েছে জুলাই মাসে।